Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 4:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ব্রোঞ্জের তৈরী বারোটা ষাঁড়ের পিঠের উপরে এটি বসানো হয়েছিল। ষাঁড়গুলির মুখ ছিল বাইরের দিকে এবং তিনটি করে ষাঁড়ের মুখ ছিল এক একদিকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 ঐ পাত্র বারোটি গরুর উপরে স্থাপিত ছিল, তাদের তিনটি উত্তরমুখ, তিনটি পশ্চিমমুখ, তিনটি দক্ষিণমুখ ও তিনটি পূর্বমুখ ছিল এবং সমুদ্রপাত্র তাদের উপরে রইলো; তাদের সকলের পশ্চাদ্ভাগ ভিতরে থাকলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সমুদ্রপাত্রটি বারোটি বলদের উপর দাঁড় করানো ছিল। সেগুলির মধ্যে তিনটি উত্তর দিকে, তিনটি পশ্চিমদিকে, তিনটি দক্ষিণ দিকে ও তিনটি পূর্বদিকে মুখ করে ছিল। সমুদ্রপাত্রটি সেগুলির উপরেই ভর দিয়েছিল, এবং সেগুলির শরীরের পিছনের অংশগুলি কেন্দ্রস্থলের দিকে রাখা ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 ঐ পাত্র বারোটী গোরুর উপরে স্থাপিত ছিল, তাহাদের তিনটী উত্তরমুখ, তিনটী পশ্চিমমুখ, তিনটী দক্ষিণমুখ ও তিনটী পূর্ব্বমুখ ছিল, এবং সমুদ্রপাত্র তাহাদের উপরে রহিল; তাহাদের সকলের পশ্চাদ্ভাগ ভিতরে থাকিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 চৌবাচ্চাটি বারোটি ষাঁড়ের মূর্ত্তির ওপরে বসানো ছিল, যার মধ্যে তিনটে ষাঁড় ছিল উত্তরমুখী, তিনটে পশ্চিমমুখী, তিনটে দক্ষিণমুখী এবং তিনটে পূর্বমুখী। চৌবাচ্চাটি সেগুলোর মাথায় বসানো ছিল যাদের শরীরের পিছন দিকগুলো ছিল কেন্দ্রের দিক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 ঐ চৌবাচ্চা বারটি বলদের উপরে স্থাপিত ছিল, তাদের তিনটির মুখ উত্তর দিকে, তিনটির মুখ পশ্চিম দিকে, তিনটির মুখ দক্ষিণ দিকে ও তিনটির মুখ পূর্বদিকে ছিল এবং চৌবাচ্চাটি তাদের উপরে ছিল; তাদের সকলের পিছনের ভাগ ভিতরে থাকল৷

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 4:4
10 ক্রস রেফারেন্স  

নগরীর প্রাচীরের বারোটি ভিত্তিপ্রস্তর, সেগুলির উপরে মেষশাবকের বারোজন প্রেরিত শিষ্যের বারোটি নাম উৎকীর্ণ।


প্রেরিতশিষ্য ও নবীদের স্থাপিত ভিত্তির উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে, খ্রীষ্ট যীশু স্বয়ং যার কোণের ভিত্তিপ্রস্তর।


কিন্তু প্রভু তাঁকে বললেন, তুমি যাও, কারণ সে আমার মনোনীত পাত্র। সে অইহুদীদের কাছে, রাজন্যবর্গের কাছে ও ইসরায়েল জাতির কাছে আমার নাম প্রচার করবে।


যীশু তাঁদের বললেনঃ সারা পৃথিবীর কাছে যাও, সর্বমানবের কাছে প্রচার কর সুসমাচার।


আর আমি তোমাকে বলছি, তুমি পিতর অর্থাৎ পাথর। এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী নির্মাণ করব। পাতালের শক্তি তাকে পরাভূত করতে পারবে না।


বারোটা ব্রোঞ্জের ষাঁড়ের পিঠের ওপর এটি বসানো হয়েছিল। তিনটি ষাঁড়ের মুখ ছিল উত্তর দিকে, তিনটির দক্ষিণ দিকে, তিনটির পূর্বদিকে আর তিনটির ভেতরের দিকে।


জলাধারের পরিধি ঘিরে দুই সারিতে (এক সারির উপর অপর সারি) সুন্দর কারুকার্য দিয়ে নকশা করা হল। এই নকশাগুলি ছিল ষাঁড়ের আকৃতির। জলাধারটি ঢালাই করার সময় এই ষাঁড়ের আকৃতির নকশাগুলিও একই সঙ্গে ঢালাই করা হয়েছিল।


জলাধারটি ছিল এক বিঘৎ পুরু। তাঁর কানার ভিতর দিকটা বাটির মত আর বাইরের দিকটা ছিল লিলি ফুলের পাঁপড়ির মত। জলাধারটিতে প্রায় তিন হাজার বাথ জল ধরত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন