Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 22:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 প্রধান পুরোহিত হিল্‌কিয় রাজসভার সচিব শাফনকে জানালেন, প্রভু পরমেশ্বরের মন্দিরে এই বিধান পুস্তকটি পাওয়া গেছে। হিল্‌কিয় শাফনকে বইটি দিলেন এবং তিনি সেটি পড়লেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তখন হিল্কিয় মহা-ইমাম শাফন লেখককে বললেন, আমি মাবুদের গৃহে শরীয়ত কিতাবখানি পেয়েছি। পরে হিল্কিয় শাফনকে সেই কিতাব দিলে তিনি তা পাঠ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 মহাযাজক হিল্কিয় সচিব শাফনকে বললেন, “সদাপ্রভুর মন্দিরে আমি বিধানগ্রন্থটির খোঁজ পেয়েছি।” তিনি সেই গ্রন্থটি শাফনকে দিলেন, এবং শাফন সেটি পাঠ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তখন হিল্কিয় মহাযাজক শাফন লেখককে কহিলেন, আমি সদাপ্রভুর গৃহে ব্যবস্থাপুস্তকখানি পাইয়াছি। পরে হিল্কিয় শাফনকে সেই পুস্তক দিলে তিনি তাহা পাঠ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 প্রধান যাজক হিল্কিয়, সচিব শাফনকে বললেন, “দেখো, আমি প্রভুর মন্দিরের ভেতরে বিধিপুস্তক খুঁজে পেয়েছি!” তিনি শাফনকে পুস্তকটি দিলে শাফন তা পড়ে দেখলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তখন রাজার লেখক শাফনকে হিল্কিয় মহাযাজক বললেন, “আমি সদাপ্রভুর গৃহের মধ্যে ব্যবস্থার বইটি পেয়েছি।” তখন হিল্কিয় সেই বইটি শাফনকে দিলেন এবং তিনি সেটি পড়লেন।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 22:8
5 ক্রস রেফারেন্স  

রাজসভা-সচিব শাফন রাজার কাছে ফিরে গিয়ে বললেন, আপনার দাসেরা মন্দিরের সমস্ত অর্থ মন্দির সংস্কারের কাজে নিযুক্ত লোকদের হাতে দিয়ে দিয়েছে।


পুরোহিত, নবী ও গণ্য-মান্য- নগণ্য সবাইকে নিয়ে প্রভু পরমেশ্বরের মন্দিরে গেলেন। ঈশ্বরের সঙ্গে সন্ধির যে বিধান পুস্তকটি পাওয়া গিয়েছিল সেটি তিনি সকলকে সম্পূর্ণ পড়ে শোনালেন।


প্রধান পুরোহিত হিল্‌কিয় মন্দিরে যে পুস্তকটি পেয়েছিলেন, তাতে লেখা বিধানগুলি প্রবর্তন করার জন্য রাজা যোশিয় জেরুশালেম ও যিহুদীয়া থেকে সমস্ত ওঝা, দৈবজ্ঞ ও সমস্ত কুলদেবতার বিগ্রহ ও প্রতিমাপূজার সাজসরঞ্জাম অপসারিত করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন