Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 17:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তারপর হোশেয়র রাজত্বের নবম বছরে আসিরিয়া সম্রাট শমরিয়া দখল করেন এবং ইসরায়েলীদের বন্দী করে আসিরিয়ায় নিয়ে যান। তাদের মধ্যে কিছু লোককে হালাহ্ নগরে কিছু লোককে গোশন প্রদেশের হাবোর নদীতীরে এবং কিছু লোককে মিদিয়া প্রদেশের নানা জনপদে বসতি করানো হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 হোসিয়ার নবম বছরে আসেরিয়ার বাদশাহ্‌ সামেরিয়া দখল করে ইসরাইলকে আসেরিয়া দেশ নিয়ে গেলেন এবং হলহে ও হাবোরে, গোষণের নদীতীরে ও মাদীয়দের নানা নগরে বসিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 হোশেয়ের রাজত্বকালের নবম বছরে আসিরিয়ার রাজা শমরিয়া দখল করে নিয়েছিলেন এবং ইস্রায়েলীদের বন্দি করে আসিরিয়ায় পাঠিয়ে দিলেন। হলহে, হাবোর নদীতীরের গোষণে এবং মাদীয়দের বিভিন্ন নগরে তিনি তাদের উপনিবেশ গড়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হোশেয়ের নবম বৎসরে অশূর-রাজ শমরিয়া হস্তগত করিয়া ইস্রায়েলকে অশূরে লইয়া গেলেন, এবং হলহে ও হাবোরে গোষণের নদীতীরে ও মাদীয়দের নানা নগরে বসাইয়া দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 হোশেয়র ইস্রায়েল শাসনের নবম বছরে শমরিয়া দখল করেন। অশূররাজ বহু ইস্রায়েলীয়কে বন্দী করে তাদের অশূর দেশে নিয়ে গিয়েছিলেন। এই সমস্ত বন্দীদের তিনি হলহ, হাবোর ও গোষণ নদীর তীরে ও মাদীয়দের বিভিন্ন শহরে বসবাসে বাধ্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 হোশেয়ের রাজত্বের নয় বছর কালীন অশূরের রাজা শমরিয়াকে দখল করলেন এবং ইস্রায়েলীয়দের বন্দী করে অশূরে নিয়ে গেলেন। তাদের তিনি হলহে, গোষণের হাবোর নদীর ধারে এবং মাদীয়দের শহরগুলোতে বাস করতে দিলেন।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 17:6
39 ক্রস রেফারেন্স  

শমরিয়া তার অপরাধের দণ্ডভোগ করবে, কারণ সে বিদ্রোহ করেছে তার ঈশ্বরের বিরুদ্ধে। তারা নিহত হবে যুদ্ধে, তাদের শিশুদের আছড়ে মেরে ফেলা হবে, আর বিদীর্ণ করা হবে গর্ভবতী নারীদের উদর।


তাই ঈশ্বর আসিরিয়ার সম্রাট পুলকে (ইনি তিগ্‌লাৎ পিলেশর নামেও খ্যাত) দিয়ে তাদের দেশ আক্রমণ করালেন। তিনি রূবেণ, গাদ ও পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর লোকদের নির্বাসিত করলেন এবং তাদের গোশন নদীর তীরে হেলহ্‌, হাবোর ও হারা অঞ্চলে স্থায়ীভাবে বসতি করালেন।


পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সর্বজাতির মাঝে প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করবেন এবং সেখানে তোমরা কাঠ ও পাথরের তৈরী দেবতাদের পূজা করবে, যাদের পরিচয় তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা কখনও পাও নি।


কারণ আমি তোমাদের দামাসকাসের ওপারে নির্বাসনে পাঠাব। প্রভু এ কথা বলেছেন, ‘সর্বাধিপতি প্রভু’ নামে তিনি আখ্যাত।


ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


প্রভু পরমেশ্বর বলেছেন, ব্যাবিলন আক্রমণ করার জন্য আমি মিডিয়াকে উত্তেজিত করেছি। রৌপ্য তাদের কাছে তুচ্ছ, স্বর্ণের প্রতি কোন লোভ নেই তাদের।


প্রভু তোমাদের এবং যে রাজাকে তোমরা নিযুক্ত করবে তাকে এমন এক জাতির অধীনে সমর্পণ করবেন যাদের তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা কেউ কখনও জান না এবং সেখানে তোমরা প্রভুকে পরিত্যাগ করে পাথর ও কাঠের তৈরী দেবতাদের পূজা করবে।


তাহলে আমি তোমাদের আজ জানিয়ে দিচ্ছি যে তোমরা ধ্বংস হয়ে যাবে, জর্ডন পার হয়ে তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা বেশীদিন স্থায়ী হবে না।


বিভিন্ন জাতির মাঝে তোমাদের অবলুপ্তি ঘটবে। শত্রুকুল তোমাদের গ্রাস করবে।


প্রভু তখন হোশেয়কে বললেন, তুমি এর নাম রাখ লো-আম্মি (আর আমার প্রজা নয়)—কেননা তোমরা আমার প্রজা নও, আর আমিও তোমাদের ঈশ্বর নই।


পরে সেই নারীর গর্ভে একটি কন্যা জন্মগ্রহণ করল। প্রভু পরমেশ্বর তখন হোশেয়কে বললেন, তুমি এর নাম রাখ লো-রুহামা (অনুগ্রহ-বঞ্চিতা) কারণ আমি ইসরায়েলীদের আর অনুগ্রহ করব না, তাদের অপরাধ ক্ষমা করব না।


‘বিভাজিত’—এর অর্থ, মিডিয়া নিবাসী ও পারসিকদের মধ্যে আপনার রাজ্য ভাগ করে দেওয়া হবে।


গোশন, হারোণ, রেষেক এবং তেলাসার নিবাসী বেথ-এদেনের লোকদের যখন পূর্বপুরুষেরা ধ্বংস করেছিলেন,তখন তাদের দেবতারা কি তাদের রক্ষা করতে পেরেছিল?


যাফতের সন্তান - গোমের, মাগোগ, মাদাই, যবন, তুবল, মেশেক ও তীরাস।


ইসরায়েলরাজ পেকাহ্-র আমলে আসিরিয়ার সম্রাট তিগলাৎ পিলেশর ইয়োন, আবেল-বেথ-মাখা, জানোহ্, কেদেশ, হাৎসোর এবং গিলিয়দ, গালীল ও নপ্তালি অঞ্চল অধিকার করেন এবং সেখানকার লোকদের বন্দী করে আসিরিয়ায় নিয়ে যান।


শত্রুপক্ষের বহু লোককে তারা হত্যা করেছিল কারণ এই যুদ্ধ ছিল ঈশ্বরের অভিপ্রেত নির্বাসনের আগে পর্যন্ত তারা এই অঞ্চলে বাস করেছিল।


ফলে মিডিয়া প্রদেশের একবাটানা নগরীতে একটি পুঁথি পাওয়া গেল যাতে নিম্নবর্ণিত বিষয় লিপিবদ্ধ ছিল:


কল্‌নো এবং কর্কমীশের শহর নগর, হমাত এবং অর্পদের শহর-নগর আমি জয় করেছি।


হমাত ও অর্পদের দেবতারা এখন কোথায়? নফরবয়িমের দেবতারাই বা কোথায়? আমার হাত থেকে শমরিয়াকে কি তার দেবতা পেরেছে রক্ষা করতে?


হে প্রভু পরমেশ্বর, আসিরিয়ার সম্রাটেরা বহু জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে, ছারখার করে দিয়েছ তাদরে দেশ।


ইসরায়েল অন্যান্য জাতির পর্যায়ে চলে গেছে তারা এখন ভাঙ্গা বাসনের মতই অকেজো।


সেই জন্য প্রভু বলছেনঃ তোমার স্ত্রী নগরের পতিতাবৃত্তি অবলম্বন করবে, তোমার পুত্রকন্যারা যুদ্ধে নিহত হবে, তোমার জমিজমা অন্যদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে দেওয়া হবে, তুমি নিজে অপবিত্র স্থানে মরবে, আর ইসরায়েলীরা নিজেদের দেশ থেকে নির্বাসিত হবে।


তোমার প্রজারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে—কারণ এমন কেউ নেই। যে পাপ করে না—এবং তুমি ক্রুদ্ধ হয়ে তাদের শত্রুর হাতে তুলে দাও, তার ফলে বন্দী হয়ে তারা নিকটে বা দূরের কোন দেশে নির্বাসিত হয়ে তোমার কাছে প্রার্থনা করে, যদি স্বীকার করে যে তারা পাপ করেছে, তোমার বিরুদ্ধাচরণ করে দুষ্কর্ম করেছে,


শেষ পর্যন্ত নবীদের মাধ্যমে পরমেশ্বর তাদের সতর্ক করে যে কথা বলেছিলেন, তাই-ই করলেন। তাদের তিনি নিজের সান্নিধ্য থেকে দূর করে দিলেন। তাই, ইসরায়েলীরা আসিরিয়ায় নির্বাসিত হল, আজও তারা সেখানেই আছে।


হমাৎ ও অর্পাদের দেবতারা এখন কোথায়? সেফারভায়িম,হেনা ও ইব্বহ্‌র দেবতারাই বা কোথায়? আমার হাত থেকে তারা কি শমরিয়াকে রক্ষা করতে পেরেছে?


আমি শমরিয়া এবং ইসরায়েলরাজ আহাব ও তার বংশধরদের যে শাস্তি দিয়েছি, জেরুশালেমকেও তেমনি শাস্তি দেব। লোকে যেমন বাসন মেজে-ধুয়ে পরিস্কার করে উবুড় করে রাখে, আমিও তেমনি জেরুশালেমকে মেজে-ধুয়ে পরিস্কার করব।


হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, কত সুমহান তুমি! কী ভয়ঙ্কর, কী অসীম ক্ষমতা তোমার! তুমি রক্ষা করে থাক তোমার চুক্তির শপথ পরম নিষ্ঠাভরে। সে কোন সুদূর অতীতে যেদিন আসিরীয় রাজারা আমাদের উপর করত উৎপীড়ন, সেইদিন থেকে আজও আমরা ভোগ করছি বিষম যন্ত্রণা! আমাদের রাজারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের পুরোহিত ও নবীরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের জাতির সকলেই ভোগ করছি এই যন্ত্রণা, ভেবে দেখ, হে পরমেশ্বর কি দুঃসহ যাতনা সহ্য করেছি আমরা!


ছেলেটি ‘মা-বাবা’ বলে ডাকতে শেখার আগেই দামাস্কাসের সমস্ত ধন ঐশ্বর্য আর শমরিয়ার সমস্ত লুন্ঠিত ধন আসিরিয়ারাজ নিয়ে চলে যাবে।


প্রভু পরমেশ্বর বলেছেন, এমন একদিন আসছে, যেদিন ইসরায়েলের গৌরব মাহাত্ম্যের অবসান হবে, দারিদ্র্য তার ধন-ঐশ্বর্যের স্থান অধিকার করবে।


প্রভু পরমেশ্বর বলেন, ইসরায়েলীরা মেষের মত সিংহের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রথমে তারা আক্রান্ত হয়েছে আসিরিয়ার রাজার দ্বারা, তারপর তাদের আক্রমণ করেছে ব্যাবিলনরাজ নেবুকাডনেজার, চূর্ণ করেছে তাদের অস্থি।


প্রভু পরমেশ্বর হোশেয়কে বললেন, তুমি এর নাম রাখ যিষ্‌রিয়েল, কারণ কিছুকাল পরে আমি যেহুর বংশকে যিষ্‌রিয়েল উপত্যকায় রক্তপাতের প্রতিফল দেব এবং ইসরায়েল রাজ্যের পতন ঘটাব।


প্রভু পরমেশ্বরের দেওয়া দেশে তোমরা বাস করতে পারবে না, ইসরায়েলকে আবার ফিরে যেতে হবে মিশরে। আর আসিরিয়ায় তাদের নিষিদ্ধ অশুচি খাদ্য গ্রহণ করতে হেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন