Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 9:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 আহাবের সেই পুত্র, যে তোমার মনিব ও রাজা, তাকে তুমি হত্যা করবে যাতে আমি আমার নবী ও দাসদের হত্যা করার অপরাধে ঈষেবলের উপরে প্রতিশোধ নিতে পারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তুমি তোমার মালিক আহাবের কুলকে আক্রমণ করবে এবং আমি ঈষেবলের হাত থেকে আমার গোলাম নবীদের রক্তের প্রতিশোধ ও মাবুদের সকল গোলামের রক্তের প্রতিশোধ নেব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তুমি তোমার মনিব আহাবের কুল ধ্বংস করবে, এবং ঈষেবল আমার দাস সেই ভাববাদীদের ও সদাপ্রভুর সব দাসের যে রক্তপাত করল, আমি তার প্রতিশোধ নেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তুমি আপন প্রভু আহাবের কুলকে আঘাত করিবে; এবং আমি আপন দাস ভাববাদিগণের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সকল দাসের রক্তের প্রতিশোধ ঈষেবলের হস্ত হইতে লইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তুমি তোমার রাজা আহাবের পরিবারকে ধ্বংস করবে। আমার ভৃত্যদের, ভাববাদীদের এবং প্রভুর সমস্ত সেবকদের হত্যা করবার জন্য আমি এইভাবে ঈষেবলকে শাস্তি দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তুমি তোমার মনিব আহাবের বংশকে ধ্বংস করবে এবং আমি আমার ভাববাদীদের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সব দাসদের রক্তের প্রতিশোধ ঈষেবলের হাত থেকে নেব।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 9:7
21 ক্রস রেফারেন্স  

এই খবর পাওয়ামাত্র ইষেবল আহাবকে বললেন, নাবোত আর নেই, মারা গেছে। এবার যাও, যে দ্রাক্ষা ক্ষেত্র সে তোমাকে অর্থ দেওয়া সত্ত্বেও দিতে রাজি হয় নি, সেই ক্ষেত্র দখল কর।


ইষেবল যখন পরমেশ্বরের ভক্ত নবীদের হত্যা করছিলেন ওবদিয়া তখন তাঁদের মধ্যে একশো জন নবীকে দু দলে ভাগ করে পঞ্চাশজনের এক একটা দলকে গুহায় লুকিয়ে রেখেছিলেন এবং অন্নজল দিয়ে তাঁদের প্রতিপালন করেছিলেন।)


হে জাতিবৃন্দ, জয়ধ্বনি কর তাঁর প্রজাদের সঙ্গে, কেননা নিজ সেবকদের রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করবেন তিনি, দণ্ড দেবেন তাঁর বিপক্ষদের। তাঁর প্রজাদের স্বদেশের জন্য করবেন প্রায়শ্চিত্ত সাধন।


(ঈশ্বরের অপ্রীতিকর মন্দ কাজে আহাবের মত এমন করে কেউ কখনও সম্পূর্ণভাবে নিজেকে ডুবিয়ে দেয় নি। আহাব তাঁর স্ত্রী ইষেবলের প্ররোচনায় এ কাজ করেছিলেন।


কাজেই, পরমেশ্বর তোমাকে বলেছেন, আমি তোমার সর্বনাশ করব, শিশু-বৃদ্ধ, স্বাধীন বা ক্রীতদাস নির্বিশেষে তোমার বংশকে সমূলে উৎখাত করব।


প্রতিশোধ গ্রহণ ও প্রতিফল দান আমারই কর্ম, ওদের পদস্খলনের সময় আসন্ন, আসন্ন ওদের বিপত্তির দিন, অবিলম্বে নেমে আসছে ওদের নিরূপিত দণ্ড।


তাঁর বিচার যথার্থ ও ন্যায্য,যে বারাঙ্গনার ব্যভিচারেকলুষিত সারা পৃথিবী,তিই তার বিচার করেছেন,তাঁর সেবকদের রক্তপাতের প্রতিফলতাকে দিয়েছেন।”


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


কারণ ‘প্রতিশোধ নেওয়ার অধিকার আমার, আমিই প্রতিফল দেব’ —এ কথা কে বলেছেন আমরা জানি। তিনি আরও বলেছেন, প্রভুই তাঁর প্রজাদের বিচার করবেন।


তোমার কল্যাণের জন্যই তাঁরা ঈশ্বনিযুক্ত কর্মচারী, কিন্তু তুমি যদি অড়্যায় কর তাহলে ভয় করার যথেষ্ট কারণ আছে। জেন, অকারণে তাঁদের হাতে দণ্ডদানের অধিকার দেওয়া হয়নি। দুষ্টের দমনের জন্য তাঁরাই হচ্ছেন ঈশ্বরনিযুক্ত কর্মচারী।


বন্ধুগণ, তোমরা নিজেরা প্রতিশোধ নিয়ো না, প্রতিফল দেবার ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। শাস্ত্রে আছে, প্রভু বলেছেন, “প্রতিশোধের দায়িত্ব আমার, আমিই প্রতিফল দেব।”


আর এভাবে ধার্মিক হেবলের রক্তপাত থেকে শুরু করে বরখিয়ের পুত্র সখরিয় যাঁকে তোমরা মন্দির ও যজ্ঞবেদীর মাঝখানে হত্যা করেছিলে-তাঁর রক্তপাত পর্যন্ত পৃথিবীতে যত নির্দোষ রক্ত পাত হয়েছে, তার সমস্ত দায় তোমাদের উপর বর্তাবে।


তবুও তোমার বিরুদ্ধে আমার বক্তব্য এই যে তুমি ঈষেবল নামে নারীকে প্রশ্রয় দিচ্ছ। সে নিজেকে নবী বলে জাহির রকরে এবং আমার সেবকদের লাম্পট্য ও প্রতিমার প্রসাদ গ্রহণ করার শিক্ষা দিয়ে বিপথে নিয়ে যাচ্ছে।


এতেই প্রমাণিত হচ্ছে যে,আহাবের বংশধরদের সম্বন্ধে প্রভু পরমেশ্বর যা কিছু বলেছিলেন তার কোনটাই বিফলে যায় নি। নবী এলিয়র মাধ্যমে তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন, তা তিনি এইভাবে পূর্ণ করলেন।


যোরামকে দেখতে এসেই অহসিয়র পতন অনিবার্য হয়ে উঠল। ঈশ্বর এই সাক্ষাৎকারের সুযোগকে কাজে লাগালেন। যোরামকে দেখতে সেখানে যাবার পর নিমশির পুত্র যেহু অহসিয় এবং যোরামকে আক্রমণ করে। এই যেহুকেই প্রভু পরমেশ্বর আহাবকুল ধ্বংস করার জন্য ব্যবহার করেছিলেন।


আমার সেবক নবীদের, যাদের তাদের কথায় মনোযোগ দেবে। কিন্তু তোমরা কোনদিন তাদের কথা শোন নি।


তারপর যেহু যিষ্‌রিয়েলে আহাবের যত আত্মীয়-স্বজন বাস করত তাদের সবাইকে হত্যা করলেন। আহাবকুল নিশ্চিহ্ন হল, আহাবের সমস্ত কর্মচারী, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, যাজক—পুরোহিত—কাউকে বাকী রাখলেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন