Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 13:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 প্রভু ইসরায়েলীদের জন্য একজন নেতা পাঠিয়ে দিলেন।এই নেতা তাদের সিরিয়ার রাজার হাত থেকে উদ্ধার করলেন। তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর মাবুদ ইসরাইলকে এক জন উদ্ধারকর্তা দিলেন, তাতে তারা অরামের হাত থেকে উদ্ধার পেল এবং বনি-ইসরাইল আগের মত যার যার তাঁবুতে বাস করতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 সদাপ্রভু ইস্রায়েলের জন্য একজন উদ্ধারকর্তা জোগাড় করে দিলেন, এবং ইস্রায়েলীরা অরামের ক্ষমতার হাত থেকে রক্ষা পেয়েছিল। অতএব ইস্রায়েলীরা আগের মতোই নিজের নিজের ঘরে বসবাস করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 (আর সদাপ্রভু ইস্রায়েলকে এক জন উদ্ধারকর্ত্তা দিলেন, তাহাতে তাহারা অরামের হস্ত হইতে উদ্ধার পাইল, এবং ইস্রায়েল-সন্তানগণ পূর্ব্বের ন্যায় আপন আপন তাম্বুতে বাস করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তখন প্রভু ইস্রায়েলকে বাঁচানোর জন্য এক ব্যক্তিকে পাঠালেন। অরামীয়দের হাত থেকে মুক্ত হয়ে ইস্রায়েলীয়রা আগের মত নিজেদের বাড়ি ফিরে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তখন সদাপ্রভু ইস্রায়েলকে একজন উদ্ধারকর্তা দিলেন, তাতে ইস্রায়েলীয়েরা অরামের হাত থেকে উদ্ধার পেল এবং ইস্রায়েল সন্তানরা আগের মতই নিজেদের তাঁবুতে বাস করতে লাগল।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 13:5
13 ক্রস রেফারেন্স  

তাই তুমি শত্রুদের বিজয়ী করলে তাদের উপর, হল তারা শত্রুর অধীন। নিপীড়নের যন্ত্রণার মাঝে তারা সাহায্যের জন্য ডাকল তোমায়, তুমি সাড়া দিলে স্বর্গলোক থেকে। অপার করুণায় তুমি তাদের জন্য পাঠিয়ে দিলে নেতৃবৃন্দ, যারা এসে উদ্ধার করল তাদের শত্রুর কবল থেকে।


ইসরায়েলীদের চিরতরে সম্পূর্ণভাবে ধ্বংস করার ইচ্ছা প্রভু পরমেশ্বরের ছিল না। তাই তিনি রাজা দ্বিতীয় যারবিয়ামের দ্বারা তাদের উদ্ধার করেছিলেন।


তিনি উত্তরে হামাথ গিরিপথ থেকে দক্ষিণে মরুসাগর পর্যন্ত সমস্ত এলাকা পুনরাধিকার করেন। গাৎ-হেফের নিবাসী অমিত্তয়ের পুত্র নবী যোনার মাধ্যমে ইসরায়েলের প্রভু পরমেশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইভাবে তা সফল হয়েছিল।


ইসরায়েলরাজ যিহোয়াশ যুদ্ধে বেনহদদকে তিনবার পরাজিত করেন এবং যিহোয়াশের পিতা রাজা যিহোয়াহাসের আমলে হসায়েল যে নগরগুলি অধিকার করেছিলেন, সেই নগরগুলি তিনি পুনরুদ্ধার করেন।


দাউদের আদি নিবাস বেথলেহেম নগরে তেমাদের জন্য এক পরিত্রাতা জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন প্রভু খ্রীষ্ট,


জেরুশালেমের বিজয়ী নায়কেরা ইদোমকে পদানত করে তার উপর প্রতিষ্ঠা করবে তাদের কর্তৃত্ব এবং প্রভু পরমেশ্বরই হবেন রাজ্যের অধীশ্বর।


সেগুলি হবে মিশর দেশে সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক। সেখানকার মানুষ যখন আক্রান্ত ও নির্যাতিত হয়ে প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করবে, তখন তিনি তাদের রক্ষা ও উদ্ধারের জন্য একজন পরিত্রাতাকে পাঠিয়ে দেবেন।


অতীতে শৌল যখন আমাদের রাজা ছিলেন, তখনও আপনিই ইসরায়েল জাতিকে যুদ্ধক্ষেত্রে পরিচালনা করেছিলেন এবং পরমেশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আপনি তাঁর প্রজাদের পরিচালনা করবেন এবং তাদের রাজা হবেন।


যোনাথন দাউদকে ডেকে এই সমস্ত কথা তাঁকে জানালেন। তিনি দাউদকে শৌলের কাছে নিয়ে এলেন এবং দাউদ আগের মতই তাঁর কাছে রইলেন।


নিম্নবর্ণিত নরহত্যাকারীরা এই নগরগুলিতে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে পারবে: যদি কেউ পূর্বের কোন শত্রুতাবশত: নয় কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার প্রতিবেশীকে আঘাত করে তার মৃত্যু ঘটায়,


মোশি তখন প্রভু পরমেশ্বরকে বললেন, হে প্রভু, আমি কোন কালেই সুবক্তা নই, এমন কি তুমি তোমার এ দাসের সঙ্গে বাক্যালাপ করার পরেও আমি বাক্‌পটু হতে পারি নি। আমার মুখে আড়ষ্ট, তোৎলা লোক আমি।


এই রকম অবস্থায় তুমি যদি চুপ করে থাক, তাহলে জেন, ঈশ্বর স্বর্গ থেকে ইহুদীদের রক্ষা করবেন ঠিকই কিন্তু তুমি রক্ষা পাবে না—তুমি তোমার পিতৃকুলের সঙ্গে বিনষ্ট হবে। এমনও তো হতে পারে এই দুঃসময়ে বিশেষ ভূমিকা গ্রহণের জন্যই তুমি রাজমহিষীর পদ লাভ করেছ।


প্রভু পরমেশ্বর তখন যিরুব্বাল, বারাক, যিপ্তহ এবং আমাকে পাঠিয়ে শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন। তারপর তোমরা নিরাপদে বাস করতে পেরেছিলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন