Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 13:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 পঞ্চাশজন অশ্বারোহী সৈন্য, দশটি রথ এবং দশ হাজার পদাতিক সৈন্য ছাড়া রাজা যিহোয়াহাসের আর কোন সশস্ত্র সৈন্যবাহিনী ছিল না। কারণ সিরিয়ার রাজা বাকী সমস্ত সৈন্যদলকে ধূলোর মত পায়ে দলে শেষ করে দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 বাস্তবিক, অরামের বাদশাহ্‌ কেবল পঞ্চাশ জন ঘোড়সওয়ার, দশটি রথ ও দশ হাজার পদাতিক ছাড়া যিহোয়াহসের জন্য অন্য কোন সৈন্য অবশিষ্ট রাখেন নি; তিনি তাদেরকে বিনষ্ট করেছিলেন, দলনীয় ধূলিকণার সমান করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যিহোয়াহসের সৈন্যদলে শুধু পঞ্চাশ জন অশ্বারোহী, দশটি রথ ও দশ হাজার পদাতিক সৈন্য ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না, কারণ অরামের রাজা বাদবাকি সবকিছু ধ্বংস করে ফেলেছিলেন এবং সেগুলি সেই ধুলোর মতো করে দিলেন, যা ফসল মাড়াই করার সময় উড়তে থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 বাস্তবিক, অরাম-রাজ কেবল পঞ্চাশ জন অশ্বারোহী, দশখানি রথ ও দশ সহস্র পদাতিক ছাড়া যিহোয়াহসের নিমিত্ত অন্য কোন সৈন্য অবশিষ্ট রাখেন নাই; তিনি তাহাদিগকে বিনষ্ট করিয়াছিলেন, দলনীয় ধূলির সমান করিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 অরামের রাজা যিহোয়াহসের সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন। সেনাবাহিনীর অধিকাংশ ব্যক্তিকেই হত্যা করেছিলেন। তিনি কেবলমাত্র 50 জন অশ্বারোহী সৈনিক, 10 খানা রথ ও 10,000 পদাতিক সৈন্য অবশিষ্ট রেখেছিলেন। যিহোয়াহসের বাদবাকি সেনাবাহিনী যেন ঝড়ের মুখে খড় কুটোর মত উড়ে গিয়েছিল!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 ফলে অরামের রাজা কেবল পঞ্চাশজন ঘোড়াচালক, দশটি রথ ও দশ হাজার পদাতিক সৈন্য ছাড়া যিহোয়াহসের সৈন্যদলে আর কেউকে রাখেন নি, তিনি তাদের ধ্বংস করে দিয়েছিলেন, মাটির মতই পায়ে মাড়িয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 13:7
17 ক্রস রেফারেন্স  

প্রভু বলছেনঃ দামাস্‌কাসের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। লোহার মুষলে তারা পিষ্ট করেছে গিলিয়দ,


সেই সময় প্রভু পরমেশ্বর ইসরায়েল রাজ্যের সীমানা হ্রাস করতে শুরু করেছিলেন। সিরিয়ার রাজা হসায়েল ইসরায়েলীদের পরাজিত করে


অগণিত জনতার সমাবেশ হয়েছে বিচার ভূমিতে পরমেশ্বরের বিচারের দিন সমাগত,


পূর্বদেশ থেকে কে এনেছিল সেই বিজেতাকে? কে তাকে বিজয়ী করেছিল সর্বত্র? কে তাকে দান করেছিল জয়মাল্য নৃপতিবৃন্দ ও জাতিবৃন্দের উপরে? তার তরবারি আঘাত হেনেছিল তাদের উপর নিতান্ত অবহেলায় যেন তারা ধূলিকণা, তার শরজাল বাতাসের মুখে খড়ের মত উড়িয়ে দিয়েছিল তাদের।


আমি আমাদের সম্রাটের পক্ষ হয়ে তোমাদের বলছি, যদি তোমাদের মধ্যে যোগ্য অশ্বারোহী খুঁজে বার করতে পার, তাহলে আমি তোমাদের দুই সহস্র অশ্ব দেব।


আমি চূর্ণ করি তাদের বাতাসের মুখে উড়ে যাওয়া তূষের মত। পদানত করি পথের কাদার মত।


হসায়েল তাঁকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কাঁদছেন কেন? ইলিশায় বললেন, আমি কাঁদছি, আমি জানি তুমি ইসরায়েলীদের কী ভয়ঙ্কর অনিষ্ট করবে। তাদের দুর্গগুলি পুড়িয়ে দেবে, যুবকদের হত্যা করবে, শিশুদের আছড়ে মেরে ফেলবে, গর্ভবতী নারীদের উদর চিরে ফেলবে।


ইসরায়েলীরাও রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধে এগিয়ে গেল এবং দুই দলে ভাগ হয়ে সিরীয়দের দিকে মুখ করে শিবির স্থাপন করল। সিরীয়দের তুলনায় তাদের দেখাচ্ছিল ছোট ছোট দুটো ছাগলের পালের মত। সিরীয় সেনারা সারা দেশ ছেয়ে ফেলেছিল।


রাজা তখন প্রাদেশিক সৈন্যাধক্ষদের অধীন তরুণ সৈনিকদের একত্র করলেন। তারা সংখ্যায় ছিল 232 জন। তারপর তিনি বাকী ইসরায়েলী সৈনদের সাজালেন। এরা সংখ্যায় ছিল মোট 7 হাজার।


কারণ প্রভু পরমেশ্বরের আদেশ তুমি পালন করনি এরপর শমুয়েল গিলগল ছেড়ে বিন্যামীন প্রদেশের গিবিয়ায় চলে গেলেন। শৌল তাঁর সঙ্গের লোকদের গণনা করলেন, সংখ্যায় তারা মাত্র ছশো হল।


আমি তাদের গুঁড়িয়ে ধুলো করে দিলাম, পথের কাদার মত পায়ে দলে ছুঁড়ে ফেললাম।


রাজা যিহোয়াহাসের বীরত্বের কাহিনী এবং যা কিছু তিনি করেছিলেন, সব ‘ইসরায়েলের রাজ কাহিনীতে’ লেখা আছে।


মিশরের মত তোমাদের দেশেও আমি মহামারী সংক্রামিত করেছি, তরবারির আঘাতে তোমাদেরতরুণ যোদ্ধাদের আমি করেছি নিধন, অশ্বারোহী বাহিনীকে বন্দী করে নিয়ে গিয়েছি তোমাদের ছাউনিতে সৈন্যদের গলিত শবের দুর্গন্ধ সহ্য করতে আমি তোমাদের বাধ্য করেছি। তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে। প্রভু বলেন এ কথা।


আমি তোমাদের প্রতি বিমুখ হব, ফলে তোমরা শত্রুদের দ্বারা বিপর্যস্ত হবে। তোমাদের প্রতিপক্ষ তোমাদের উপর আধিপত্য করবে। কেউ তাড়া করলেও তোমরা পালিয়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন