২ বংশাবলি 3:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)10 রাজা তাঁর শিল্পীদের দুটি করূবমূর্তি ধাতু দিয়ে তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিতে বললেন এবং তারপর মূর্তি দুটিকে মহাপবিত্র স্থানে বসিয়ে দিতে বললেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 অতি পবিত্র গৃহের মধ্যে তিনি খোদাই কাজ দ্বারা দু’টি কারুবী নির্মাণ করলেন; আর তা সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 মহাপবিত্র স্থানের জন্য তিনি করূবাকৃতি এক জোড়া ভাস্কর্যমূর্তি তৈরি করে সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 অতি পবিত্র গৃহের মধ্যে তিনি নিকালকার্য্য দ্বারা দুই করূব নির্ম্মাণ করিলেন; আর তাহা স্বর্ণে মুড়ান হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 পবিত্রতম স্থানে রাখবার জন্য তিনি দুটি করূব দূতের মূর্ত্তি খোদাই করেছিলেন এবং সেগুলো সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 অতি পবিত্র গৃহের মধ্যে তিনি দুটি করূবের ছবি খোদাই করলেন; আর তা সোনা দিয়ে মোড়া হল৷ অধ্যায় দেখুন |
প্রবেশদ্বারের দিকে মুখ করে মূর্তি দুটিকে পাশাপাশি বসান হল। দুজনেরই দুটি করে ডানা। প্রত্যেকটি ডানা পাঁচ হাত লম্বা। মূর্তি দুটির মেলে দেওয়া ডানার একটি অপর মূর্তির একটি ডানার শেষ অংশকে ঘরের মাঝামাঝি জায়গায় ছুঁয়ে থাকল এবং দুজনের অপর ডানা দুটি মন্দিরের দুই দিকের দেওয়াল ছুঁয়ে থাকল যার সম্পূর্ণ প্রস্থ কুড়ি হাত।