২ শমূয়েল 2:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)30 যোয়াব অবনেরের পিছু ধাওয়া ছেড়ে নিজের লোকদের এক জায়গায় জড়ো করলেন। তখন দেখা গেল, দাউদের দাসদের মধ্যে ঊনিশজন এবং অসাহেল নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আর যোয়াব অব্নেরের পিছনে তাড়া করা বাদ দিয়ে ফিরে গেলেন; পরে সমস্ত লোককে জমায়েত করলে দাউদের গোলামদের মধ্যে ঊনিশজন এবং অসাহেলকে পাওয়া গেল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 পরে যোয়াব অবনেরের পিছু ধাওয়া করা বন্ধ করে দিয়ে সমগ্র সৈন্যদল একত্রিত করলেন। অসাহেলের পাশাপাশি দেখা গেল দাউদের উনিশজন লোকও কম পড়ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আর যোয়াব অব্নেরের পশ্চাদগমন হইতে ফিরিলেন; পরে সমস্ত লোককে একত্র করিলে দায়ূদের দাসগণের মধ্যে ঊনিশ জনের ও অসাহেলের অভাব হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 যোয়াব অব্নেরকে তাড়া করা থেকে বিরত হল ও ফিরে গেল। যোয়াব তার লোকদের জড়ো করল এবং জানতে পারল যে অসাহেল সহ দায়ূদের 19 জন আধিকারিকরা নিখোঁজ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 আর যোয়াব অবনেরের পিছনে তাড়া না করে ফিরে এলেন; পরে সমস্ত লোককে একসাথে করলে দায়ূদের দাসদের মধ্যে ঊনিশ জনের ও অসাহেলের অভাব হল৷ অধ্যায় দেখুন |