Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 7:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তোমার বংশ ও তোমার রাজত্ব কখনও নির্মূল হবে না। তোমার সিংহাসন হবে চিরস্থায়ী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সম্মুখে চিরকাল স্থির থাকবে; তোমার সিংহাসন চিরস্থায়ী হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তোমার বংশ ও তোমার রাজ্য আমার সামনে চিরস্থায়ী হবে; তোমার সিংহাসনও চিরস্থায়ী হবে।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সম্মুখে চিরকাল স্থির থাকিবে; তোমার সিংহাসন চিরস্থায়ী হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 তোমার রাজপরিবার চিরকাল থাকবে। তোমার জন্য তোমার রাজত্ব চিরস্থায়ী হবে। তোমার সিংহাসন চিরদিন অটুট থাকবে।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আর তোমার বংশ ও তোমার রাজত্ব তোমার সামনে চিরকাল স্থির থাকবে; তোমার সিংহাসন চিরকাল স্থায়ী হবে৷’”

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 7:16
29 ক্রস রেফারেন্স  

সে-ই আমার উদ্দেশে একটি মন্দির নির্মাণ করবে এবং আমি তার রাজসিংহাসন চিরস্থায়ী করব।


দাউদের কুলতিলক তিনি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাঁর রাজকীয় ক্ষমতা, তাঁর রাজ্যে সতত বিরাজ করবে শান্তি। ন্যায় ও ধর্মনিষ্ঠায় ভিত্তিতে শাসন পরিচালনা করবেন তিনি এখন থেকে অনন্তকাল পর্যন্ত। সর্বাধিপতি পরমেশ্বরের এই হল স্থির সিদ্ধান্ত।


তাঁকে অর্পণ করা হল কর্তৃত্ব, মাহাত্ম্য ও শাসনক্ষমতা, যেন সমস্ত ভাষাভাষী মানুষ সব জাতি ও গোষ্ঠীর লোকেরা তাঁর পদানত হয়। চিরস্থায়ী হবে তাঁর কর্তৃত্ব। পতন হবে না তাঁর রাজদণ্ডের।


এই সব রাজাদের রাজত্বের সময়ে স্বর্গমর্ত্যের অধীশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যে রাজ্য কেউ কোনদিন ধ্বংস করতে পারবে না বা কারও অধিকারে যাবে না কিন্তু এই সাম্রাজ্য ঐ সমস্ত রাজ্যকে নিঃশেষে ভেঙ্গে গুড়িয়ে দেবে আর নিজে হবে চিরস্থায়ী।


চিরস্থায়ী তোমার মহান সিংহাসন, তোমার রাজদণ্ড নিরপেক্ষ ন্যায়ের দণ্ড।


যিহুদার হাত থেকে রাজদণ্ড, তার ক্রোড় থেকে শাসনদণ্ড কখনও হবে না বিচ্যুত যতদিন না হয় প্রকৃত অধিকারীর আগমন তাঁরই বশ্যতা স্বীকার করবে জাতিবৃন্দ।


এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”


কিন্তু পুত্র সম্পর্কে লেখা হয়েছে: “হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী, তোমার রাজদণ্ড ন্যায়ের দণ্ড।


লোকেরা তাঁকে বলল, শাস্ত্র থেকে আমরা জেনেছি যে মশীহ চিরজীবি। তাহলে ‘মানবপুত্রকে ঊর্ধ্বে উন্নীত হতে হবে'-এ কথায় আপনি কি বুঝাতে চাইছেন?


আমি নিজের গৌরব রক্ষার তাগিদে এবং আমার দাস দাউদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য এই নগরকে রক্ষা করব।


চন্দ্র সূর্যের মত দীর্ঘায়ু হোন তিনি বিরাজ করুন তিনি যুগ যুগান্ত ধরে।


আর আমি তোমাকে বলছি, তুমি পিতর অর্থাৎ পাথর। এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী নির্মাণ করব। পাতালের শক্তি তাকে পরাভূত করতে পারবে না।


অনুগ্রহ করে আপনার দাসীর অপরাধ মার্জনা করুন। প্রভু পরমেশ্বর নিশ্চয়ই আপনার বংশ সুপ্রতিষ্ঠিত করবেন, কারণ প্রভুর স্বপক্ষে আপনি যুদ্ধ করছেন।


এই সমস্ত কথা ও দর্শনের বিষয় নবী নাথান গিয়ে দাউদকে জানালেন।


তাহলে ‘ইসরায়েলের সিংহাসনে আরোহণ করার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না’—তোমার পিতার কাছে দেওয়া আমার এই প্রতিশ্রুতি আমি পূর্ণ করব


তোমার বংশকে আমি করব চিরস্থায়ী বংশপরম্পরায় প্রতিষ্ঠিত করব তোমার সিংহাসন।


তখন তাদের রাজারা এবং রাজপুরুষেরা জেরুশালেমের এই সমস্ত তোরণদ্বার দিয়ে প্রবেশ করবে এবং দাউদের যে রাজশক্তি ছিল সেই রাজকীয় মর্যাদায় তারা ভূষিত হবে। যিহুদীয়া এবং জেরুশালেমের প্রজাদের সঙ্গে নিয়ে রথ ও অশ্বারোহণে তারা যাত্রা করবে এবং জেরুশালেম নগরী সর্বদা লোকে পরিপূর্ণ থাকবে।


আমি, প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি দিলাম, দাউদের বংশে ইসরায়েলের রাজা হবার যোগ্য মানুষের অভাব হবে না কোনও দিন এবং


তিনি তাঁর রাজাকে ভূষিত করেন মহাবিজয় গৌরবে। তাঁর অভিষিক্তের প্রতি, দাউদ ও তাঁর বংশের প্রতি প্রদর্শন করেন তাঁর অবিচল প্রেম।


যদি তুমি তাঁর বাধ্য হয়ে চল, তাহলে প্রভু পরমেশ্বর আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করবেন। তিনি আমায় বলেছিলেন, তোমার বংশধরেরা যতদিন মনে প্রাণে আমার অনুগত ও বিশ্বস্ত থাকবে, যতদিন আমার অনুশাসন সতর্কভাবে পালন করবে ততদিন ইসরায়েলের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার লোকের অভাব হবে না।


কিন্তু পরমেশ্বর যিহুদীয়াকে ধ্বংস করতে চাননি, কারণ তিনি তাঁর দাস দাউদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তাঁর কুলে বাতি দেবার লোকের অভাব কোনদিন হবে না।


তাই হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তোমার কাছে আমার নিবেদন, তোমার সেবক দাউদকে আরও যে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেগুলিও পূর্ণ কর। তুমি বলেছিলে, ইসরায়েলের রাজা হবার জন্য কখনও তোমার বংশধরদের অভাব হবে না, যদি তারা তোমার মত আমার অনুগত হয়ে চলে।


তিনি ধার্মিকদের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেন না, রাজাদের মতই তাদের রাজত্ব করতে দেন, তাদের চিরগৌরবান্বিত করেন তিনি।


আমাদের জন্য একটি শিশুর জন্ম হয়েছে! একটি পুত্র দেওয়া হয়েছে আমাদের! তিনিই হবেন আমাদের রাজা। তাঁকে বলা হবে মহান উপদেষ্টা “পরাক্রমশালী ঈশ্বর’’, “সনাতন পিতা, “শান্তিরাজ’’।


আমার দাস যাকোবকে আমি যে দেশ দিয়েছিলাম, যে দেশে তাদের পূর্বপুরুষেরা বাস করত, সেইদেশে তারা বাস করবে। বংশ পরম্পরায় চিরকাল তারা এদেশে বসবাস করবে। আমার দাস রাজা দাউদের মত একজন রাজা চিরকাল তাদের শাসন শৃঙ্খলা পরিচালনা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন