Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 2:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তাছাড়াও সঙ্গে নিলেন তাঁর সঙ্গী অনুচরদের সকলকে তাদের পরিবার সমেত। তারা সকলে হিব্রোণের শহরগুলিতে ঘর বাঁধল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর দাউদ প্রত্যেকের পরিবারের সঙ্গে তাঁর সঙ্গীদেরকেও নিয়ে গেলেন, তাতে তারা হেবরনের নগরগুলোতে বাস করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 দাউদ সাথে করে পরিবার-পরিজনসহ তাঁর সঙ্গী লোকজনকেও নিয়ে গেলেন, এবং তারা হিব্রোণে ও তার পাশাপাশি গ্রামগুলিতে বসবাস করতে শুরু করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর দায়ূদ প্রত্যেকের পরিবারের সহিত আপন সঙ্গিগণকেও লইয়া গেলেন, তাহাতে তাহারা হিব্রোণের নগর সমূহে বাস করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 দায়ূদ তাঁর সঙ্গীগণ এবং তাদের পরিবারকেও সঙ্গে নিলেন। তারা প্রত্যেকে হিব্রোণ এবং নিকটবর্তী শহরগুলিতে বসবাস করতে লাগল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আর দায়ূদ প্রত্যেকের পরিবারের সঙ্গে নিজের সঙ্গীদেরকেও নিয়ে গেলেন, তাতে তারা হিব্রোণের নগরগুলিতে বসবাস করল৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 2:3
7 ক্রস রেফারেন্স  

তৃতীয় দিনে দাউদ ও তাঁর অনুচরেরা সিকলগে ফিরে এলেন। ইতিমধ্যে অমালেকী উপজাতীয়েরা নেগেব অঞ্চল ও সিকলগ নগর আক্রমণ করেছিল। তারা সিকলগ নগর দখল করে পুড়িয়ে দিয়েছিল এবং


উৎপীড়িত, ঋণভারে জর্জরিত, বিক্ষুব্ধ সমস্ত লোক তাঁর কাছে এসে জড়ো হতে লাগল আর তিনি হলেন তাদের নায়ক। এইভাবে প্রায় চারশো লোক তাঁর সাথী হল।


দাউদ যখন হিব্রোণে ছিলেন তখন বহু সুশিক্ষিত দক্ষ সৈনিক তাঁর বাহিনীতে যোগ দিয়েছিলেন। পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী শৌলের পরিবর্তে দাউদকে রাজপদে প্রতিষ্ঠিত করার ব্যাপারে এঁরাই সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এঁদের সংখ্যার তালিকা: যিহুদা বংশের ছয় হাজার আটশো সুদক্ষ সৈনিক। এঁরা ছিলেন ঢাল ও বর্শাধারী সৈনিক। শিমিয়োন বংশের সাত হাজার একশো জন সুশিক্ষিত সৈনিক, লেবী বংশের চার হাজার ছয়শো লোক, হারোণের বংশধর যিহোয়াদার অনুগামী তিন হাজার সাতশো জন লোক। তরুণ বীর যোদ্ধা সাদোক ও তাঁর জ্ঞাতি বাইশ জন সেনানায়ক, বিন্যামীন বংশ (শৌলের জ্ঞাতিবর্গ) থেকে তিন হাজার জন। (বিন্যামীন বংশের অধিকাংশ লোক শৌলের অনুগত ছিল।) ইফ্রয়িম বংশের কুড়ি হাজার আটশো জন। এঁরা নিজ নিজ গোষ্ঠীর খ্যাতনামা লোক। জর্ডনের পশ্চিম দিকে বসবাসকারী মনঃশি বংশের অর্ধাংশ থেকে এল আঠারো হাজার জন। দাউদকে রাজারূপে প্রতিষ্ঠিত করার জন্য এঁদের মনোনীত করে পাঠান হয়েছিল। ইষাখর বংশের অধীনস্থ লোকজনসহ দুশো জন সেনানায়ক। এই নায়কেরা জানতেন ইসরায়েলের কর্তব্য কি এবং কোন সময় তা করা উচিত। সবুলুন বংশের পঞ্চাশ হাজার অনুগত ও নির্ভরযোগ্য লোক। তাঁরা সবরকম অস্ত্রচালনায় দক্ষ ছিলেন। নপ্তালি বংশের এক হাজার সেনানায়ক। এঁদের সঙ্গে ছিল ঢাল ও বর্শাধারী সাঁইত্রিশ হাজার সৈন্য। দান বংশের আটাশ হাজার ছয়শো সুশিক্ষিত সৈন্য। আশের বংশের চল্লিশ হাজার রণনিপুণ সৈনিক। জর্ডনের পূর্ব দিকের রূবেণ, গাদ ও মনঃশি বংশের এক লক্ষ কুড়ি হাজার সৈনিক। এঁরা সবরকম অস্ত্র চালনায় দক্ষ ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন