Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 3:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 অবনের হিব্রোণে দাউদের কাছে দূত মুখে বলে পাঠালেন, এ রাজ্যের রাজা কে হবেন? আসুন, আমার সঙ্গে চুক্তি করুন। আমি আপনাদের সারা ইসরায়েল দেশ জয় করতে সাহায্য করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 পরে অব্‌নের নিজের পক্ষ থেকে দাউদের কাছে দূতদের পাঠিয়ে বললেন, এই দেশ কার? আরও বললেন, আপনি আমার সঙ্গে নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইসরাইলকে আপনার পক্ষে আনতে আমার হাত আপনার সহকারী হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 পরে অবনের তাঁর হয়ে এই কথা বলার জন্য দাউদের কাছে দূত পাঠালেন, “এই দেশটি কার? আমার সঙ্গে একটি চুক্তি করুন, সম্পূর্ণ ইস্রায়েলকে আপনার পক্ষে আনার জন্য আমি আপনাকে সাহায্য করব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 পরে অব্‌নের আপনার পক্ষে দায়ূদের নিকটে দূতগণকে পাঠাইয়া কহিলেন, এই দেশ কাহার? আরও কহিলেন, আপনি আমার সহিত নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইস্রায়েলকে আপনার পক্ষে আনিতে আমার হস্ত আপনার সহকারী হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 অব্নের দায়ূদকে বার্তাবাহক পাঠাল। অব্নের বলল, “এই দেশ কার শাসন করা উচিৎ‌ বলে আপনি মনে করেন? আপনি আমার সঙ্গে চুক্তি করুন। আমি আপনাকে ইস্রায়েলের সমস্ত লোকের শাসক হতে সাহায্য করবো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 পরে অবনের নিজের হয়ে দায়ূদের কাছে দূতদের পাঠিয়ে বললেন, “এই দেশ কার?” আরও বললেন, “আপনি আমার সঙ্গে নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইস্রায়েলকে আপনার পক্ষে আনতে আমার হাত আপনার সাহায্যকারী হবে৷”

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 3:12
15 ক্রস রেফারেন্স  

মানুষ মাত্রই অসার সে যেন ক্ষণিকের নিঃশ্বাস, নগণ্য ও গণ্যমান্য –সকলেই অলীক, অন্তঃসারশূন্য, তুলাদণ্ডে পরিমাপ করলে তাদের দেখা যায়, নিঃশ্বাসের চেয়েও তারা লঘুভার।


ইসরায়েলীরা রাজাকে গিয়ে বলল, মহারাজ আমাদের ভাইয়েরা অর্থাৎ শুধু যিহুদা গোষ্ঠীর লোকেরাই কেন আপনাকে, রাজপরিবারের সবাইকে এবং আপনার লোকজনকে সঙ্গে করে নিয়ে যাবে?


দাউদের এই কথা যিহুদীয়ার সমস্ত মানুষের মন জয় করে নিল। তারা রাজাকে তাঁর সমস্ত কর্মচারী ও সৈন্যসামন্ত নিয়ে ফিরে আসতে অনুরোধ জানাল।


আপনাকে যারা ঘৃণা করে, তাদের আপনি ভালবাসেন এবং যারা আপনাকে ভালবাসে, তাদের আপনি ঘৃণা করেন। আজ আপনি স্পষ্টই বুঝিয়ে দিলেন যে, আপনার সেনাপতিরা ও দাসেরা আপনার কাছে কিছুই নয়। আজ যদি অবশালোম না মরে আমরা সবাই যদি মরে যেতাম তাহলে আপনি খুব খুশী হতেন !


অবনের হিব্রোণে এলে যোয়াব তাঁকে নগরদ্বার দিয়ে শহরের ভিতরে নিয়ে গেলেন এবং গোপন কথা বলার ছলে একধারে নিয়ে গিয়ে তাঁর পেটে ছুরি চালিয়ে হত্যা করলেন। এইভাবে যোয়াব-তাঁর ভাই অসাহেলের হত্যার প্রতিশোধ নিলেন।


অবনের দাউদকে বললেন, আমি এবার ফিরে যাব এবং সমগ্র ইসরায়েলকুলকে আমার মহারাজের পতাকাতলে সমবেত করব। তারা আপনার সাথে চুক্তি স্বাক্ষর করে আপনাকে রাজপদে বরণ করবে। ফলে আপনার ইচ্ছা পূর্ণ হবে এবং আপনি মহানন্দে সবার উপরে রাজত্ব করবেন। দাউদ অবনেরের নিরাপত্তার ব্যবস্থা করে তাঁকে পাঠিয়ে দিলেন।


এতে ইসবোশেথ এমন ভয় পেলেন যে আর একটি কথাও বলতে পারলেন না।


দাউদ বললেন, উত্তম প্রস্তাব। তবে একটি শর্তে আমি তোমার সঙ্গে চুক্তি করতে পারি। তুমি যখন আমার সঙ্গে দেখা করতে আসবে, তখন শৌলের কন্যা মিখলকে সঙ্গে করে আনবে, নইলে আমার সঙ্গে দেখা হবে না।


রাজা তাঁর রাজকর্মচারীদের বললেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আজ ইসরায়েলের এক মহান নেতা ও যোদ্ধাকে আমরা হারালাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন