Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 12:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ধনী লোকটির অনেক গরু-ভেড়া ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 ধনবানের অতি বিস্তর ভেড়ার পাল ও গরুর পাল ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 ধনী লোকটির কাছে প্রচুর মেষ ও গবাদি পশু ছিল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ধনবানের অতি বিস্তর মেষাদি পাল ও গোপাল ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ধনী লোকটির অনেক মেষ ও গবাদি পশু ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 ধনী ব্যক্তির অনেক ভেড়া পাল ও গরুর পাল ছিল৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 12:2
7 ক্রস রেফারেন্স  

এ ছাড়াও ছিল সাত হাজার মেষ, তিন হাজার উট, এক হাজার বলদ, পাঁচশো গাধা এবং অনেক দাসদাসী। সমগ্র প্রাচ্য দেশে তিনি ছিলেন সব চেয়ে ধনী ব্যক্তি।


রাজা তাঁর পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে গেলেন। রাজবাড়ী দেখাশুনা করার জন্য রেখে গেলেন তাঁর দশজন উপপত্নীকে।


তোমাকে দিয়েছি তোমার মনিবের রাজ্য ও তার রাণীদেরও তোমার রাণী করে দিয়েছি। আমি তোমাকে করেছি ইসরায়েল ও যিহুদা কুলের শ্রেষ্ঠ নরপতি। এতেও যদি সন্তুষ্ট না হতে, তাহলে আমি তোমাকে এর দ্বিগুণ দিতাম।


প্রভু পরমেশ্বর প্রবক্তা নবী নাথানকে দাউদের কাছে পাঠালেন। নাথান দাউদকে গিয়ে বললেন, একটি নগরে দুজন লোক ছিল। একজন ছিল ধনী এবং আর একজন গরীব।


আর গরীব লোকটির একটি মাত্র ভেড়া ছাড়া আর কিছুই ছিল না। সে সেটি কিনেছিল এবং তার নিজের ছেলেমেয়েদের সঙ্গেই অতি যত্নে ভেড়াটি বেড়ে উঠছিল। সে তাকে নিজের ভাগের খাবার খাওয়াত, নিজের বাটিতে জল খাওয়াত, বুকে করে রাখত। বলতে গেলে ভেড়াটিকে তার মেয়ের মতই রাখত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন