Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 2:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 সেখানে অবনের ইসবোশেথকে গিলিয়দ, আশের, যিষরিয়েল ও ইসরায়েল রাজ্যের রাজা করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর গিলিয়, অশূর, যিষ্রিয়েল, আফরাহীম ও বিন্‌ইয়ামীন এবং সমস্ত ইসরাইলের উপরে বাদশাহ্‌ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তিনি তাঁকে গিলিয়দ, আশের ও যিষ্রিয়েল, তথা ইফ্রয়িম, বিন্যামীন ও সম্পূর্ণ ইস্রায়েলের উপর রাজা করে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর গিলিয়দের, অশূরীয়দের, যিষিয়েলের, ইফ্রয়িমের ও বিন্যামীনের এবং সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তাকে গিলিয়দ, অশূরীয়, যিষিয়েল, ইফ্রয়িম, বিন্যামীন এবং সারা ইস্রায়েলের রাজা করে দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আর গিলিয়দের, অশূরীয়দের, যিষ্রিয়েলের, ইফ্রয়িমের ও বিন্যামীনের এবং সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করলেন৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 2:9
19 ক্রস রেফারেন্স  

গিলিয়দ আমার, মনঃশিও আমার, ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ, যিহুদা আমার রাজদণ্ড।


তারা স্থানীয় অধিবাসী কনানীদের মাঝেই বসবাস করতে লাগল।


যিষ্‌রিয়েল, কাসুল্লোৎ, শুনেম, হফারায়িম, শিয়োন


তখন লেয়া বললেন, আমি সুখী, নারী মাত্রেই আমাকে সুখী বলবে। সেই জন্য তিনি ছেলেটির নাম রাখলেন আশের (সুখী)।


রূবেণ গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকেরা তখন অন্যান্য ইসরায়েলীদের কাছ থেকে বিদায় নিয়ে কনান দেশের শীলো ছেড়ে গিলিয়দ প্রদেশের দিকে রওনা হল। মোশির মাধ্যমে প্রাপ্ত প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তারা সেই দেশ অধিকার করেছিল।


ফিলিস্তিনীরা আফেকে তাদের সমস্ত সৈন্য একত্র করল। ইসরায়েলীরাও জেডরিলের ঝর্ণার কাছে শিবির স্থাপন করল।


রাজপদে অধিষ্ঠিত হবার সময় তাঁর বয়স চল্লিশ বছর। দুই বছর তিনি রাজত্ব করেন। কিন্তু যিহুদা গোষ্ঠী দাউদের অনুগত ছিল।


শৌল ও দাউদের দুই পক্ষে যুদ্ধ চলতে লাগল। ইতিমধ্যে অবনের খুব শক্তিশালী হয়ে উঠলেন ও শৌলের পক্ষে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।


ইফ্রয়িম গোষ্ঠীর পরিবার সমূহের নির্দিষ্ট অঞ্চল এই: পূর্ব দিকে বেথ-হোরোণের উঁচু অঞ্চল থেকে অটারোৎ-অদ্দর হয়ে তাদের সীমানা


তারপর সেই সীমারেখা তপুয়াহ্ থেকে পশ্চিম দিকে কান্নাহ্ স্রোত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এই ছিল ইফ্রয়িম গোষ্ঠীভুক্ত পরিবারগুলি এলাকা।


এ ছাড়াও মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত এলাকার মধ্যে ইফ্রয়িম গোষ্ঠীর জন্য বিভিন্ন নগর ও সেগুলির পার্শ্ববর্তী গ্রামাঞ্চল পৃথক করে নির্দিষ্ট হয়েছিল।


যোষেফের জ্যেষ্ঠপুত্র মনঃশির বংশধরদের জন্য নির্দিষ্ট এলাকা: মনঃশির জ্যেষ্ঠপুত্র, গিলিয়দের পিতা মাখির যোদ্ধা ছিলেন বলে গিলিয়দ ও বাশান তাঁকে দেওয়া হল।


বিন্যামীন গোষ্ঠীর পরিবার সমূহের জন্য নির্দিষ্ট হল যিহুদা ও যোষেফ গোষ্ঠীর সীমানার মধ্যবর্তী এলাকা।


পূর্বদিকের সীমান্তে ছিল জর্ডন। এই চতুঃসীমার মধ্যে বিন্যামীন গোষ্ঠীর বিভিন্ন পরিবারের উত্তরাধিকার নির্দিষ্ট হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন