Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 3:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 দাউদের পক্ষ ও শৌলের পক্ষের সৈন্যদের মধ্যে যুদ্ধ চলল বহুদিন ধরে। দিনে দিনে দাউদ যত শক্তিশালী হয়ে উঠতে লাগল, শৌলের পক্ষের লোকেরা ততই দুর্বল হয়ে পড়তে লাগল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তালুতের কুলে ও দাউদের কুলে পরস্পর অনেক দিন যুদ্ধ হল; তাতে দাউদ বলবান হয়ে উঠতে লাগলেন, কিন্তু তালুতের কুল ক্ষীণ হয়ে পড়তে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 শৌল গোষ্ঠী ও দাউদ গোষ্ঠীর মধ্যে চলা যুদ্ধ দীর্ঘদিন স্থায়ী হল। দাউদ দিন দিন শক্তিশালী হয়ে উঠছিলেন, অথচ শৌল গোষ্ঠী দিন দিন দুর্বল হয়ে পড়ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 শৌলের কুলে ও দায়ূদের কুলে পরস্পর অনেক দিন যুদ্ধ হইল; তাহাতে দায়ূদ বলবান হইয়া উঠিতে লাগিলেন, কিন্তু শৌলের কুল ক্ষীণ হইয়া পড়িতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 শৌলের পরিবার ও দায়ূদের পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে যুদ্ধ চলছিল। দায়ূদ ক্রমশঃই আরো শক্তিশালী হয়ে উঠছিলেন এবং শৌলের পরিবার ক্রমশঃই দুর্বল হয়ে পড়ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 শৌলের বংশে ও দায়ূদের বংশে পরস্পরের মধ্য অনেক দিন যুদ্ধ হল; তাতে দায়ূদ (ক্রমশঃ) শক্তিশালী হয়ে উঠলেন, কিন্তু শৌলের বংশ দুর্বল হয়ে পড়ল৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 3:1
26 ক্রস রেফারেন্স  

রহবিয়ামের রাজত্বকালে তাঁর সঙ্গে যারবিয়ামের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত।


ঈশ্বর তোমায় যা দেবেন তার তুলনায় তোমার যে সম্পদ নষ্ট হয়েছে তখন তা অতি তুচ্ছ মনে হবে।


তারপর বেধে গেল ভীষণ যুদ্ধ। অবনের ও ইসরায়েলীরা দাউদের সৈন্যদলের কাছে হেরে গেল।


কারণ আমাদের সংগ্রাম কোন মানুষের বিরুদ্ধে নয়, কিন্তু শাসন-নীতি ও কর্তৃত্বের বিরুদ্ধে, কিন্তু শাসন-নীতি ও কর্তৃত্বের বিরুদ্ধে, তামসালোকের অধিপতিদের বিরুদ্ধে অতিপ্রাকৃত জগতের অশুভ শক্তির বিরুদ্ধে।


উত্তরোত্তর তাদের হয় বলবৃদ্ধি, সিয়োনে তারা পায় পরমেশ্বরের দর্শন।


যারা নিজেদের ধার্মিক বলে মনে করে, দিন দিন তাদের এই ধারণাই দৃঢ় হয় যে, তারাই ঠিক।


কারণ দেহের কামনা আত্মার অভিলাষের বিরোধী। আত্মা আর জৈব প্রকৃতি পরস্পরবিরোধী বলে এদের আকর্ষণ বিপরীতমুখী। ফলে তোমরা যা করতে চাও তা করতে পার না।


তাঁর প্রতি যা ঘটেছিল সবই তিনি তাঁর স্ত্রী ও বন্ধুদের বললেন। তখন তাঁর স্ত্রী ও বুদ্ধিমান বন্ধুরা তাঁকে বললেন, এবার মর্দখয়ের কাছে তোমার হার হয়েছে। জেন, এই মর্দখয় ইহুদী, তুমি তাকে পরাস্ত করতে পারবে না। তার কাছে তোমার পরাজয় অনিবার্য।


যিহুদীয়ার রাজা আসা এবং ইসরায়েলের রাজা বাশা যতদিন ক্ষমতাসীন ছিলেন ততদিন পরস্পরের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করে গেছেন।


যিহুদীয়ার রাজা আসার সঙ্গে ইসরায়েলরাজ বাশার সারাটি জীবনকাল যুদ্ধবিগ্রহ চলেছিল।


তোমার ও নারীর মাঝে, তোমার বংশে ও নারীর বংশে আমি সৃষ্টি করব বিরোধ। সে তোমার মস্তক চূর্ণ করবে, আর তুমি দংশন করবে তার পাদমূলে।


তখন দেখলাম, একটি শ্বেত অশ্ব, তার পৃষ্ঠে উপবিষ্ট ধনুর্ধারী এক ব্যক্তি। তাকে একটি মুকুট দেওয়অ হল। সে বিজয়ীর মত জয়যাত্রায় বেরিয়ে গেল।


তারপর যোয়াব তূরী বাজালেন। যোয়াবের লোকেরা থেমে দাঁড়াল। যুদ্ধ থেমে গেল।


দিনে দিনে তিনি পরাক্রান্ত হয়ে উঠতে লাগলেন কারণ সর্বাধিপতি প্রভু তাঁর সহায় ছিলেন।


তুমি আমাকে বিদ্রোহী প্রজার হাত থেকে রক্ষা করেছ, জাতিবৃন্দের উপরে তুমি আমার কর্তৃত্ব বজায় রেখেছ, যাদের আমি চিনতাম না তারা আমার বশ্যতা স্বীকার করেছে।


দাউদ দিনে দিনে পরাক্রান্ত হয়ে উঠতে লাগলেন কারণ সর্বাধিপতি প্রভু তাঁর সহায় ছিলেন।


সমগ্র সাম্রাজ্যে এ কথা ভালভাবে জানা ছিল যে রাজপ্রাসাদে এখন মর্দখয় একজন শক্তিধর ব্যক্তি এবং তিনি আরও শক্তিশালী হয় উঠছেন।


আমার বিরুদ্ধাচারীদের হাত থেকে তুমি আমায় উদ্ধার করেছ নিযুক্ত করেছ আমায় জাতিবৃন্দের শাসকরূপে, যাদের আমি চিনি না, তাদেরও করেছ আমার পদানত।


পৃথিবীর প্রান্ত অবধি তিনি যুদ্ধ নিবৃত্ত করেন। ধনুক ভগ্ন করেন তিনি, বর্শা করেন খণ্ডবিখণ্ড রথসমূহ আগুনে পুড়িয়ে দেন।


শৌল ও দাউদের দুই পক্ষে যুদ্ধ চলতে লাগল। ইতিমধ্যে অবনের খুব শক্তিশালী হয়ে উঠলেন ও শৌলের পক্ষে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।


হিব্রোণে বসবাসকালে দাউদের নিম্নলিখিত পুত্র-কন্যারা জন্মগ্রহণ করে: আম্মোনের জননী ছিলেন যিষ্‌রিয়েলনিবাসী অহিনোয়ম। দানিয়েলের জননী কারমেল নিবাসী অবিগল। অবশালোমের জননী গশুরের রাজা তলময়ের কন্যা মাখা। অদোনিয়ের জননী হগ্গিৎ। শফটিয়র জননী অবিটল। ইথ্‌রিয়নের জননী ইগ্‌লা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন