২ বংশাবলি 3:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)14 মহাপবিত্র স্থানের জন্য একটি পর্দা তৈরী করা হল। পর্দাটি ছিল লিনেন ও আরও নানা রকমের সাজসরঞ্জাম দিয়ে তৈরী তার রং ছিল নীল, বেগুনী ও লাল এবং তার উপর করূবদের নকশা দিয়ে সুন্দর করে সাজানো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর তিনি নীল, বেগুনে ও লাল রংয়ের এবং মসীনা সুতা দিয়ে তৈরি পর্দা প্রস্তুত করলেন ও তাতে কারুবীর আকৃতি করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 নীল, বেগুনি ও টকটকে লালা সুতো ও মিহি মসিনা দিয়ে তিনি একটি পর্দা তৈরি করলেন এবং সেই পর্দায় করূবের নকশা ফুটিয়ে তুললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর তিনি নীল, বেগুনে ও রক্তবর্ণ এবং মসীনা-সূত্র নির্ম্মিত তিরস্করিণী প্রস্তুত করিলেন ও তাহাতে করূবাকৃতি করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 নীল, বেগুনী এবং লাল রঙের কাপড় দিয়ে শলোমন পর্দাসমূহ বানিয়েছিলেন এবং সেগুলোর ওপর সূচীশিল্প দিয়ে করূব দূতও বানিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আর তিনি নীল, বেগুনী ও রক্তের রঙের এবং মসীনা সুতোর পর্দা তৈরী করলেন ও তাতে করূব তৈরী করলেন৷ অধ্যায় দেখুন |