Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 2:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 যেরিকো থেকে কয়েকজন লোক একদিন ইলিশায়ের কাছে গিয়ে বলল, প্রভু, আপনি তো দেখছেন এই নগরটি খুবই ভাল। কিন্তু এখানকার জল খুব খারাপ। এই জল বন্ধ্যাত্ব সৃষ্টি করে। গর্ভপাত ঘটায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 পরে নগরের লোকেরা আল-ইয়াসাকে বললো, হে মালিক, আপনি তো দেখছেন যে, নগরের স্থান চমৎকার বটে, কিন্তু পানি মন্দ ও ভূমি ফলনাশক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 সেই নগরের লোকজন ইলীশায়কে বলল, “হে আমাদের প্রভু, আপনি তো দেখতেই পাচ্ছেন যে এই নগরটি বেশ ভালো স্থানতেই অবস্থিত, কিন্তু এখানকার জল খুব খারাপ ও জমিও অনুৎপাদক।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 পরে নগরের লোকেরা ইলীশায়কে কহিল, বিনয় করি, দেখুন, এই নগরের স্থান র‍ম্য বটে, ইহা ত প্রভু দেখিতেছেন; কিন্তু জল মন্দ ও ভূমি ফলনাশক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 শহরের লোকরা এসে ইলীশায়কে বলল, “মহাশয় আপনি তো দেখতেই পাচ্ছেন যে এটি শহরের জন্য একটি উত্তম জায়গা। কিন্তু এখানকার জল খুবই খারাপ এবং জমি সুফলা নয়।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 পরে নগরের লোকেরা ইলীশায়কে বলল, “অনুরোধ করি, দেখুন, এই নগরের জায়গাটা চমৎকার ঠিকই, এটা তো প্রভু দেখছেন; কিন্তু এর জল ভাল নয় আর জমি ফলবান না।”

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 2:19
16 ক্রস রেফারেন্স  

তোমাদের দেশে কোন নারীর গর্ভপাত হবে না বা কেউ বন্ধ্যা হবে না। তোমাদের দীর্ঘায়ু দান করব আমি।


প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেওয়ার প্রতিশ্রুতি তোমাদের পূর্বপুরুষদের কাছে দিয়েছিলেন, সেই দেশে তিনি তোমাদের সন্তান সন্ততি, পশুপাল এবং ক্ষেতের ফসল প্রচুর পরিমাণে বৃদ্ধি করে তোমাদের সমৃদ্ধিশালী করবেন।


তিনি তখন মোশিকে বললেন, হায়, হায়,নির্বোদের মত যে পাপকর্ম আমরা করেছি, তার প্রতিফল দয়া করে আমাদের উপর বর্তাবেন না।


পরে তারা মারাহ্ নামে একটি জায়গায় এসে পৌঁছাল। কিন্তু সেখানকার জল তারা পান করতে পারল না কারণ সেই জল ছিল তেতো। সেই জন্যই সেই জায়গার নাম হয়েছিল মারাহ্।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি হারোণকে বলো যেন সে মিশরের সমস্ত নদী, জলাশয়, খাল, বিল, পুকুর ইত্যাদির উপরে তার হাতের লাঠি বাড়িয়ে ধরে, তাহলে সেগুলির জল রক্ত হয়ে যাবে। সারা মিশরের জল রক্তে পরিণত হবে, এমন কি কাঠ ও পাথরের পাত্রে রাখা জলও রক্ত হয়ে যাবে।


তাঁর আমলে বেথেলনিবাসী হিয়েল নামে এক ব্যক্তি যিরিহো নগর পুননির্মাণ করেছিলেন। নূনের পুত্র যিহোশূয়ের মাধ্যমে প্রভু পরমেশ্বর যা বলেছিলেন সেই অনুযায়ী ঐ নগরের ভিত্তি স্থাপনের সময় হিয়েলের বড় ছেলে অবীরাম মারা যায় এবং নগরের তোরণ তৈরী করার সময় তার ছোট ছেলে সেগুব মারা যায়।


হে প্রভু পরমেশ্বর, আমি ওদের জন্য তোমাকে কি করতে বলব? তুমি ওদের রমণীদের বন্ধ্যা করে দাও, শুষ্ক করে দাও ওদের স্তনের পীযুষধারা।


ওবদিয়া চলেছেন। পথে হঠাৎ এলিয়ের সঙ্গে দেখা। তাঁকে চিনতে পেরে সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনিই কি আমার প্রভু এলিয়? একি সত্যি?


যিহোশূয় দিব্য দিয়ে ইসরায়েলীদের বললেন, যিরিহো নগর প্রতিষ্ঠায় যে উদ্যোগী হবে তার উপর নেমে আসবে প্রভুর অভিশাপ। এর শিল্যান্যাসের দণ্ডরূপে সে হারাবে তার জ্যেষ্ঠপুত্রকে, হারাতে হবে তার কনিষ্ঠ পুত্রকে, যদি গেঁথে তোলে এর নগর তোরণ।


এই নগর এবং এখানকার সব কিছুই তাঁর। একে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। কেবলমাত্র বারাঙ্গনা রাহাব এবং তার বাড়ির লোকজন রক্ষা পাবে, কারণ সে আমাদের চরদের লুকিয়ে রেখেছিল।


মণ্ডলীর যেসব প্রাচীন সুষ্ঠুভাবে মণ্ডলীর কাজ করেন, বিশেষতঃ যাঁরা সুসমাচার প্রচার আর শিক্ষাদানের কাজে পরিশ্রম করেন, তাঁদের সম্মান দক্ষিণা দ্বিগুণ হওয়া উচিত।


আপনি কি শোনেন নি, ইষেবল যখন প্রভুর নবীদের হত্যা করছিলেন, তখন আমি নবীদের মধ্যে একশো জনকে দুইদলে ভাগ করে পঞ্চাশজনের এক একটা দলকে গুহায় লুকিয়ে রেখে অন্নজল দিয়ে প্রতিপালন করেছিলাম?


তাঁরা ফিরে এলেন ইলিশায়ের কাছে। তিনি তখনও তাঁদের অপেক্ষায় যেরিকোতে ছিলেন। তিনি তাঁদের বললেন, আমি তো তোমাদের যেতে বারণ করেছিলাম।


ইলিশায় তাদের আদেশ দিয়ে বললেন, একটা নতুন ভাঁড়ে করে লবণ নিয়ে এস। তারা নিয়ে এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন