Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 7:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 এই মন্দির আজ সম্মান ও ভক্তির কেন্দ্র। কিন্তু তখন পথচারীরা এর কাছ দিয়ে যাবার সময় বিস্ময়ে স্তম্ভিত হবে। তারা জিজ্ঞাসা করবে, “প্রভু পরমেশ্বর এই দেশ ও এই মন্দিরের দশা এমন করলেন কেন?’’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আর এই গৃহ উঁচু হলেও যে কেউ এর কাছ দিয়ে গমন করবে, সে চমকে উঠবে ও জিজ্ঞাসা করবে, এই দেশের ও এই গৃহের প্রতি মাবুদ এমন কেন করেছেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 এই মন্দিরটি ভাঙা ইটপাথরের এক স্তূপে পরিণত হবে। যারা যারা তখন এখান দিয়ে যাবে, তারা সবাই মর্মাহত হয়ে বলবে, ‘সদাপ্রভু কেন এই দেশের ও এই মন্দিরটির প্রতি এমনটি করলেন?’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আর এই গৃহ উচ্চ হইলেও যে কেহ ইহার নিকট দিয়া গমন করিবে, সে চমকিয়া উঠিবে ও জিজ্ঞাসা করিবে, এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু এমন কেন করিয়াছেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 এখন এই গৃহটি মহিমান্বিত। কিন্তু যখন এসব ঘটবে, যারাই এর পাশ দিয়ে হেঁটে যাবে, আশ্চর্য হয়ে বলবে, ‘প্রভু কেন এই দেশ ও মন্দিরের প্রতি এই আচরণ করলেন?’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 আর এই গৃহ উঁচু হলেও যে কেউ এর কাছ দিয়ে যাবে, সে চমকে উঠবে ও জিজ্ঞাসা করবে, ‘এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু কেন এরকম করেছেন?’

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 7:21
12 ক্রস রেফারেন্স  

এই নগরীকে ধ্বংস করে আমি এমন ভয়াবহ করে তুলব যে পথচারী আতঙ্কে বিমূঢ় হয়ে পড়বে।


আমার দারুণ রোষে সেখানে গড়ে উঠবে না কোনও বসতি, সেই স্থান হবে পরিত্যক্ত, বিধ্বস্ত। ব্যাবিলনের পাশ দিয়ে যেতে যেতে পথচারী শিউরে উঠবে, স্তম্ভিত হবে তাকে দেখে।


প্রভু পরমেশ্বর বলেছেন, ইদোমের ধ্বংস ও বিপর্যয় এমন মারাত্মক ও ভয়াবহ হবে যে, তার পাশ দিয়ে যাবার সময় পথচারী আতঙ্কে শিউরে উঠবে।


আমি বললাম, যিহোয়খিন কি ভাঙ্গা পাত্রের মত হয়েছে, যে পাত্রটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর কেউ-ই সেটি চায় না? সেই জন্যই কি তাকে ও তার সন্তানদের অজানা এক দেশে নিয়ে যাওয়া হচ্ছে?


যদি তুমি জিজ্ঞাসা কর কেন তোমার উপর এসব ঘটল, কেন তোমায় বিবস্ত্রা করা হল, কেন তুমি ধর্ষিতা হলে—তাহলে বলব, এসব ঘটেছে তোমার সাংঘাতিক পাপের জন্য।


তারা যখন জিজ্ঞাসা করবে, কেন আমি তাদের এই অবস্থা করেছি, তখন তুমি তাদের বলবে, যেহেতু তারা আমাকে পরিত্যাগ করে নিজেদের দেশে বিদেশীদের পূজিত দেবতাদের আরাধনা করেছে, সেই হেতু যদিও সে দেশ তাদের নয়, কিন্তু সেই দেশে তারা বিদেশীদের দাসত্ব করবে।


এইজন্য প্রভু পরমেশ্বর যিহুদীয়া আর জেরুশালেমের উপর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং এর ফলে তিনি তাদের প্রতি যা করেছিলেন তা সকলকে ভীত ও সন্ত্রস্ত করে তুলেছিল। সে কথা তোমরা সকলেই জান।


কিন্তু যদি আমার অবাধ্য হও, তাহলে আমি শপথ নিয়ে বলছি, এই প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন