২ বংশাবলি 8:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 মরু এলাকার পালমিরাতে একটি দুর্গনগরী নির্মাণ করলেন। হমাতের সমস্ত নগরগুলিকে পুনর্গঠন করলেন, সেগুলিকে খাদ্য ভাণ্ডারের নগরীরূপে গড়ে তুললেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর তিনি মরুভূমিতে তদ্মোর নগর নির্মাণ করলেন এবং হমাতে সমস্ত ভাণ্ডার নগর নির্মাণ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 এছাড়াও তিনি মরুভূমিতে তামর নগরটি তৈরি করলেন এবং হমাতেও সবকটি ভাঁড়ার-নগর তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর তিনি প্রান্তরে তদ্মোর নগর নির্ম্মাণ করিলেন, এবং হমাতে সমস্ত ভাণ্ডার-নগর নির্ম্মাণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তিনি মরু অঞ্চলে তদ্মোর শহরটি এবং হমাতে গুদাম শহরগুলিও বানিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তিনি মরুপ্রান্তে তদ্মোর নগর এবং তৈরী করলেন হমাতে সমস্ত ভান্ডার-নগর তৈরী করলেন। অধ্যায় দেখুন |