২ রাজাবলি 6:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)1 একদিন ইলিশায়ের অধীন নবী সঙ্ঘের নবীরা ইলিশায়কে বললেন, দেখুন, আমাদের থাকবার জায়গাটা খুব ছোট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 একবার সাহাবী-নবীরা আল-ইয়াসাকে বললো, দেখুন, আমরা আপনার সাক্ষাতে যে স্থানে বাস করছি, সেটি আমাদের পক্ষে খুবই ছোট। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 ভাববাদী সম্প্রদায়ের লোকেরা ইলীশায়কে বললেন, “দেখুন, আপনার সাথে আমরা যেখানে দেখা করি, সেই স্থানটি আমাদের জন্য খুবই ছোটো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 একদা শিষ্য-ভাববাদিগণ ইলীশায়কে কহিল, দেখুন, আমরা আপনার সাক্ষাতে যে স্থানে বাস করিতেছি, ইহা আমাদের পক্ষে সঙ্কীর্ণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 তরুণ ভাববাদীরা ইলীশায়কে বলল, “আমরা ওখানে যে জায়গায় থাকি সেটা আমাদের পক্ষে বড্ড ছোট। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 একদিনের ভাববাদীদের সন্তানেরা ইলীশায়কে বলল, “দেখুন, যে জায়গায় আমরা আপনার সঙ্গে বাস করছি, সেটা আমাদের জন্য খুবই ছোট। অধ্যায় দেখুন |
তখন তিনি দাউদকে ধরবার জন্য অনুচরদের পাঠালেন। পথে একদল পবিত্র আত্মায় আবিষ্ট নবীর সঙ্গে সেই অনুচরদের সাক্ষাৎ হল। ঈশ্বরের শক্তির প্রবল আবেগে তাঁরা ভাবোচ্ছাস প্রকাশ করছিলেন। এঁদের নেতারূপে তারা শমুয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখল। তখন ঈশ্বরের শক্তি শৌলের অনুচরদের উপরেও অধিষ্ঠিত হলেন, ফলে তারাও ভাবের আবেগে উচ্ছাস প্রকাশ করতে লাগল।