Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 17:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 এবং তাদের আরাধ্য প্রভু পরমেশ্বর যে সমস্ত আচরণ নিষিদ্ধ করেছিলেন, তারা গোপনে সেইসব অন্যায় আচরণ করত। তারা তাদের ছোট্ট ছোট্ট গ্রাম থেকে শুরু করে বৃহত্তম নগর পর্যন্ত সমস্ত জায়গায় দেবস্থান প্রতিষ্ঠা করেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 বনি-ইসরাইল গোপনে নিজেদের আল্লাহ্‌ মাবুদের বিরুদ্ধে অন্যায় কাজ করতো; তারা প্রহরীদের উঁচু পাহারা-ঘর থেকে প্রাচীরবেষ্টিত নগর পর্যন্ত তাদের সকল নগরে নিজেদের জন্য উচ্চস্থলী প্রস্তুত করেছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ইস্রায়েলীরা গোপনে তাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে এমন সব কাজ করল, যা আদৌ ঠিক নয়। নজরমিনার থেকে শুরু করে সুরক্ষিত দুর্গ পর্যন্ত সর্বত্র তারা তাদের সব নগরে প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলি তৈরি করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 ইস্রায়েল সন্তানগণ গোপনে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অন্যায় কার্য্য করিত; তাহারা প্রহরীদের উচ্চ গৃহ অবধি প্রাচীরবেষ্টিত নগর পর্য্যন্ত আপনাদের সকল নগরে আপনাদের জন্য উচ্চস্থলী প্রস্তুত করিয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ইস্রায়েলীয়রা প্রভু, তাদের ঈশ্বরের বিরুদ্ধে গোপনে গোপনে পাপ আচরণ করতে শুরু করল যাকে কোন মতেই সঠিক কাজ বলা যায় না। ইস্রায়েলীয়রা ছোট ছোট শহর থেকে শুরু করে বড় বড় শহরে প্রত্যেক জায়গায় উচ্চস্থান তৈরী করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 ইস্রায়েলীয়েরা গোপনে সদাপ্রভুর বিরুদ্ধে যা কিছু ঠিক নয় সেই সব খারাপ কাজ করত। তারা প্রহরীদের উঁচু ঘর থেকে বড় দেওয়ালে ঘেরা শহর পর্যন্ত সব জায়গায় নিজেদের জন্য পূজার উঁচু স্থান তৈরী করে নিয়েছিল।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 17:9
10 ক্রস রেফারেন্স  

ফিলিস্তিনীদের দেশ আক্রমণ করে গাজা ও তার পাশ্ববর্তী এলাকাসহ ছোট্ট গ্রাম থেকে শুরু করে বড় নগর পর্যন্ত তিনি দখল করেন।


গিলিয়দে যদি অধর্ম থাকে তবে তারা অবশ্যই বিধ্বস্ত হবে। গিল্‌গলে যদি তারা বৃষ বলিদান করে তবে তাদের বেদীগুলি ক্ষেতের আলে বসান পাথরের ঢিবির মত হবে।


ঈশ্বর বললেন, দেখেছ হে মানব, ইসরায়েলী নেতারা গোপনে কি করছে! এই মূর্তিভরা ঘরে তারা উপাসনা করে চলেছে। তাদের অজুহাত: প্রভু পরমেশ্বর আমাদের দেখেন না। তিনি দেশ ত্যাগ করেছেন।


আমি কখনও বিপথগামী হয়ে তাদের পূজা করি নি তাদের উদ্দেশে হাত জোড় করে নমস্কার করি নি।


‘প্রভুর দৃষ্টিতে ঘৃণার্হ প্রতিমা যে খোদাই বা ঢালাই করে তৈরী করে, কারিগরের হাতে গড়া সেই বস্তু যে গোপনে প্রতিষ্ঠা করে সে হোক অভিশপ্ত।’ এর উত্তরে জনতা সমস্বরে বলবে, ‘আমেন’।


তোমার সহোদর ভ্রাতা, পুত্র, কন্যা, তোমার প্রিয়তমা স্ত্রী কিম্বা তোমার অন্তরঙ্গ বন্ধুও যদি গোপনে তোমাকে অন্য দেবতাদের ভজনা করার প্ররোচনা দেয়, অন্য কোন দেবতা যাকে তুমি জান না বা তোমার পিতৃপুরুষেরাও জানতেন না, তোমাদের চারিপাশের কাছের বা দূরের পৃথিবীর যে কোন প্রান্তের যে কোন জাতির উপাস্য দেবতা হোক না কেন,


লোকে তখন বলবে এদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর মিশর থেকে তাদের উদ্ধার করে আনার পর তাদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছিলেন, সেই সম্বন্ধের শর্ত এরা অমান্য করেছিল, তার ফলে এই অবস্থা।


পাহাড়ের উপর দেবস্থান প্রতিষ্ঠা করে তারা স্থাপন করল দেবমূর্তি, প্রজ্বলিত করল ঈশ্বরের রোষাগ্নি।


যারা প্রভু পরমেশ্বরের কাছে তাদের পরিকল্পনা গোপন রাখতে চেষ্টা করে তাদের সমূহ সর্বনাশ! তারা সঙ্গোপনে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে চলে এবং ভাবে, কেউ তাদের দেখতে পাবে না বা জানতে পারবে না তারা কি করছে।


আমার প্রতিশ্রুত সেই দেশে যখন তাদের আমি নিয়ে এলাম তখন পাহাড়-পর্বত, বড় বড় গাছ দেখলেই তারা সেখানে বলি উৎসর্গ করতে আরম্ভ করল। হোমবলি ও সুরা আহুতি দিয়ে তারা আমাকে ক্রুদ্ধ করে তুলতো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন