Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 10:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে বিদায় করে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তখন হানূন দাউদের গোলামদের ধরে তাদের দাড়ির অর্ধেক ক্ষৌরি করিয়ে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্যন্ত কেটে তাদের বিদায় করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তাই হানূন দাউদের পাঠানো লোকজনকে ধরে, তাদের দাড়ির অর্ধেকটা করে কেটে দিয়ে, তাদের কাপড়চোপড়ও নিতম্বদেশ পর্যন্ত ছিঁড়ে দিয়ে তাদের ফেরত পাঠালেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদের দাড়ির অর্দ্ধেক ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্দ্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্য্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তখন হানূন দায়ূদের লোকদের ধরে তাদের অর্ধেক দাড়ি কামিয়ে দিল এবং তাদের জামাকাপড় পাছা পর্যন্ত কেটে দিল। তারপর তাদের পাঠিয়ে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তখন হানূন দায়ূদের দাসদেরকে ধরে তাদের দাড়ির অর্ধেক চেঁচে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ কোমর পর্যন্ত কেটে তাদেরকে বিদায় করলেন৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 10:4
8 ক্রস রেফারেন্স  

আসিরিয়ার সম্রাট এই দুই দেশ থেকে বন্দীদের বিবস্ত্র অবস্থায় নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ সকলকেই নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় পথ চলতে হবে, তাদের অনাবৃত নিতম্ব মিশরের লজ্জার কারণ হবে।


শেখেম, শীলোহ্‌ এবং শমরিয়া থেকে আশীজন লোক সেখানে এল। তারা দাড়ি কামিয়ে, তাদের পরণের কাপড় ছিঁড়ে, নিজেদের দেহ ক্ষত বিক্ষত করে মন্দিরে আসছিল শস্য-নৈবেদ্য ও ধূপ উৎসর্গ করার জন্য।


মোয়াবের মানুষ নবো ও মেদবার জন্য শোকে হাহাকার করছে। তারা মস্তক মুণ্ডন করেছে, দাড়ি ক্ষৌরি করেছে।


তোমরা মাথার চারপাশের চুল কামাবে না বা দাড়ির অগ্রভাগ ছাঁটবে না।


লজ্জায় তারা বাড়ীতে ফিরতে পারছিল না। এই ঘটনার কথা তারা দাউদের কাছে বলে পাঠালে রাজা লোক দিয়ে তাদের জানালেন যে, তাদের দাড়ি না বাড়া পর্যন্ত যেন তারা যিরিহোতেই থাকে। তারপর ফিরে আসবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন