Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 2:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 সরুয়ার ছেলে যোয়াব দাউদের কর্মচারীদের নিয়ে এগিয়েএল। দুই দলের দেখা হল একটা পুকুরের পাড়ে। পুকুরের দুই পাড়ে দুই দল বসল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তখন সরূয়ার পুত্র যোয়াব ও দাউদের গোলামরাও বের হলেন, আর গিবিয়োনের পুস্করিণীর কাছে তাঁরা পরস্পর সম্মুখা-সম্মুখী হলেন, এক দল পুস্করিণীর এপারে, অন্য দল পুস্করিণীর ওপারে বসলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 সরূয়ার ছেলে যোয়াব ও দাউদের লোকরাও বের হয়ে এলেন এবং গিবিয়োনের ডোবার কাছে তাদের দেখা পেয়েছিলেন। একটি দল ডোবার এপারে ও অন্য দলটি ডোবার ওপারে গিয়ে বসেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তখন সরূয়ার পুত্র যোয়াব ও দায়ূদের দাসগণও বাহির হইলেন, আর গিবিয়োনের পুষ্করিণীর নিকটে তাঁহারা পরস্পর সম্মুখবর্ত্তী হইলেন, এক দল পুষ্করিণীর এপারে, অন্য দল পুষ্করিণীর ওপারে বসিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 সরূয়ার পুত্র যোয়াব এবং দায়ূদের আধিকারিকরাও গিবিয়োনে গেল। গিবিয়োনের এক পুকুরের কাছে তাদের দেখা হল। পুকুরের একদিকে অব্নেরের দল এবং অন্যদিকে যোয়াবের দল বসল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তখন সরূয়ার ছেলে যোয়াব ও দায়ূদের দাসরা বেরিয়ে এলেন, আর গিবিয়োনের পুকুরের কাছে তাঁরা পরস্পর মুখোমুখি হল, একদল পুকুরের এপারে, অন্য দল পুকুরের ওপারে বসল৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 2:13
13 ক্রস রেফারেন্স  

তাঁর দুটি কন্যাও ছিল। তাঁদের নাম সরূয়া ও অবিগল। সরূয়ার তিন পুত্র: অবিশয়, যোয়াব ও অসাহেল।


সরূয়ার পুত্র যোয়াব হলেন প্রধান সেনাপতি। অহীলুদের পুত্র যিহোশাফট হলেন তথ্য বিভাগের অধিকর্তা।


সঙ্গে সঙ্গে তারা তাদের সৈন্যদল নিয়ে তার পিছু নিল এবং গিবিয়োনের বিরাট এক সরোবরের কাছে তাকে ধরে ফেলল।


দাউদ বলেছিলেন, প্রথমে যে যিবুষীদের আক্রমণ করতে পারবে, সে-ই হবে সেনাপতি। সরূয়ার পুত্র যোয়াব সর্বপ্রথমে গিয়ে আক্রমণ করলেন এবং তিনিই সেনাপতি হলেন।


সে যোয়াব (সরূয়ার পুত্র) ও পুরোহিত অবিয়াথারের সঙ্গে এ নিয়ে পরামর্শ করল এবং তাঁরাও তাকে সমর্থন ও সাহায্য করতে রাজী হলেন।


যোয়াব ছিলেন ইসরায়েলের প্রধান সেনাপতি। যিহোয়াদার পুত্র বনায় ছিলেন দাউদের দেহরক্ষীদের প্রধান,


সেখানে সরুয়ার তিন পুত্র ছিলেনঃ যোয়াব, অবিশয়, আর অসাহেল। অসাহেল বুনো হরিণের মত দারুণ জোরে দৌড়াতে পারতেন।


গিবিয়োনের বিরাট পাথরের কাছে তাঁরা এসে পৌঁছালে অমাসা তাঁদের সঙ্গে দেখা করতে এলেন। যোয়াবের পরণে ছিল সৈনিকের বেশ। কোমরে কোমরবদ্ধ এবং তার সাথে কায়দা করে বাঁধা ছিল খাপে ভরা তরোয়াল। তাই অমাসার দিকে এগিয়ে যাবার সময় যোয়াবের কোমর থেকে সেটা খুলে পড়ে গেল।


তোমার নিশ্চয়ই মনে আছে, সরূয়ার পুত্র যোয়াব আমার সঙ্গে কি ব্যবহার করেছিল। ইসরায়েলী বাহিনীর দুই সেনাপতি নেরের পুত্র অবনের ও যেথরের পুত্র অমাসাকে কি ভাবে হত্যা করেছিল। নিশ্চয়ই তোমার আরও মনে আছে, যুদ্ধের সময় ওরা যাদের বধ করেছিল, তারই প্রতিশোধে শান্তির সময়ে এদের হত্যা করে। সেই সাথে নিরপরাধ লোকদেরও হত্যা করে। আজ তার কর্মের ফল ভোগ করতে হচ্ছে আমাকে।


দাউদ হিত্তীয় উপজাতির লোক অহিমেলক এবং সরুয়ার পুত্র যোয়াবের ভাই অবিশয়কে বললেন, ঐ শিবিরে শৌলের কাছে আমার সঙ্গে কে যেতে চাও? অবিশয় বললেন, আমি আপনার সঙ্গে যাব।


যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেম নিবাসী ডোডোর পুত্র ইলহানন, হারোদ নিবাসী শামমাহ্ ও ইলিকা, পেলেত নিবাসী হেলেস, টেকোয়ার ইককেশের পুত্র ইরা, আনাথোত নিবাসী অবিয়েশর, হুশাহ্ নিবাসী মবুননয়, অহোহ্ নিবাসী সাল্‌মোন, নটোফা নিবাসী বানাহ্-এর পুত্র হেলব, বিন্যামীন গোষ্ঠীর এলাকা গিবিয়ার রিবায়-এর পুত্র ইত্তয়, পিরিয়াথন নিবাসী বেনাইয়াহ্, গাশ্ উপত্যকার অধিবাসী হিদ্দয়, অরাবার অবিয়ালবোন, বহুরিমের আসমাবেত, শালবনের এলিয়াহবা, যাশেনের পুত্রেরা, যোনাথন, হরারের শাম্‌মাহ। হরার নিবাসী অহিয়ামের পুত্র শরব, মাকাহ্ নিবাসী অহসবায়ের পুত্র ইলিফেলট, গিলো নিবাসী অহিথোফলের পুত্র ইলিয়াম কার্মেলের হেষ্‌রো, অর্বের পারই, সোবাহ্ নিবাসী নাথানের পুত্র জিগাল, গাদ নিবাসী বানী, আম্মোন নিবাসী সেলেক, বিরোথ নিবাসী নহরয়, ছিলেন সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক। যিত্রো নিবাসী ইরা ও গারেব, হিত্তিয় উরিয়। দাউদের সৈন্যদলে সবসমেত সাঁইত্রিশজন বিখ্যাত যোদ্ধা ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন