Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 1:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 রাজা তখন পঞ্চাশ জন সৈন্য দিয়ে একজন দলপতিকে পাঠালেন এলিয়কে ধরে আনবার জন্য। সেই দলপতি তাঁকে একটা পাহাড়ের উপর বসে থাকতে দেখে তাঁর কাছে গিয়ে বললেন, মুনিবর, রাজার আদেশ, আপনি নেমে আসুন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 পরে বাদশাহ্‌ পঞ্চাশ জন সেনার সঙ্গে এক জন পঞ্চাশপতিকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন; তখন সে তাঁর কাছে গেল; আর, দেখ, ইলিয়াস পর্বতের চূড়ায় বসেছিলেন। সে তাঁকে বললো, হে আল্লাহ্‌র লোক, বাদশাহ্‌ বলেছেন, তুমি নেমে এসো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 পরে এলিয়র কাছে তিনি পঞ্চাশ জন সৈন্য সমেত একজন সেনাপতিকে পাঠালেন। এলিয় যখন একটি পাহাড়ের চূড়ায় বসেছিলেন, তখন সেই সেনাপতি তাঁর কাছে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজামশাই বলেছেন, ‘আপনি নিচে নেমে আসুন!’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পরে রাজা পঞ্চাশ জন সেনার সহিত এক জন পঞ্চাশৎপতিকে তাঁহার কাছে পাঠাইয়া দিলেন; তখন সে তাঁহার কাছে উঠিয়া গেল; আর দেখ, এলিয় পর্ব্বতের শৃঙ্গে বসিয়াছিলেন। সে তাঁহাকে কহিল, হে ঈশ্বরের লোক, রাজা বলিয়াছেন, তুমি নামিয়া আইস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 অহসিয় তখন 50 জন লোক সহ এক সেনাপতিকে এলিয়র কাছে পাঠালেন। এলিয় তখন এক পাহাড়ের চূড়ায় বসেছিলেন। সেই সেনাপতিটি এসে এলিয়কে বললো, “হে ঈশ্বরের লোক, ‘রাজা তোমাকে নীচে নেমে আসতে হুকুম দিয়েছেন।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 এরপর রাজা একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠিয়ে দিলেন, এলিয় তখন একটা পাহাড়ের উপরে বসে ছিলেন। সেই সেনাপতি এলিয়ের কাছে উঠে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে নেমে আসতে বলেছেন।”

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 1:9
22 ক্রস রেফারেন্স  

কেউ কেউ বিদ্রূপ, কশাঘাত, এমন কি শৃঙ্খলিত হয়ে কারাবরণ করেছেন।


খ্রীস্ট, ইসরায়েলের রাজা এবার নেমে আসুক দেখি ক্রুশ থেকে, দেখে আমরা বিশ্বাস করি। যারা তাঁর সঙ্গে ক্রুশে বিদ্ধ হয়েছিল, তারাও তাঁকে বিদ্রূপ করতে লাগল।


পথচারীরা মাথা নেড়ে উপহাস করে তাঁকে বলতে লাগল, কি হে, তুমিই না মন্দির ভেঙ্গে ফেলে তিনদিনের মধ্যে গাঁথতে পার,


একটি কাঁটার মুকুট গেঁথে তারা তাঁর মাথায় বসিয়ে দিল আর তাঁর ডান হাতে তুলে দিল একটি লাঠি। তাঁর সামনে তারা নতজানু হয়ে উপহাস করে বলতে লাগল, ইহুদী রাজের জয় হোক!


ওহে খ্রীষ্ট, ভাববাণী বল, কে তোমাকে মারবে?


হেরোদ তাঁর ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্য যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং শৃঙ্খলিত করে তাঁকে কারারুদ্ধ করেছিলেন।


অমৎসিয় আমোসকে বললেন, ওহে দিব্যদর্শী, খুব হয়েছে, এবার যিহুদীয়ায় পালাও। সেখানে গিয়ে ভাবোক্তি করে অন্নসংস্থান কর।


রাজা আহাব বললেন, হ্যাঁ, আর একজন আছেন। তিনি হলেন ইমলার পুত্র মিখাইয়া। কিন্তু আমি তাঁকে বরদাস্ত করতে পারি না। তিনি কখনও আমার পক্ষে ভাল কোন কথা বলেন নি, সবসময় কিছু না কিছু অমঙ্গলের কথা বলেছেন! যিহোশাফট বললেন, মহারাজের মুখে একথা শোভা পায় না।


রাণী তখন এলিয়ের কাছে দূতের মুখে বলে পাঠালেন, আগামী কাল এই সময়ের মধ্যে আমি যদি তোমারও অবস্থা ঐ নবীদের মত না করি তো দেবতারা যেন আমার মৃত্যু দেন।


আহাব খেতে গেলে এলিয় কার্মেল পর্বতের চূড়ায় উঠে মাটিতে উবুড় হয়ে দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে রইলেন এবং


আপনার ঈশ্বর সদা জাগ্রত প্রভুর দিব্য, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে রাজা আপনার খোঁজ করেন নি। যখনই কোন রাজা খবর পাঠিয়েছেন যে আপনি সেখানে নেই, তখনই রাজা আহাব তাঁদের সে সম্বন্ধে শপথ করে বলতে বাধ্য করেছেন।


ইষেবল যখন পরমেশ্বরের ভক্ত নবীদের হত্যা করছিলেন ওবদিয়া তখন তাঁদের মধ্যে একশো জন নবীকে দু দলে ভাগ করে পঞ্চাশজনের এক একটা দলকে গুহায় লুকিয়ে রেখেছিলেন এবং অন্নজল দিয়ে তাঁদের প্রতিপালন করেছিলেন।)


এই দেখে তাঁর শিষ্য যোহন ও যাকোব বললেন, প্রভু, অনুমতি দিন, এদের ধ্বংস করার জন্য আমরা আকাশ থেকে আগুন নেমে আসতে বলি।


হিগদলিয়ের পুত্র নবী হাননের শিষ্যদের ঘরে আমি তাদের নিয়ে গেলাম, যে ঘরটি ছিল শাল্লুমের পুত্র মাসেয়ার ঘরের উপরে এবং অন্যান্য কর্মচারীদের ঘরের পাশে। মাসেয়া ছিল মন্দিরের গুরুত্বপূর্ম পদের অধিকারী।


শৌলের কাছে এই সংবাদ পৌঁছালে তিনি অন্য অনুচরদের পাঠালেন, কিন্তু তারাও ভাবাবিষ্ট হল। শৌল তৃতীয়বার আর একদল অনুচর পাঠিয়ে দিলেন,


বিধবা মেয়েটি এলিয়কে বলল, হে ঈশ্বরের ভক্তদাস, আপনি কেন আমার এমন অবস্থা করলেন? আপনি কি ঈশ্বরকে আমার পাপের কথা মনে করিয়ে দিয়ে আমার ছেলের মরণ ডাকতে এসেছেন?


ইলিশায় চলে গেলেন কার্মেল পাহাড়ে। তারপর সেখান থেকে গেলেন শমরিয়ায়।


তিনি রওনা হয়ে গেলেন এবং কার্মেল পাহাড়ে মহর্ষি ইলিশায়ের কাছে গিয়ে পৌঁছালেন।ইলিশায় তাঁকে দূর থেকে আসতে দেখে তাঁর ভৃত্য গেহসিকে বললেন দেখ—শুনেমের সেই মহিলাটি আসছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন