২ রাজাবলি 10:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)1 শমরিয়ায় রাজা আহাবের সত্তরজন বংশধর ছিল। যেহু শমরিয়ার শাসক, নাগরিকদের নেতৃবৃন্দ ও আহাবের বংশধরদের অভিভাবকদের কাছে চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল: অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 সামেরিয়ায় আহাবের সত্তর জন পুত্র ছিল। যেহূ সামেরিয়ায় যিষ্রিয়েলের নেতাদের অর্থাৎ প্রধান ব্যক্তিদের কাছে ও আহাবের সন্তানদের অভিভাবকদের কাছে কয়েকখানি পত্র লিখে পাঠালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 ইত্যবসরে শমরিয়ায় আহাব কুলের সত্তরজন ছেলে ছিল। তাই যেহূ কয়েকটি চিঠি লিখে সেগুলি শমরিয়ায়: যিষ্রিয়েলের কর্মকর্তাদের, প্রাচীনদের ও যারা আহাবের সন্তানদের অভিভাবক ছিলেন, তাদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 শমরিয়ায় আহাবের সত্তর জন পুত্র ছিল। যেহূ শমরিয়ায় যিষ্রিয়েলের অধ্যক্ষদের অর্থাৎ প্রাচীনদের কাছে ও আহাবের [সন্তানদিগের] অভিভাবকদের কাছে কয়েকখানি পত্র লিখিয়া পাঠাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 আহাবের 70 জন ছেলে শমরিয়ায় বাস করত। যেহূ এই সমস্ত ছেলেদের যারা মানুষ করেছে তাদের, শমরিয়ার শাসকদের ও যিষ্রিয়েলের নেতাদের চিঠি লিখে পাঠালেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 শমরিয়াতে আহাবের সত্তরজন ছেলে ছিল। যেহূ চিঠি লিখে শমরিয়াতে যিষ্রিয়েলের শাসনকর্ত্তাদের অর্থাৎ প্রাচীনদের কাছে এবং আহাবের ছেলেদের অভিভাবকদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি লিখলেন, অধ্যায় দেখুন |
অহসিয় শমরিয়ায় গিয়ে আত্মগোপন করেছিলেন। তাঁকে খুঁজে বার করে যেহুর কাছে নিয়ে যাওয়া হলে অহসিয়কে হত্যা করা হল। তবে, অহসিয়র পিতামহ যিহোশাফটের সম্মানে অহসিয়কে যথাযথভাবে সমাধি দান করা হল। রাজা যিহোশাফট প্রভু পরমেশ্বরের যথাসাধ্য সেবা করে গেছেন।রাজ্য শাসন করার জন্য অহসিয়র পরিবারের আর কেউ বাকী রইল না।