Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 7:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তখন প্রভু পরমেশ্বর রাত্রে তাঁকে দর্শন দিলেন। তাঁকে বললেন, তোমার নিবেদন আমি শুনেছি। আমার উদ্দেশে নৈবেদ্য ও বলি উৎসর্গের স্থানরূপে আমি এই মন্দিরকে গ্রহণ করেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 পরে মাবুদ রাতে সোলায়মানকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার মুনাজাত শুনেছি ও কোরবানী-গৃহ বলে এই স্থান আমার জন্য মনোনীত করেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তখন সদাপ্রভু রাতের বেলায় তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন: “আমি তোমার প্রার্থনা শুনেছি এবং বলিদান উৎসর্গ করার জন্য এক মন্দিররূপে নিজের জন্য আমি এই স্থানটি মনোনীত করেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 পরে সদাপ্রভু রাত্রিতে শলোমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যজ্ঞ-গৃহ বলিয়া এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তারপর রাতে স্বয়ং প্রভু শলোমনকে দর্শন দিয়ে বললেন, “শলোমন, তোমার প্রার্থনা আমার কানে পৌঁছেছে। এই স্থানটিকে আমি আমার কাছে বলিদানের জায়গা হিসেবে বেছে নিয়েছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 পরে সদাপ্রভু রাতের বেলায় শলোমনকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার প্রার্থনা শুনেছি ও যজ্ঞ-গৃহ হিসাবে এই জায়গা আমার জন্য মনোনীত করেছি৷

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 7:12
17 ক্রস রেফারেন্স  

সেই রাত্রে ঈশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, তুমি আমার কাছে কি বর চাও?


তখন গিবিয়োনে প্রভু পরমেশ্বর যেভাবে তাঁকে দর্শন দিয়েছিলেন সেইভাবে আবার তাঁকে দর্শন দিলেন।


অব্রামের নিরানব্বই বছর বয়সে প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে জীবন যাপন কর এবং পূর্ণতা লাভ কর।


কারণ এই স্থানকে আমি মনোনীত করেছি এবং চিরকাল আমি পূজিত হবার জন্য পবিত্র করেছি এই মন্দিরকে। এর প্রতি আমি দৃষ্টি রাখব এবং চিরকাল রক্ষা করব একে।


তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থানে তোমরা আমার নির্দেশিত সমস্ত হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য এবং প্রভুর কাছে মানত করা সমস্ত উৎকৃষ্ট দ্রব্য নিয়ে যাবে।


বললেন, ‘কর্ণেলিয়াস! ঈশ্বর তোমার প্রার্থনা গ্রাহ্য করেছেন এবং তোমার বদান্যতায় প্রীত হয়েছেন।


সেই দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না, সখরিয়। ঈশ্বর তোমার মিনতি শুনেছেন, তোমার স্ত্রী ইলিশাবেত একটি পুত্রের জননী হবে। তুমি তার নাম রেখো যোহন।


কিন্তু ঈশ্বর সত্যিই শুনেছেন আমার আহ্বান, কর্ণপাত করেছেন তিনি আমার বিনতির রবে।


হে প্রভু পরমেশ্বর জানি আমি, দীনজনের একান্ত বাসনার কথা শুনবে তুমি, হৃদয়ে দেবে শক্তি তাদের।


ফিরে যাও, আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কিয়কে বল, তোমার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর প্রভু বলেছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার চোখের জল দেখেছি। আমি তোমায় সুস্থ করব। তিন দিনের দিন তুমি প্রভুর মন্দিরে যাবে।


এলিয় ইলিশায়কে বললেন, এবার তুমি এখানে থাক, প্রভু পরমেশ্বর আমাকে জর্ডন নদীতে যেতে বলেছেন। কিন্তু ইলিশায় বললেন, সদা জাগ্রত প্রভু পরমেশ্বর ও আপনার দিব্য, আমি আপনার সঙ্গ ছাড়ব না। কাজেই তাঁরা একসঙ্গে চললেন।


তিনি আশেরা দেবীর প্রতিমা খোদাই করে প্রভুর মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন যে মন্দির সম্পর্কে প্রভু পরমেশ্বর দাউদ ও তাঁর পুত্র শলোমনকে বলেছিলেন, ইসরায়েলীদের সমস্ত এলাকার মধ্যে জেরুশালেম নগরীতে আমি মনোনীত করেছি। এই মন্দিরে আমারই উপাসনা হবে চিরকাল


তখন যিহুদীয়া ও জেরুশালেমবাসীর নৈবেদ্য আগের মতই প্রভুর প্রতীতিজনক হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন