Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 5:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 এবার রাজা শলোমন ‘দাউদের নগর’ অর্থাৎ সিয়োন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক মন্দিরে আনার জন্য ইসরায়েলের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি, গোষ্ঠীপতি ও কুলপতিদের জেরুশালেমে আমন্ত্রণ করে আনলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 পরে সোলায়মান দাউদ নগর অর্থাৎ সিয়োন থেকে মাবুদের শরীয়ত-সিন্দুক উঠিয়ে আনবার জন্য ইসরাইলের প্রাচীনবর্গ ও সমস্ত গোষ্ঠীপতিকে, অর্থাৎ বনি-ইসরাইলদের পিতৃকুলের নেতৃবর্গকে জেরুশালেমে একত্র করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 পরে দাউদ-নগরী সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য শলোমন ইস্রায়েলের প্রাচীনদের, বিভিন্ন গোষ্ঠীর সব কর্তাব্যক্তিকে ও ইস্রায়েলী বংশের প্রধান লোকজনদের জেরুশালেমে ডেকে পাঠালেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে একত্র করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 শলোমন ইস্রায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি ও পরিবার গোষ্ঠীসমূহের নেতাদের জেরুশালেমে জড়ো হবার আদেশ দিলেন। তাদের উপস্থিতিতে প্রভুর সাক্ষ্যসিন্দুকটি দায়ূদের শহর যাকে সিয়োন বলা হয়, সেখান থেকে মন্দিরে আনবার আদেশ দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম সিন্দুক নিয়ে আসার জন্য ইস্রায়েলের প্রাচীনদেরকে ও বংশের প্রধানদের, অর্থাৎ ইস্রায়েল সন্তানদের বাবার বংশের শাসনকর্তাদেরকে, যিরূশালেমে জড়ো করলেন৷

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 5:2
21 ক্রস রেফারেন্স  

চুক্তিসিন্দুক থাকার দরুণ প্রভু পরমেশ্বর ওবেদ ইদোমের পরিবার ও তার যাবতীয় সামগ্রীকে আশীর্বাদ করেছেন শুনে দাউদ মহা ধূমধাম ও আনন্দ উৎসব করতে করতে ওবেদের বাড়ি থেকে চুক্তিসিন্দুক জেরুশালেমে নিয়ে গেলেন।


(অবশ্য) চুক্তিসিন্দুকটি ছিল জেরুশালেমে। রাজা দাউদ কিরিয়াথ জিয়ারিম থেকে সিন্দুকটি এনে সেখানেই রেখেছিলেন।


যাকোবকুলের সমস্ত বসতি অপেক্ষা সিয়োনের তোরণদ্বারগুলি তাঁর একান্ত প্রিয়,


প্রভু বলেনঃ আমার পবিত্র শৈল সিয়োনে আমার রাজাকে আমি করেছি অভিষিক্ত।


প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের কাজ শেষ হওয়ার পর শলোমন তাঁর পিতা দাউদ যেসব সোনা-রূপোর আসবাবপত্র প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করেছিলেন, সেগুলি মন্দিরের ভাণ্ডারে এনে রাখলেন।


দাউদ ইসরায়েলের সমস্ত রাজকর্মচারীকে জেরুশালেমে একত্র হতে আদেশ দিলেন। তাই গোষ্ঠীবর্গের সমস্ত রাজকর্মচারী, রাজ্যের শাসনকার্য নির্বাহী সমস্ত রাজকর্মচারী, কুলপতিবৃন্দ, রাজা ও রাজপুত্রদের স্থাবর-অস্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণকারী কর্মীবৃন্দ—এক কথায় রাজপ্রাসাদের সমস্ত কর্মী, সৈন্যদলের অধিনায়কবৃন্দ, এবং গুরুত্ব ও মর্যাদাসম্পন্ন সমস্ত ব্যক্তি জেরুশালেমে একত্র হলেন।


রাজা দাউদ, পরিবার প্রধানেরা, গোষ্ঠীপতিরা এবং সামরিক অধ্যক্ষেরা ঈশ্বরের উদ্দেশ্যে মন্দিরে যে সমস্ত উপহার নিবেদন করতেন সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয়েছিল শলোমোত ও তাঁর পরিবারের সকলের উপরে।


হারোণ বংশীয় প্রত্যেকটি পুরোহিত পরিবারের প্রধানেরা ও তাঁদের ছোট ভাইরাও একই ভাবে লটারি করে নিজেদের দায়িত্ব ও কর্তব্য ঠিক করে নেন। রাজা দাউদ, সাদোক, অহিমেলক এবং পুরোহিত ও লেবীয়দের নেতৃবৃন্দ এর সাক্ষী ছিলেন।


ইলিয়াসর ও ইথামরের বংশধরেরা লটারি করে নিজেদের পালা নির্ধারণ করেছিলেন, তারপর লেবীয় বংশের নথনেলের পুত্র লিপিকার শময়িয় তাদের নাম তালিকাভুক্ত করেন। রাজা, অমাত্যবৃন্দ, পুরোহিত সাদোক ও অবিয়াথরের পুত্র অহিমেলক এবং পুরোহিত ও লেবীয়দের নেতৃস্থানীয় ব্যক্তিরা এর সাক্ষী ছিলেন।


চুক্তি সিন্দুক রাখার জন্য দাউদ যে তাম্বুর ব্যবস্থা করেছিলেন, বাহকেরা সেই তাম্বুর মধ্যে সেটি এনে রাখল। তারপর তাঁরা ঈশ্বরের উদ্দেশে হোমবলি ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন।


ইসরায়েলী নেতৃবৃন্দ ও সেনানায়কদের নিয়ে দাউদ মহাধুমধাম ও আনন্দ উৎসব করতে করতে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনতে ওবেদ-ইদোমের বাড়ীতে গেলেন।


তিনি তাদের বললেন, তোমরা লেবীয় গোষ্ঠীর নেতা। তোমরা নিজেদের এবং নিজেদের বংশের লোকদের শুচিশুদ্ধ কর, যাতে আমি যে স্থান প্রস্তুত করেছি সেই স্থানে ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক তোমরা বয়ে আনতে পার।


কিন্তু দাউদ তাদের সিয়োনের দুর্গ অধিকার করে নিলেন। তখন থেকে এর নাম হল ‘দাউদ নগর’।


আর সিন্দুকটি যখন থামত মোশি তখন বলতেনঃ হে প্রভু পরমেশ্বর, ফিরে এস তুমি অগণিত ইসরায়েলীর মাঝে।


এর পর তাঁরা প্রভু পরমেশ্বরের পীঠস্থান সিনাই পর্বত থেকে তিন দিনের পথ এগিয়ে গেলেন এবং প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তাঁদের আগে শিবির স্থাপনের জন্য স্থানের সন্ধানে সর্বদা আরও তিন দিনের পথ এগিয়ে যেত।


মোশির নির্দেশ অনুযায়ী তারা উক্ত উপচার সমূহ সম্মিলন শিবিরের সম্মুখে নিয়ে এল এবং সমগ্র জনমণ্ডলী এগিয়ে এসে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে দাঁড়াল।


দাউদ বসবাসের জন্য দাউদ নগরে ঘর-বাড়ি তৈরী করালেন। পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি রাখার জন্য একটি স্থান প্রস্তুত করলেন এবং সেখানে তাঁবু খাটালেন।


তারপর চুক্তি সিন্দুকটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসার জন্য সমস্ত ইসরায়েলীকে জেরুশালেমে একত্র করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন