Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 2:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 যেরিকোর নবীরা ইলিশায়কে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন যে আজ পরমেশ্বর আপনার কাছ থেকে আপনার গুরুকে তুলে নেবেন? ইলিশায় বললেন, হ্যাঁ, আমি জানি। এ আলোচনা থাক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তখন জেরিকোর সাহাবী-নবীরা আল-ইয়াসার কাছে এসে বললেন, আজ মাবুদ আপনার কাছ থেকে আপনার প্রভুকে তুলে নেবেন, এই কথা কি আপনি জানেন? তিনি জবাবে বললেন, হ্যাঁ, আমি তা জানি; তোমরা নীরব হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 যিরীহোতেও ভাববাদী সম্প্রদায়ের লোকেরা ইলীশায়ের কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি জানেন যে সদাপ্রভু আপনার মনিবকে আজ আপনার কাছ থেকে তুলে নেবেন?” “হ্যাঁ, আমি তা জানি,” তিনি উত্তর দিলেন, “তাই চুপ করে থাকুন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তখন যিরীহোর শিষ্য-ভাববাদিগণ ইলীশায়ের নিকটে আসিয়া কহিল, অদ্য সদাপ্রভু আপনার শীর্ষ হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন? তিনি উত্তর করিলেন, হাঁ, আমি তাহা জানি; তোমরা নীরব হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 যিরীহোতে আবার ভাববাদীদের একদল শিষ্য এসে ইলীশায়কে জিজ্ঞেস করলেন, “আপনি কি জানেন যে প্রভু আজই আপনার মনিবকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যাবেন?” ইলীশায় উত্তর দিলেন, “হ্যাঁ, জানি। আমাকে সেটা মনে করিয়ে দেবেন না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তখন যিরীহোর ভাববাদীদের সন্তানেরা ইলীশায়ের কাছে গিয়ে বললেন, “আপনি কি জানেন যে, সদাপ্রভু আপনার প্রভুকে আজ আপনার কাছ থেকে নিয়ে যাবেন?” উত্তরে ইলীশায় বললেন, “হ্যাঁ, আমি জানি। তোমরা চুপ করো।”

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 2:5
18 ক্রস রেফারেন্স  

সেখানকার নবীরা ইলিশায়কে জিজ্ঞাসা করলেন,আপনি কি জানেন যে আজ পরমেশ্বর আপনার কাছ থেকে আপনার গুরুকে তুলে নেবেন? ইলিশায় বললেন,হ্যাঁ, আমি জানি। এ আলোচনা থাক।


হে গালীল নিবাসীবৃন্দ! কেন তোমরা এভাবে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছ? যেমন ভাবে আজ যীশুকে স্বর্গে আরোহণ করতে দেখলে, ঠিক সেইভাবেই আবার তিনি ফিরে আসবেন।


সেখানে তিনি হাত তুলে তাঁদের আশীর্বাদ করলেন এবং সেই অবস্থায়ই তাঁদের কাছ থেকে পৃথক হয়ে স্বর্গে উন্নীত হলেন।


কিন্তু প্রভু পরমেশ্বর নিজ পবিত্র মন্দিরে অধিষ্ঠিত, তাঁর সম্মুখে স্তব্ধ হোক বিশ্ব চরাচর।


ঈশ্বর বলেন, নীরব হও, হে সুদূরের উপকূলবাসী, শোন আমার কথা! সাহস কর! বিচারসভায় তোমাদের বক্তব্য পেশ করার জন্য প্রস্তুত হও। তোমরাও সেখানে সুযোগ পাবে নিজেদের বক্তব্য রাখার। এস আমরা একত্র হই, বিচার হোক দুই পক্ষে।


আছে ছিঁড়ে ফেলা ও জোড়া দেওয়ার কাল, নীরবতা ও মুখরতার কাল।


কিন্তু তাঁর পিতা তাতে রাজী না হয়ে বললেন, আমি তা জানি পুত্র। আমি জানি এ-ও এক জাতির জনক হবে, এ-ও হবে মহান, কিন্তু এর ছোট ভাই এর চেয়েও বড় হবে এবং তার বংশধরেরা বহু জাতিতে পরিণত হবে।


পৌল বললেন, মহামান্য ফেস্টাস, আমি উন্মাদ নই। নিগূঢ় সত্যই আমি ব্যক্ত করছি।


তারপর তুমি গিবিয়াৎ-এলোহিমে যাবে, সেখানে ফিলিস্তিনী সৈন্যদের ছাউনি আছে, সেখানে নগরে প্রবেশ করার মুখে বীণ, খঞ্জনী, বাঁশী ও রুদ্রবীণা সহযোগে ভাবাক্তি করতে করতে পাহাড়ের উপরের পীঠস্থান থেকে একদল নবী নেমে আসবেন, তাঁদের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে।


এর উত্তরে আমোস অমৎসিয়কে বললেন, আমি নবী নই বা কোনও নবীর শিষ্যও নই। আমার পেশা ছিল মেষপালন আর ডুমুর বৃক্ষের তত্ত্বাবধান।


পরমেশ্বরের প্রত্যাদেশে নবী সম্প্রদায়ের একজন নবী তাঁর এক সতীর্থকে বললেন, তুমি আমাকে আঘাত কর। কিন্তু তিনি রাজী হলেন না।


ঋষিকুলের একজন ঋষির বিধবা স্ত্রী ইলিশায়ের কাছে এসে বলল, মহর্ষি, আমার স্বামী মারা গেছেন। আপনি তো জানেন, তিনি কত ঈশ্বরভক্ত ছিলেন! কিন্তু তিনি একজনের কাছে ঋণ করেছিলেন। সে এখন তার পাওনার বদলে আমার ছেলে দুটিকে ক্রীতদাস করে নিয়ে যেতে চাইছে।


না, কিছু হয়নি। তবে, আমার মনিব আপনাকে বলে পাঠালেন যে, ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে দুজন তরুণ শিষ্য নবী এইমাত্র এসেছেন। তিনি এঁদের দেবার জন্য এক তালন্ত রূপো আর দু প্রস্থ দামী কাপড় চাইছেন।


একদিন ইলিশায়ের অধীন নবী সঙ্ঘের নবীরা ইলিশায়কে বললেন, দেখুন, আমাদের থাকবার জায়গাটা খুব ছোট।


এদিকে ইলিশায় তাঁর একজন শিষ্য নবীকে বললেন, তুমি তৈরী হয়ে রামোৎ-গিলিয়দে যাও। জলপাই তেলের এই বোতলটি সঙ্গে নাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন