Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 5:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 চিঠিটা পড়ে ইসরায়েলরাজ নিজের পোষাক ছিঁড়ে বললেন, এই লোকটিকে আমি সুস্থ করে দিতে পারি, সিরিয়ারাজ এই আশা করলেন কি করে? উনি কি ভেবেছেন আমি ঈশ্বর? জীবন মৃত্যুর বিধাতা: এতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে উনি আমার সঙ্গে ঝগড়া বাধাতে চাইছেন!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এই পত্র পাঠ করে ইসরাইলের বাদশাহ্‌ তাঁর কাপড় ছিঁড়ে বললেন, মারবার ও বাঁচাবার আল্লাহ্‌ কি আমি যে, এই ব্যক্তি এক জন মানুষকে কুষ্ঠ থেকে উদ্ধার করার জন্য আমার কাছে পাঠাচ্ছে? আরজ করি, তোমরা বিবেচনা করে দেখ, কিন্তু সে আমার বিরুদ্ধে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 ইস্রায়েলের রাজা সেই চিঠি পড়ামাত্রই নিজের রাজবস্ত্র ছিঁড়ে বলে উঠেছিলেন, “আমি কি ঈশ্বর? আমি কি কাউকে মেরে আবার তার জীবন ফিরিয়ে দিতে পারি? কেন এই লোকটি একজনকে তার কুষ্ঠরোগ সারাবার জন্য আমার কাছে পাঠিয়েছে? দেখো দেখি, কীভাবে সে আমার সাথে ঝগড়া বাধাবার চেষ্টা করছে!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 এই পত্র পাঠ করিয়া ইস্রায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, মারিবার ও বাঁচাইবার ঈশ্বর কি আমি যে, এই ব্যক্তি এক জন মনুষ্যকে কুষ্ঠ হইতে উদ্ধার করণার্থে আমার কাছে পাঠাইতেছে? বিনয় করি, তোমরা বিবেচনা করিয়া দেখ, কিন্তু সে আমার বিরুদ্ধে সূত্র অন্বেষণ করিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 চিঠিটা পড়ে ইস্রায়েলের রাজা মনোকষ্টে তাঁর পোশাক ছিঁড়ে ফেলে বললেন, “আমি তো আর ঈশ্বর নই! জীবন-মৃত্যুর ওপর আমার যখন কোন হাত নেই, তখন কেন অরামের রাজা কুষ্ঠরোগাক্রান্ত একজনকে আমার কাছে সারিয়ে তোলার জন্য পাঠালেন? এটা খুবই স্পষ্ট যে তিনি একটি যুদ্ধ বাধাবার পরিকল্পনা করছেন!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 যখন ইস্রায়েলের রাজা সেই চিঠি পড়লেন তিনি তাঁর কাপড় ছিঁড়ে বললেন, “মারবার ও বাঁচাবার ঈশ্বর কি আমি যে, এই ব্যক্তি একজন মানুষকে কুষ্ঠ হতে উদ্ধার করার জন্য আমার কাছে পাঠাচ্ছে? অনুরোধ করি, তোমরা বিচার করে দেখ, সে আমার বিরুদ্ধে তর্কের জন্য সূত্র খোঁজ করছে।”

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 5:7
19 ক্রস রেফারেন্স  

প্রভুই সংহারকর্তা, প্রভুই জীবনদাতা পাতালে নামান তিনিই, তিনিই ঊর্ধ্বে উঠান।


ইসরায়েলরাজ তখন দেশের প্রধান নেতাদের ডেকে বললেন, দেখুন, এই লোকটি আমাদের ধ্বংস করতে চায়। সে আমার স্ত্রী-পুত্র সোনা-রূপো দাবী করেছিল। আমি তার দাবী মেনে নিয়েছি।


এ কথা শুনে যাকোব রাহেলের উপর খুব রেগে গেলেন। বললেন, আমি কি ঈশ্বরের আসন গ্রহণ করতে পারি? তিনিই তোমাকে সন্তান ধারণে বঞ্চিত করেছেন।


এখন দেখ, আমি—আমিই তিনি, আমি ছাড়া নেই আর কোন ঈশ্বর, আমি সংহার করি, আমিই করি জীবন দান, আমিই আঘাত করি, আবার সুস্থও করিআমিই। আমার হাত থেকে উদ্ধার করার শক্তি কারো নেই।


আর তাঁর কথার দোষ ধরার জন্য ওৎ পেতে রইল।


চল, আমরা প্রভু পরমেশ্বরের কাছে ফিরে যাই, তিনি আঘাত করেছেন, তিনিই আমাদের নিরাময় করবেন। তিনি আমাদের ক্ষত-বিক্ষত করেছেন, তিনিই ঐ ক্ষতস্থান বেঁধে দেবেন।


মহারাজ, যে কথা জানতে চাইছেন সে কথা বলা এতই দুরূহ যে দেবতারা ছাড়া কারও পক্ষে এ সবের উত্তর দেওয়া সম্ভব নয়। মানুষের জগতে কি তাঁদের পাওয়া যায়?


প্রেরিত শিষ্য বারনাবাস ও পৌল এ কথা শুনে নিজেদের পরণের কাপড় ছিঁড়ে ছুটে গেলেন সেই জনতার মাঝখানে। চীৎকার করে বললেন,


তখন প্রধান পুরোহিত নিজের পোষাক ছিঁড়ে ফেলে বললেন, এ তো ঘোর ঈশ্বরনিন্দা! অন্য সাক্ষীর আর কী প্রয়োজন? তোমরা তো নিজেরাই এই ঈশ্বরনিন্দা শুনলে।


কিন্তু রাজা কিম্বা তাঁর পারিষদেরা কেউ-ই এই পাণ্ডুলিপির পাঠ শুনে বিন্দুমাত্র ভয় পেল না অথবা দুঃখের কোনও চিহ্ন তাদের মুখে ফুটে উঠল না।


তখন ইলিয়াকিম, শেবনা এবং যোয়াহ্ দুঃখে নিজেদের পরণের পোশাক ছিঁড়ে ফেললেন এবং রাজার কাছে গিয়ে আসিরীয় সেনাপতিদের এইসব কথা জানালেন।


দেখলেন, নতুন রাজা মন্দিরের প্রবেশপথে প্রথা অনুযায়ী মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন। তাঁকে ঘিরে আছে সেনানায়কেরা ও তূরীবাদকেরা এবং সমগ্র জনতা হর্ষধ্বনি করছে ও তূরী বাজাচ্ছে। অথলিয়া তখন নিজের পোশাক ছিঁড়ে ফেলে চেঁচিয়ে উঠলেন, বিদ্রোহ! ঘোর বিদ্রোহ!


জ্ঞানবান হলে ওরা নিশ্চয়ই বুঝতো এ কথা, করত বিবেচনা নিজেদের পরিণাম,


যাঁরা দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তাঁদের মধ্যে দুইজন, নুনের পুত্র যিহোশূয় এবং যিফুন্নির পুত্র কালেব নিজেদের পরণের বস্ত্র ছিঁড়ে ইসরায়েলী জনমণ্ডলীকে সম্বোধন করে বললেন,


তখন সে পরণের কাপড় ছিঁড়ে ফেলল, আর ভাইদের কাছে গিয়ে বলল,


ইসরায়েলরাজের কাছে তিনি চিঠিটা দিলেন। তাতে লেখা ছিল: এই পত্রসহ আমার রাজকর্মচারী নামানকে পাঠালাম। আপনি তার রোগ সারিয়ে দেবেন।


যোষেফ তাঁদের বললেন, তোমরা ভয় করো না, আমি ঈশ্বরের স্থলাভিষিক্ত নই।


রাগে দুঃখে দাউদ তখন নিজের পরণের কাপড় টেনে ছিঁড়ে ফেললেন। দেখাদেখি তাঁর সঙ্গীরাও তাই করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন