Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 12:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 পুরোহিত যিহোয়াদা তখন একটা সিন্দুকের ডালায় ফুটো করে সেটি বেদীর পাশে রেখে দিলেন এমনভাবে যাতে মন্দিরে যে কেউ প্রবেশ করলে সিন্দুকটি তার ডানদিকে পড়ে। প্রবেশদ্বারে দ্বাররক্ষী পুরোহিতেরা উপাসকদের নিবেদিত সমস্ত অর্থ ঐ সিন্দুকের মধ্যে ফেলে দিতেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কিন্তু ইমাম যিহোয়াদা একটি সিন্দুক নিলেন ও তার ঢাকনাতে একটি ছিদ্র করে কোরবানগাহ্‌র কাছে মাবুদের গৃহের প্রবেশস্থানের দক্ষিণ পাশে রাখলেন; আর দ্বার-রক্ষক ইমামেরা মাবুদের গৃহে আনা সমস্ত টাকা তার মধ্যে রাখত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যাজক যিহোয়াদা একটি সিন্দুক নিয়ে সেটির ঢাকনায় একটি ফুটো করে দিলেন। তিনি সেটি নিয়ে গিয়ে রেখেছিলেন যজ্ঞবেদির পাশে, ডানদিকে ঠিক সেখানে, যেখান দিয়ে লোকজন সদাপ্রভুর মন্দিরে ঢোকে। যত অর্থ সদাপ্রভুর মন্দিরে আনা হত, মন্দিরের প্রবেশদ্বার পাহারা দেওয়ার কাজে নিযুক্ত যাজকেরা সেইসব অর্থ সিন্দুকে এনে রাখতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কিন্তু যিহোয়াদা যাজক একটী সিন্দুক লইলেন, ও তাহার ডালাতে এক ছিদ্র করিয়া যজ্ঞবেদির নিকটে সদাপ্রভুর গৃহের প্রবেশস্থানের দক্ষিণ পার্শ্বে রাখিলেন; আর দ্বার-রক্ষক যাজকেরা সদাপ্রভুর গৃহে আনীত সমস্ত টাকা তাহার মধ্যে রাখিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তখন যাজক যিহোয়াদা একটা বাক্স বানিয়ে বাক্সটার ওপরে একটা ফুটো করে সেটাকে বেদীর দক্ষিণ দিকে, যে দরজা দিয়ে দর্শনার্থীরা মন্দিরে ঢোকে, রেখে দিলেন। কিছু যাজক মন্দিরের দরজা আগলে বসে থাকতেন। তারা প্রভুকে প্রণামী হিসেবে দেওয়া টাকা পয়সাগুলো ঐ বাক্সটায় পুরে দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কিন্তু যিহোয়াদা যাজক একটি সিন্দুক নিলেন ও তার দালাতে একটি ছিদ্র করে যজ্ঞবেদীর কাছে সদাপ্রভুর গৃহের ঢোকার জায়গার ডান দিকে রাখলেন; আর ফটকের পাহারায় নিযুক্ত যাজকেরা সদাপ্রভুর গৃহে আনা সব টাকা তার মধ্যে রাখত।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 12:9
12 ক্রস রেফারেন্স  

একদিন মন্দিরের কোষাগারের সামনে বসে যীশু দেখছিলেন লোকেরা অর্থভাণ্ডারে কিভাবে অর্থদান করছে। ধনী লোকেরা বহু অর্থ দান করল।


যীশু চেয়ে দেখলেন, ধনী লোকেরা মন্দিরের ভাণ্ডারে নিজেদের দান রাখছে।


হিগদলিয়ের পুত্র নবী হাননের শিষ্যদের ঘরে আমি তাদের নিয়ে গেলাম, যে ঘরটি ছিল শাল্লুমের পুত্র মাসেয়ার ঘরের উপরে এবং অন্যান্য কর্মচারীদের ঘরের পাশে। মাসেয়া ছিল মন্দিরের গুরুত্বপূর্ম পদের অধিকারী।


অন্যত্র সহস্রদিন বাস করার চেয়ে তোমার প্রাঙ্গণে একদিন বসতি করা শ্রেয়। আমি বরং আমার আরাধ্য ঈশ্বরের গৃহদ্বারে প্রতীক্ষায় বসে থাকব, তবু করব না বাস দুর্জনের আবাসে।


সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন এছাড়াও প্রধান পুরোহিত সফনিয়কে এবং মন্দিরের আরও তিনজন বিশিষ্ট কর্মচারীকে বন্দী করে নিয়ে গেলেন।


এছাড়াও প্রধান পুরোহিত সেরাইয়াকে, সহকারী পুরোহিত সফনিয়কে এবং মন্দিরের আরও তিনজন প্রধান কর্মচারীকে সেনাপতি নেবুজারদান বন্দী করে নিয়ে গেলেন।


তারপর রাজা যোশিয় প্রধান পুরোহিত হিল্‌কিয়কে তাঁর সহকারী পুরোহিতদের ও মন্দির দ্বারের প্রহরীদের প্রভুর মন্দিরের ভেতর থেকে বেলদেব, আশেরা দেবী এবং গ্রহ-নক্ষত্রের পূজায় ব্যবহৃত সমস্ত সরঞ্জাম ও আসবাবপত্র বার করে আনার আদেশ দিলেন। এই সমস্ত জিনিস নগরের বাইরে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে রাজা পুড়িয়ে ফেললেন এবং সমস্ত ভস্ম বেথেলে নিয়ে যাওয়া হল।


বললেন, তুমি প্রধান পুরোহিত হিল্‌কিয়ের কাছে গিয়ে বল যে মন্দিরের প্রবেশদ্বারে কর্তব্যরত পুরোহিতেরা ভক্তদের প্রণামীর যে অর্থ সংগ্রহ করেছে তিনি যেন তার পরিমাণ হিসাব করে রাখেন।


পুরোহিতেরা এতে রাজী হলেন এবং মন্দির সংস্কারের কাজেও আর হাত দেবেন না বলে কথা দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন