Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 5:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 রাজা দাউদ তাঁর সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লেন জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ যাত্রায়। জেরুশালেমের অধিবাসী যিবুষীরা ভেবেছিল যে দাউদ তাদের শহর জয় করতে পারবেন না। তাই তারা তাঁকে বলল, এই শহরে ঢোকার ক্ষমতা তোমার নেই। কানা-খোঁড়া লোকেরাই তোমাকে আটকাবার পক্ষে যথেষ্ট।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পরে বাদশাহ্‌ ও তাঁর লোকেরা দেশ-নিবাসী যিবূষীয়দের বিরুদ্ধে জেরুশালেমে যাত্রা করলেন, তাতে তারা দাউদকে বললো, তুমি এই স্থানে প্রবেশ করতে পারব না, অন্ধেরা ও খঞ্জেরাই তোমাকে তাড়িয়ে দেবে। তারা ভেবেছিল, দাউদ এই স্থানে প্রবেশ করতে পারবেন না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 রাজামশাই ও তাঁর লোকজন সেই যিবূষীয়দের আক্রমণ করার জন্য জেরুশালেমের দিকে যুদ্ধযাত্রা করলেন, যারা সেখানে বসবাস করত। যিবূষীয়রা দাউদকে বলল, “আপনি এখানে ঢুকতে পারবেন না; এমনকি অন্ধ ও খঞ্জ লোকরাও আপনাকে তাড়িয়ে দেবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরে রাজা ও তাঁহার লোকেরা দেশনিবাসী যিবূষীয়দের বিরুদ্ধে যিরূশালেমে যাত্রা করিলেন; তাহাকে তাহারা দায়ূদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পাইবে না, অন্ধেরা ও খঞ্জেরাই তোমাকে তাড়াইয়া দিবে। তাহারা ভাবিয়াছিল, দায়ূদ এই স্থানে প্রবেশ করিতে পারিবেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 রাজা দায়ূদ এবং তাঁর অনুচররা, জেরুশালেমে বসবাসকারী যিবূষীয়দের বিরুদ্ধে লড়াই করতে গেলেন। যিবূষীয়রা দায়ূদকে বলল, “তুমি এই শহরে ঢুকতেই পারবে না। আমাদের অন্ধ ও পঙ্গু লোকরাই তোমাকে আটকে দেবে।” (তারা এই কথা বলেছিল কারণ তারা ভেবেছিল দায়ূদ তাদের শহরে ঢুকতে পারবেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 পরে রাজা ও তাঁর লোকেরা দেশে বসবাসকারী যিবূষীয়দের বিরুদ্ধে যিরূশালেমে যাত্রা করলেন; তাতে তারা দায়ূদকে বলল, “তুমি এই জায়গায় প্রবেশ করতে পারবে না, অন্ধ ও খোঁড়ারাই তোমাকে তাড়িয়ে দেবে৷” তারা ভেবেছিল, দাযূদ এই জায়গায় প্রবেশ করতে পারবেন না৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 5:6
13 ক্রস রেফারেন্স  

যিহূদা গোষ্ঠীর লোকেরা জেরুশালেম আক্রমণ করে দখল করল, সেখানকার অধিবাসীদের হত্যা করল এবং নগরটি আগুনে পুড়িয়ে দিল।


এমন কি তুমি যদি সমগ্র ব্যাবিলনীয় সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত কর এবং তাদের মধ্যে যদি শুধুমাত্র আহত সৈন্যরাই শিবিরে শায়িত থাকে, তাহলেও তারা উঠে গিয়ে এই নগরীতে আগুন লাগিয়ে সব ভস্ম করে দেবে।


বিন্যামীন গোষ্ঠীর লোকেরা কিন্তু জেরুশালেম থেকে ।যিবুষীদের উচ্ছেদ করল না। সেই জন্যই যিবুষীরা বিন্যামীন গোষ্ঠীর লোকদের সঙ্গে আজও জেরুশালেমে বাস করছে।


গিবিয়া ও কিরিয়াত-জিয়ারিম—পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট চৌদ্দটি নগর। বিন্যামীন গোষ্ঠীর বিভিন্ন পরিবারের জন্য এই ছিল নির্দিষ্ট এলাকা।


যিহুদা গোষ্ঠীর লোকেরা কিন্তু জেরুশালেম নিবাসী যিবুষীদের উৎখাত করতে পারল না। যিবুষীরা আজও যিহুদা গোষ্ঠীর লোকদের সঙ্গে বসবাস করছে।


এই মেলকিষেদেক শালেমের রাজা এবং পরাৎপর ঈশ্বরের পুরোহিত ছিলেন। অব্রাহাম যখন রাজন্যবর্গের মিলিত শক্তিকে পরাস্ত করে ফিরে আসছিলেন তখন তিনিই তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আশীর্বাদ করেছিলেন।


শালেমের রাজা মেলকিসেদেকও রুটি এবং আঙুরের নির্যাস নিয়ে এলেন। তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের পুরোহিত।


জেরুশালেমের অধিপতি অদোনি-সেদক তখন হিব্রোণের রাজা হোহম, যরক্ষুৎ-এর রাজা পিরাম, লাখীশের রাজা যাফিয়ের এবং ইগলোনের রাজা দবীরের কাছে দূত পাঠিয়ে প্রস্তাব করলেন,


তুমি সহায় হলে আমি ধ্বংস করতে পারি শত্রুসেনানী হে আমার ঈশ্বর, তোমার শক্তিতে আমি লঙ্ঘন করতে পারি বাধার প্রাচীর।


বিচক্ষণ সেনাপতি সুরক্ষিত নগর জয় করতে পারে, এমন কি সুদৃঢ় প্রাচীরও ভেঙ্গে ফেলতে পারে।


হে জেরুশালেম, তুমি উপত্যকার উপরে অনেক উঁচুতে সিংহাসনে বসে আছ সমতলভূমির উপরে সমুন্নত পর্বতের মত। আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি বলে থাক, কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। কিম্বা তোমার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ঢুকতে পারবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন