Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 7:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 সেই চারজন কুষ্ঠরোগী সৈন্য শিবিরের কাছে গিয়ে একটা তাঁবুতে ঢুকে খুব খাওয়া দাওয়া করল। তারপর সোনা-রূপো, কাপড়-চোপড় যা কিছু সেখানে পেল নিয়ে এসে লুকিয়ে রাখল। সেখান থেকে গিয়ে ঢুকল আর একটা তাঁবুতে। সেখানেও তারা তাই করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 পরে ঐ কুষ্ঠরোগীরা শিবিরের প্রান্তভাগে এসে একটি তাঁবুর মধ্যে গিয়ে ভোজন পান করলো এবং সেই স্থান থেকে রূপা, সোনা ও কাপড়-চোপড় নিয়ে গিয়ে লুকিয়ে রাখল; পরে পুনরায় এসে আর একটি তাঁবুর মধ্যে গেল এবং সেই স্থান থেকেও দ্রব্যদি নিয়ে গিয়ে লুকিয়ে রাখল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 কুষ্ঠরোগগ্রস্ত লোকগুলি শিবিরের ধারে পৌঁছে একটি তাঁবুতে ঢুকে ভোজনপান করল। পরে তারা রুপো, সোনা ও পোশাক-আশাক নিয়ে সেখান থেকে চলে গেল ও সেগুলি লুকিয়ে রেখেছিল। তারা ফিরে এসে অন্য একটি তাঁবুতে ঢুকে সেখান থেকেও কিছু জিনিসপত্র নিয়ে সেগুলি লুকিয়ে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পরে ঐ কুষ্ঠীরা শিবিরের প্রান্তভাগে আসিয়া এক তাম্বুর মধ্যে গিয়া ভোজন পান করিল এবং তথা হইতে রৌপ্য, স্বর্ণ ও বস্ত্র লইয়া গিয়া লুকাইয়া রাখিল; পরে পুনরায় আসিয়া আর এক তাম্বুর মধ্যে গেল, এবং তথা হইতেও দ্রব্যাদি লইয়া গিয়া লুকাইয়া রাখিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তারপর শত্রুশিবিরে এসে কুষ্ঠরোগীরা একটা তাঁবুতে ঢুকে প্রাণভরে খাওয়া-দাওয়া করল। তারপর চারজন মিলে তাঁবু থেকে সোনা, রূপো, পোশাক-আশাক বার করে নিয়ে সে সব লুকিয়ে রাখল। তারপর চার জন আরেকটা তাঁবু থেকেও এইভাবে জিনিসপত্র সরানোর পর বলাবলি করল,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 পরে ঐ কুষ্ঠীরোগীরা শিবিরের শেষ প্রান্তে এসে একটি তাঁবুর ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করল এবং সেখান থেকে রূপা, সোনা ও পোশাক নিয়ে গিয়ে লুকিয়ে রাখল; পরে আবার এসে আর একটি তাঁবুতে মধ্যে ঢুকে সেখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে লুকিয়ে রাখল।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 7:8
7 ক্রস রেফারেন্স  

স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা গুপ্তধনের মত। একটি লোক তার সন্ধান পেয়ে তা গোপন করে রাখল। পরে সে মনের আনন্দে ফিরে গিয়ে তার সর্বস্ব বিক্রী করে সেই ক্ষেতটি কিনে নিল।


লুঠের জিনিসপত্রের মধ্যে আমি শিনা-দেশের একটা ভাল শাল, দুশো শেকেল রূপো ও পঞ্চাশ শেকেল ওজনের একটা সোনার বাট দেখে লোভে পড়ে সেগুলো নিয়েছি। সেগুলো আমার তাঁবুতে মাটির নীচে লুকানো আছে আর তার নীচে রূপো রয়েছে।


কিন্তু যে ভৃত্যটি একটি স্বর্ণমুদ্রা পেয়েছিল সে গিয়ে তার মনিবের দেওয়া সেই স্বর্ণমুদ্রাটি মাটিতে পুঁতে রাখল।


কিন্তু সেই দলের মধ্যে দশজন লোক রক্ষা পেল। তারা ইশ্মায়েলের কাছে প্রাণ ভিক্ষা করে বলেছিল, দয়া করে আমাদের হত্যা করবেন না। ক্ষেতের মধ্যে আমাদের গম, যব, মধু ও জলপাই তেলের গুপ্ত ভাণ্ডার আছে। তখন তাদের ছেড়ে দেওয়া হল।


ইলিশায় যে পাহাড়ে থাকতেন সেখানে তারা পৌঁছালে গেহসি জিনিষগুলো তাদের হাত থেকে নিয়ে ঘরে রেখে দিল এবং ভৃত্যদের ফেরৎ পাঠিয়ে দিল।


কিন্তু তারপর তাদের চেতনা হল, তারা বলল, এ আমাদের ঠিক কাজ হচ্ছে না। আজ মহানন্দের দিন। সুসংবাদের দিন। এ সংবাদ আমাদের চারজনের মধ্যে চেপে রাখা উচিত নয়। ভোরের অপেক্ষায় যদি আমরা দেরী করি তাহলে অন্যায় হবে। তার চেয়ে চল, আমরা এক্ষুনি গিয়ে রাজার কর্মচারীদের খবরটা দিই!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন