Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 16:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 রেমালিয়ার পুত্র ইসরায়েলরাজ পেকাহ্-র রাজত্বের সপ্তদশ বছরে যিহুদীয়ারাজ যোথামের পুত্র

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 রমলিয়ের পুত্র পেকহের সপ্তদশ বছরে এহুদার বাদশাহ্‌ যোথমের পুত্র আহস রাজত্ব করতে আরম্ভ করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 রমলিয়ের ছেলে পেকহের রাজত্বকালের সতেরোতম বছরে যিহূদার রাজা যোথমের ছেলে আহস রাজত্ব করতে শুরু করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 রমলিয়ের পুত্র পেকহের সপ্তদশ বৎসরে যিহূদা-রাজ যোথমের পুত্র আহস রাজত্ব করিতে আরম্ভ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 রমলিয়র পুত্র পেকহর ইস্রায়েলে রাজত্বের 17তম বছরে যোথমের পুত্র আহস যিহূদার রাজা হলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 রমলিয়ের ছেলে পেকহের রাজত্বের সতেরো বছরের দিন যিহূদার রাজা যোথমের ছেলে আহস রাজত্ব করতে শুরু করেন।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 16:1
12 ক্রস রেফারেন্স  

যিহুদীয়াতে উৎসিয়, যোথম, আহস এবং হিষ্কিয়ের রাজত্বকালে আমোসের পুত্র যিশাইয়ের কাছে ঈশ্বর জেরুশালেম ও যিহুদীয়া সম্বন্ধে দিব্যদর্শনের মাধ্যমে বার্তা প্রেরণ করেছিলেন।


যিহুদীয়ারাজ যোথাম, আহস ও হিষ্কিয়ের আমলে মোরেশৎনিবাসী মীখার কাছে প্রভু পরমেশ্বরের এই প্রত্যাদেশ এল। তিনি শমরিয়া এবং জেরুশালেম সম্পর্কে এই দিব্যদর্শন লাভ করলেনঃ


উষিয়, যোথাম, আহস ও হিষ্কিয়—যিহুদীয়ার এই নৃপতিবৃন্দের ও যোয়াশের পুত্র ইসরায়েলরাজ যারবিয়অমের আমলে বেরির পুত্র হোশেয়ের কাছে প্রভুর এই বাণী উচ্চারিত হলঃ


যিহুদীয়ারাজ উৎসিয়ের পৌত্র ও যোথমের পুত্র আহস যিহুদীয়ায় রাজত্বকালে দেশে যুদ্ধ বেধে গেল। সিরিয়ার রাজা রৎসীন এবং রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকহ জেরুশালেম আক্রমণ করলেন কিন্তু জয় করে অধিকার করতে পারলেন না।


যোথামের মৃত্যুর পর তাঁকে দাউদ নগরে রাজবংশের সমাধিক্ষেত্রে সমাধি দেওয়া হয়। তাঁর পুত্র আহস তাঁর সিংহাসনে বসেন।


যিহুদীয়ারাজ আহসের রাজত্বের দ্বাদশ বছরে এলার পুত্র হোশেয় ইসরায়েলের রাজা হন এবং নয় বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল শমরিয়ায়।


আহস, হিষ্কিয়, মনঃশি


প্রভু পরমেশ্বর যিশাইয়কে বললেন, তোমার পুত্র শার-যাশুবকে নিয়ে তুমি রাজা আহসের সঙ্গে দেখা কর। ঝরণার উৎস থেকে জল আনার জন্য যে খাল কাটা হয়েছে, তার শেষ প্রান্তে ধোপার মাঠে, রাজপথে তোমরা তার দেখা পাবে।


প্রভু পরমেশ্বর আহসের কাছে আর একটি সংবাদ পাঠালেন, বললেনঃ


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন