২ শমূয়েল 24:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 তবু রাজা যোয়াব ও সেনাপতিদের তাঁর আদেশ পালন করতে বাধ্য করলেন। কাজেই তাঁরা ইসরায়েলের লোকগণনার কাজে বেরিয়ে পড়লেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তবুও যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে বাদশাহ্র কথাই প্রবল হল। পরে যোয়াব ও সেনাপতিরা ইসরাইল লোকদের গণনা করার জন্য বাদশাহ্র সম্মুখ থেকে বের হয়ে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 রাজার আদেশে অবশ্য যোয়াব ও সেনাপতিদের কথা নাকচ হয়ে গেল; তাই তারা ইস্রায়েলের যোদ্ধাদের তালিকা তৈরি করার জন্য রাজার সামনে থেকে চলে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তথাপি যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই প্রবল হইল। পরে যোয়াব ও সেনাপতিগণ ইস্রায়েল লোকদিগকে গণনা করিবার জন্য রাজার সম্মুখ হইতে গমন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 রাজা দায়ূদ বেশ দৃঢ়তার সঙ্গে তাঁর সেনাপতিদের এবং যোয়াবকে লোকগণনার হুকুম দিলেন। তখন যোয়াব এবং সেনাপতি রাজার কাছ থেকে চলে গেল এবং লোকগণনার কাজ করতে লাগল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তবু যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই ধার্য হল৷ পরে যোয়াব ও সেনাপতিরা ইস্রায়েলের লোকদেরকে গণনা করবার জন্য রাজার সামনে থেকে চলে গেলেন৷ অধ্যায় দেখুন |