Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 3:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 কিন্তু এ তো পরমেশ্বরের পক্ষে সামান্য একটা কাজ। তিনি মোয়াবীদের উপর আপনাকে জয়ীও করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর মাবুদের দৃষ্টিতে এটি অতি ক্ষুদ্র বিষয়, তিনি মোয়াবকেও তোমাদের হাতে তুলে দেবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 সদাপ্রভুর দৃষ্টিতে এ তো তুচ্ছ এক ব্যাপার; তিনি তোমাদের হাতে মোয়াবকেও সঁপে দেবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর সদাপ্রভুর দৃষ্টিতে এটী অতি ক্ষুদ্র বিষয়, তিনি মোয়াবকেও তোমাদের হস্তে সমর্পণ করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 প্রভুর পক্ষে এটি খুব সহজ, তিনি তোমাদের জন্য মোয়াবীয়দের পরাজিত করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 আর সদাপ্রভুর চোখে এটা খুব ছোট বিষয়, তিনি মোয়াবকেও তোমাদের হাতে তুলে দেবেন।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 3:18
16 ক্রস রেফারেন্স  

কোন কাজই ঈশ্বরের অসাধ্য নয়।


আমি প্রভু পরমেশ্বর, সর্বমানবের ঈশ্বর, আমার অসাধ্য কিছুই নেই।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমার মহাশক্তি ও পরাক্রমে তুমি সৃষ্টি করেছ আকাশ ও পৃথিবী। কোনও কিছুই তোমার অসাধ্য নয়।


হিষ্কিয় বললেন, ছায়াকে দশ ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সহজ, আপনি বরং দশ ধাপ পিছিয়ে দিন।


যাঁর শক্তি আমাদের মধ্যে সক্রিয়, যিনি অসাধ্যসাধনে সক্ষম, যিনি আমাদের সকল চাওয়া-পাওয়া ও কল্পনার অতিরিক্ত দান করতে সমর্থ,


যীশু তাঁদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এ কাজ সাধ্যের অতীত কিন্তু ঈশ্বরের পক্ষে নয়। ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব।


প্রভু পরমেশ্বর বলেছেন আমায়, হে আমার দাস, আমি দেব তোমায় মহত্তর কর্মের মহান দায়িত্বভার। যাকোবের কুলকে পুনরুদ্ধার করে মহান জাতিরূপে প্রতিষ্ঠা করাই একমাত্র কাজ নয় তোমার, এ তো সামান্য কাজ। তুমি হবে আলোকস্বরূপ জাতিবৃন্দের কাছে, সারা জগতের কাছে তুমি পৌঁছে দেবে আমার পরিত্রাণ।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, কি দেখলে তো? যিহুদীয়ার লোকেরা শুধুমাত্র এইসব কুকর্ম করে, সারা দেশে হিংসা আর দৌরাত্ম্যের আগুন ছড়িয়েও খুশী হয় নি। তারা এখন এখানে, এই মন্দিরের মধ্যে এই সমস্ত অপকর্ম করে আমার ক্রোধের আগুন জ্বালিয়ে তুলেছে। যত রকমভাবে সম্ভব তারা আমায় অপমান করতে বাকি রাখে নি।


এমন সময়ে একজন নবী রাজা আহাবের কাছে গিয়ে বললেন, পরমেশ্বর বলেছেন, এই বিরাট সৈন্যদল দেখে ভয় পেয়ো না। আজ আমি এদের উপরে তোমাকে বিজয়ী করব। তাতে তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


সেইসাথে, তুমি যা চাও নি, সেই ধনসম্পদ ও সম্মানও আমি তোমাকে দিচ্ছি, যার ফলে তোমার জীবনকালে কোন রাজা তোমার সমকক্ষ হতে পারবে না।


তখন যিশাইয় বললেন, তাহলে শোন হে দাউদের কুল, মানুষের ধৈর্যের সীমা তুমি অতিক্রম করেছ। মনে রেখ, ঈশ্বরের ধৈর্যেরও একটা সীমা আছে।


একজন নবী তখন রাজা আহাবকে গিয়ে বললেন, পরমেশ্বর বলেছেন, যেহেতু সিরীয়রা বলেছে যে আমি পাহাড়ের দেবতা, পাহাড়তলীর দেবতা নই, সেইহেতু আমি ওদের ঐ অসংখ্য সৈন্যবাহিনীর উপর তোমাকে বিজয়ী করব। তখন তুমি ও তোমার প্রজারা জানবে যে আমিই পরমেশ্বর।


যারবিয়ামের অন্যায় তাঁর অন্যায়ের তুলনায় নেহাতই সামান্য ছিল। তিনি আরও বাড়াবাড়ি করলেন। সীদোনের রাজা এথবেলের কন্যা ইষেবলকে বিবাহ করলেন এবং বেল দেবতার উপাসনা করতে শুরু করলেন।


এত করেও তবু তোমার তৃপ্তি হয় নি হে প্রভু পরমেশ্বর, আগামীদিনে তোমার দাসের বংশকে আরও মহত্তর মর্যাদা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছ! এ কী মানুষের কাজ, হে প্রভু পরমেশ্বর?


ইসরায়েলরাজ রণক্ষেত্রে এসে অশ্ব ও রথগুলি দখল করলেন এবং সিরীয় সৈন্যদের প্রচণ্ডভাবে পরাজিত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন