Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 7:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 কত মহান তুমি হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর! তোমার মত কেউ নাই, তুমিই একমাত্র অদ্বিতীয় ঈশ্বর, আর কোন ঈশ্বর নাই, এ কথা আমি সুনিশ্চিত জানি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 অতএব, হে সার্বভৌম মাবুদ, তুমি মহান; কারণ তোমার মত কেউই নেই ও তুমি ছাড়া আর কোন আল্লাহ্‌ নেই; আমরা আমাদের কানে যা যা শুনেছি, সেই অনুসারে এই জানি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 “হে সার্বভৌম সদাপ্রভু, তুমি কতই না মহান! তোমার মতো আর কেউ নেই, এবং তুমি ছাড়া ঈশ্বর আর কেউ নেই, যেমনটি আমরা নিজের কানেই শুনেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান্‌; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে ইহা জানি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 প্রভু, আমার প্রভু এইসব কারণে আপনি এত মহান! আপনার মত আর কেউ নেই। আপনি ছাড়া আর কোন ঈশ্বর নেই। আমরা তা জানি কারণ যে সব কাজ আপনি করেছেন, তা আমরা নিজেরাই শুনেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান; কারণ তোমার মত কেউ নেই ও তুমি ছাড়া কোন ঈশ্বর নেই; আমার নিজের কানে যা যা শুনেছি, সেই অনুযায়ী এটা জানি৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 7:22
33 ক্রস রেফারেন্স  

তুমি মহান হে প্রভু পরমেশ্বর, পরমাশ্চর্য তোমার কীর্তি, তুমিই একমাত্র ঈশ্বর।


হে প্রভু পরমেশ্বর, দেবগণের মধ্যে তোমার সমকক্ষ কেউ নেই, অতুলনীয় তোমার মহান কীর্তিরাজি।


হে প্রভু পরমেশ্বর, দেবতাদের মাঝে তোমার সমকক্ষ কে? কে তোমার মত পবিত্র, গরীয়ান? অলৌকিক কীর্তিমান, সম্ভ্রম ও স্তুতির যোগ্য?


তোমার মত এমন ঈশ্বর আর কে আছে যিনি অপরাধ ক্ষমা করেন, যিনি উপেক্ষা করেন তাঁর প্রজাদের অবশিষ্টাংশের সকল অধর্ম, যিনি চিরকাল ক্রোধ পোষণ করেন না, বরং অবিচল প্রেমের প্রকাশেই তাঁর পরম আনন্দ?


কারণ প্রভু পরমেশ্বর মহতোমহীয়ান, তিনিই সর্বোচ্চ প্রশংসা ও স্তুতির যোগ্য। সমস্ত দেবতার চেয়ে তিনিই অধিক সম্ভ্রমযোগ্য।


আমিই প্রভু পরমেশ্বর, এক এবং অদ্বিতীয়। তোমার প্রয়োজনীয় শক্তি আমি দেব তোমায়, যদিও তুমি জান না আমার পরিচয়।


হে আমার প্রভু জীবনেশ্বর। তুমি তোমার এ দাসের কাছে তোমার মহিমা ও পরাক্রম প্রকাশের সূচনা করেছ, স্বর্গে বা মর্ত্যে তোমার মত কীর্তিমান ও পরাক্রমী ঈশ্বর আর কে আছে?


প্রভুর মত পবিত্র কেউ নয় তুমি বিনা প্রভু কেউ নেই আর অনুপম আশ্রয়শৈল ঈশ্বর আমাদের তাঁর মত কেউ নেই।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমার তুল্য পরাক্রমী আর কে আছে, তোমার ন্যায় ও সত্য শোভিত তোমায় ঘিরে।


হে প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে দিব্যলোকবাসীদের মাঝে কে আছে তোমার তুল্য?


প্রভু পরমেশ্বর মহামহীয়ান, সকল স্তবস্তুতি একমাত্র তাঁরই প্রাপ্য, সমস্ত দেবতার চেয়ে সম্ভ্রমে তিনি বরণীয়।


প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, তিনি ছাড়া আর কোন ঈশ্বর নেই, এ কথা যেন তোমরা জানতে পার, সেই জন্যই ঐ সমস্ত কীর্তি তোমাদের দেখানাে হয়েছে।


কার সঙ্গে ঈশ্বরের তুলনা চলে? কিসের সাদৃশ্যে ব্যাখ্যা করা যায় তাঁর?


প্রভু মহান, সুমহান আমাদের প্রভু পরমেশ্বর! তাঁর পবিত্র পর্বতে স্থাপিত আমাদের ঈশ্বরের পবিত্র নগরী। সেইখানে ধ্বনিত হোক তাঁর স্তব ও বন্দনাগান।


প্রভু পরমেশ্বর মহান, সকল গৌরব ও মহিমা তাঁরই, বোধের অতীত তাঁর মহত্ত্ব।


আমি জানি, সুমহান আমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর সকল দেবতার ঊর্ধ্বে তিনি।


হে প্রভু পরমেশ্বর, অতীতে আমাদের পূর্বপুরুষের কালে তুমি সাধন করেছিলে যত মহৎ কর্ম, সবই শুনেছি আমরা আমাদের পিতৃপিতামহের কাছে।


তাই এবার ইসরায়েলীদের কাছে পৌঁছে দাও এই বার্তা, আমি সর্বাধিপতি প্রভু যে বার্তা তাদের দিতে চাই: হে ইসরায়েলী, আমি যে কাজ করতে চলেছি, তা তোমাদের মুখ চেয়ে নয়, আমি করছি আমার নামের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার জন্য, যে নামের পবিত্রতা তোমরা ক্ষুণ্ণ করেছ যখন যে দেশে গিয়েছ সেইখানেই।


হে সমগ্র পৃথিবীর মানব, ফিরে এস আমার কাছে, লাভ কর পরিত্রাণ আমিই একমাত্র ঈশ্বর এক এবং অদ্বিতীয়।


প্রভু পরমেশ্বর সৃষ্টি করেছেন আকাশমণ্ডল স্বয়ং তিনিই ঈশ্বর তিনিই পৃথিবীর রূপকার, দিয়েছেন স্থায়ী সুদৃঢ় প্রতিষ্ঠা এই পৃথিবীকে। বিশৃঙ্খলা, শ্রীহীন, নিরর্থক নয় তাঁর এ সৃজন, মানবের বসতির জন্যই রচিত এই মনোরম স্থান। ইনি সেই ঈশ্বর যিনি বলেন, আমি প্রভু পরমেশ্বর, এক এবং অদ্বিতীয়।


পবিত্র ঈশ্বরের সঙ্গে কার তুলনা চলে? আছে কি তেমন কেউ?


আমি চাই তাঁর জন্য বিরাট এক অপরূপ মন্দির নির্মাণ করতে কারণ অন্যান্য সমস্ত দেতাদের চেয়ে আমাদের আরাধ্য ঈশ্বর সুমহান।


এখন দেখ, আমি—আমিই তিনি, আমি ছাড়া নেই আর কোন ঈশ্বর, আমি সংহার করি, আমিই করি জীবন দান, আমিই আঘাত করি, আবার সুস্থও করিআমিই। আমার হাত থেকে উদ্ধার করার শক্তি কারো নেই।


হে ইসরায়েল, আমি চাই তোমরা একথা অবহিত হও যে, এসব আমি তোমাদের মুখ চেয়ে করছি না। আমি চাই, যে কাজ তোমরা করছ তার জন্য তোমরা লজ্জিত ও অনুতপ্ত হও—এ কথা আমি, সর্বাধিপতি প্রভু বলছি।


মিশরীদের মাঝে অলৌকিক কীর্তিসাধন করে কিভাবে আমি তাদের হাস্যাস্পদ করেছি সেকথা তোমরা তোমাদের সন্তান সন্ততিদের কাছে বলবে। এতেই তোমরা সকলে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


ফারাও বললেন, আগামী কাল বিনতি কর। মোশি তাঁকে বললেন, আপনি যেমন চাইছেন তেমনই হবে, আর এর দ্বারাই আপিন বুঝতে পারবেন যে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সমকক্ষ কেউ নেই।


আমার আরাধনা করার জন্য আমার প্রজাদের তুমি মুক্তি দাও। এবারে আমি তোমাকে, তোমার অমাত্যবর্গ ও প্রজাদের আমার সর্বপ্রকার দণ্ডে এমনভাবে জর্জরিত করব যে তুমি জানতে পারবে সারা পৃথিবীতে আমার তুল্য আর কেউ নেই।


হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, ঊর্ধ্বে স্বর্গলোকে কিম্বা নীচে, মর্ত্যলোকে তোমার মত ঈশ্বর কেউ নেই। যারা সর্বান্তঃকরণে তোমার নির্দেশিত পথে চলে, তোমার সেই দাসদের সঙ্গে তুমি চুক্তির শর্ত রক্ষা করে থাক, প্রকাশ করে থাক তোমার অবিচল ভালবাসা।


আপনি আরও দেখেছেন, কেউ স্থানচ্যূত না করা সত্ত্বেও কিভাবে পর্বতচূড়া থেকে একটি পাথর খসে পড়ে লোহা, পিতল, মাটির, রূপো ও সোনা দিয়ে গড়া মূর্তিটির উপর আছড়ে পড়ল। এর দ্বারা পরমেশ্বর আপনাকে দেখাচ্ছেন ভবিষ্যতে কি ঘটবে। মহারাজ, আপনি যে স্বপ্ন দেখছিলেন আমি অবিকল তার বর্ণনা দিয়েছি ও স্বপ্নের প্রকৃত অর্থও বুঝিয়ে দিয়েছি।


হারোণ মিশরের সমস্ত জলাশয়ের উপর তাঁর লাঠি বাড়িয়ে ধরলেন আর ঝাঁকে ঝাঁকে ব্যাঙ এসে দেশ ছেয়ে ফেলল।


সুতরাং আজ তোমরা জেনে রাখ এবং মনে মনে উপলব্ধি কর যে ঊর্ধ্বে স্বর্গে এবং নীচে এই পৃথিবীতে প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, আর কেউ নয়।


প্রভু পরমেশ্বর ছাড়া ঈশ্বর আর কে আছে? আমাদের ঈশ্বর ছাড়া আশ্রয় শৈল আর কে আছে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন