Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 9:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কিন্তু এখানে এসে স্বচক্ষে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি নি। এখন দেখছি এর অর্ধেকও আমি শুনি নি। লোকমুখে আমি যে খ্যাতির কথা শুনেছি, আপনার প্রজ্ঞা ও সমৃদ্ধি তার চেয়েও অনেক বেশি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 কিন্তু আমি যতক্ষণ এসে স্বচক্ষে না দেখলাম, ততক্ষণ লোকদের সেই কথায় আমার বিশ্বাস হয় নি; আর দেখুন, আপনার জ্ঞান ও মহত্ত্বের অর্ধেকও আমাকে বলা হয় নি; আমি যে খ্যাতি শুনেছিলাম তা থেকেও আপনার গুণ অনেক বেশি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কিন্তু যতক্ষণ না আমি এখানে এসে নিজের চোখে তা দেখলাম, লোকেরা যা বলল, আমি তাতে বিশ্বাস করিনি। সত্যি বলতে কি, আপনার যে বিশাল প্রজ্ঞা, তার অর্ধেকও আমাকে বলা হয়নি; যে খবর আমি শুনেছিলাম, আপনি তার অনেক ঊর্ধ্বে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কিন্তু আমি যাবৎ আসিয়া স্বচক্ষে না দেখিলাম, তাবৎ লোকদের সেই কথায় আমার বিশ্বাস হয় নাই; আর দেখুন, আপনার জ্ঞান-মহত্ত্বের অর্দ্ধেকও আমাকে বলা হয় নাই; আমি যে খ্যাতি শুনিয়াছিলাম, তাহা হইতেও আপনার [গুণ] অধিক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 এখানে এসে স্বচক্ষে না দেখা পর্যন্ত আমি সেসব কথা বিশ্বাস করি নি, কিন্তু এখন দেখছি আমি যেসব গল্প শুনেছিলাম, আপনার প্রকৃত জ্ঞান তার চেয়েও ঢের বেশী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কিন্তু আমি যতক্ষণ এসে নিজের চোখে না দেখলাম, ততক্ষণ লোকেদের সেই সব কথায় আমার বিশ্বাস হয়নি; আর দেখুন, আপনার জ্ঞানের অর্ধেকও আমাকে বলা হয়নি; আমি যে সুনাম শুনেছিলাম, তার থেকে আপনার গুণ অনেক বেশী।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 9:6
11 ক্রস রেফারেন্স  

আহা! কত সুন্দর, কত ভাল হবে তারা। তখন শস্যসম্ভার ও নতুন দ্রাক্ষারস সতেজ করে তুলবে তরুণ তরুণীদের।


চির অফুরাণ তোমার কল্যাণ ভাণ্ডার রেখেছ তাদের জন্য, যারা তোমার একান্ত অনুগত, চিরভক্ত তোমার। তোমার শরণাগত যারা, তাদের কাছে, তুমি করেছ প্রকাশ মহত্ত্ব তোমার, মানব সমাজে সকলেই জানে সে কথা।


রাজা শলোমনকে তিনি বললেন, দেশে থাকতে আপনার প্রজ্ঞা ও কীর্তি সম্বন্ধে যা কিছু শুনেছিলাম, সবই সত্যি।


কিন্তু এখানে এসে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি। এখন দেখছি, এর অর্ধেক কথাও আমি শুনিনি। আমি যে খ্যাতি শুনেছি, আপনার প্রজ্ঞা ও সমৃদ্ধি তার চেয়েও অনেক বেশি।


পৃথিবীর সর্বজাতির লোকেরা তাঁর কাছে জ্ঞানের কথা শুনতে আসত এবং সবদেশের রাজারা তাঁর জ্ঞানের সুখ্যাতি শুনে তাঁর কাছে উপঢৌকন পাঠাতেন।


তিনি ছিলেন সকলের চেয়ে জ্ঞানী, ইষ্‌রাহীয় এথান, মাহোলের পুত্র হেমান, কালকোল এবং দর্দা—এঁদের সকলের চেয়ে জ্ঞানী ছিলেন শলোমন। তাঁর সুখ্যাতি চারিদিকে সর্বজাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল।


স্নেহাস্পদেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, পরে কি হব তা এখনও প্রকাশিত হয়নি। তবে আমরা জানি যে তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরা তাঁর সাদৃশ্য লাভ করব, কারণ আমরা তখন তাঁর সাদৃশ্য লাভ করব, কারণ আমরা যখন তাঁর স্বরূপ প্রত্যক্ষ করব।


শাস্ত্রে যেমন লেখা আছেঃ “কেউ যা চোখে দেখে নিশোনে নি কানেকোনদিন করে নি কল্পনাতা-ই সৃষ্টি করেছেন ঈশ্বরতাদেরই জন্য, যারা তাঁর অনুরাগী।”


কত সৌভাগ্যবান আপনার কর্মচারীরা–যরা সর্বদা আপনার সেবা করে,আপনার সান্নিধ্য পায় ও নিয়ত শোনে আপনার প্রজ্ঞাবাণী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন