Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 18:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ইসরায়েলের প্রভু পরমেশ্বরের উপরেই ছিল রাজা হিষ্কিয়ের অটল বিশ্বাস ও আস্থা। যিহুদীয়ার তাঁর মত রাজা আর কখনও হয় নি, তাঁর আগেও না, পরেও না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তিনি ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের উপর নির্ভর করতেন; আর তাঁর পরে এহুদার বাদশাহ্‌দের মধ্যে কেউ তাঁর তুল্য হন নি, তাঁর আগেও ছিলেন না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 হিষ্কিয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করলেন। যিহূদার রাজাদের মধ্যে কেউ তাঁর মতো হননি, না তাঁর আগে, না তাঁর পরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন; আর তাঁহার পরে যিহূদার রাজগণের মধ্যে কেহ তাঁহার তুল্য হন নাই, তাঁহার পূর্ব্বেও ছিলেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের ওপর হিষ্কিয়র সম্পূর্ণ আস্থা ছিল। হিষ্কিয়র আগে বা পরে যিহূদার কোন রাজাই তাঁর মত ছিলেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 হিষ্কিয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করতেন। সুতরাং তাঁর পরে যিহূদার রাজাদের মধ্যে তাঁর মত আর কেউ ছিলেন না, তাঁর আগেও ছিল না।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 18:5
20 ক্রস রেফারেন্স  

তাঁর আগে কোন রাজা এমন ভাবে কায়মনোবাক্যে মোশির বিধান অনুসারে প্রভু পরমেশ্বরের সেবা করেন নি। তাঁর পরেও তাঁর মত রাজা আর কেউ হন নি।


এই মর্মে চিঠি লিখলেনঃ আসিরীয় সম্রাটকে জেরুশালেম অধিকার করতে দেওয়া হবে না, আপনাদের কাছে ঈশ্বরের দেওয়া এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে আপনারা ভ্রান্ত হবেন না।


ঈশ্বরের উপর ও নির্ভর করেছিল, তিনি যদি ওর উপর তুষ্ট থাকেন, তাহলে তিনি ওকে উদ্ধার করুন। কারণ ও তো বলেছিল, ‘আমি ঈশ্বরের পুত্র’।


যেন আমরা যারা প্রথমে খ্রীষ্টের উপর ভরসা করেছি, সেই আমাদের দ্বারাই তাঁর মহিমা কীর্তিত হয়।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যারা সতত নির্ভর করে তোমার উপর, নিবিড় প্রশান্তি বিরাজ করে তাদের হৃদয়ে।


আমার অটল আস্থা তোমার অবিচল প্রেমে। হৃদয় আমার উচ্ছলিত হবে পরম উল্লাসে, তোমারই সাধিত পরিত্রাণ দর্শনে।


দেখ, ঈশ্বর আমাকে বধ করবেনই আমার কোন আশা নেই, কিন্তু তবুও তাঁর মুখোমুখি দাঁড়িয়ে আমি পেশ করব আমার অভিযোগ।


এক সময় যিহুদীয়ার রাজা যিহোশাফট ইসরায়েলরাজ অহসিয়র সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। এই ব্যক্তি ছিলেন দুরাচারী।


পরের দিন ভোরবেলায় লোকেরা তেকোযার কাছে বনভূমিতে চলে গেল। যাত্রার প্রাক্কালে রাজা যিহোশাফট তাদের উদ্দেশে এই কথাগুলি বললেনঃ যিহুদীয়া ও জেরুশালেমের প্রজাবৃন্দ! তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর ভরসা রাখ, তাহলে তোমরা অটল ও অবিচল থাকবে। তাঁর ভক্ত নবীদের কথা বিশ্বাস করেব, তাহলে তোমরা সফল হবে।


আসা তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করে বললেনঃ হে প্রভু পরমেশ্বর, একজন শক্তিমান ব্যক্তিকে তুমি যেমন অতি সহজেই সাহায্য করতে পার, তেমনি এক শক্তিহীন সৈন্যবাহিনীকেও অতি সহজে সাহায্য করতে পার।তুমি এবার আমাদের সাহায্য কর হে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর! তোমারই উপর আমাদের সকল আস্থা ও ভরসা। তাই বিশাল সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধে মোকাবিলা করার জন্য তোমারই নামকে সম্বল করে আমরা এখানে সমবেত হয়েছি। হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের আরাধ্য ঈশ্বর। তোমাকে পরাজিত করার কথা কেউ ভাবতেও পারে না।


আসিরীয় অধ্যক্ষ রবশাকি তাঁদের বললেন, তোমরা বলবে যে, তোমরা তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের উপরে নির্ভর করে আছ? হিষ্কিয়ই তো এই প্রভু পরমেশ্বরের বেদী ধ্বংস করে দিয়ে যিহুদীয়া ও জেরুশালেমের লোকদের একটি মাত্র বেদীর কাছে উপাসনা করার আদেশ দিয়েছিলেন।


হে প্রভু পরমেশ্বর, কৃপা করে স্মরণ কর যে আমি বিশ্বস্তভাবে একান্ত আনুগত্যে তোমার সেবা করেছি এবং সব সময় তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। এই বলে তিনি তীব্র কান্নায় ভেঙ্গে পড়লেন।


রবশাখি তাঁদের বললেন, হিষ্কিয়ের কাছে আমাদের মহান সম্রাট জানতে চান যে, তিনি এত আত্মবিশ্বাস কোথা থেকে পেয়েছেন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন