Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 27:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 রাজা যোথামই মন্দিরের উত্তর দিকের তোরণদ্বার নির্মাণ করেন এবং জেরুশালেমের ওফেল নামে নগর-প্রাচীরের উপরে আরও অনেক কিছু নির্মাণ ও সংস্কারের কাজ করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তিনি মাবুদের গৃহের উচ্চতর দ্বার নির্মাণ করালেন এবং ওফলের দেয়ালের অনেক স্থান নির্মাণ করালেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যোথম সদাপ্রভুর মন্দিরের উচ্চতর দ্বারটি নতুন করে আরেকবার তৈরি করলেন এবং ওফল পাহাড়ের প্রাচীরে ব্যাপক কাজ করিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তিনি সদাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার গাঁথাইলেন, এবং ওফলের ভিত্তির অনেক স্থান গাঁথাইলেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 যোথম প্রভুর মন্দিরের উত্তর দরজাটি পুনর্নির্মাণ করা ছাড়াও ওফলের প্রাচীরের ওপর অনেক কিছু স্থাপন করেন এবং

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তিনি সদাপ্রভুর গৃহের উঁচু দরজা তৈরী করলেন এবং ওফল পাহাড়ের ওপরের অনেক জায়গাকে মজবুত করলেন;

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 27:3
6 ক্রস রেফারেন্স  

এর পর মনঃশি দাউদ নগরের পূর্বদিকে গিহোন প্রস্রবণের কাছে উপত্যকা থেকে আরম্ভ করে উত্তরে মৎস্যদ্বার এবং ওফেল নগরীর সমগ্র এলাকার বাইরের প্রাচীরকে আর‍ও উঁচু করে গেঁথে দিলেন। যিহুদীয়ার প্রতিটি সুরক্ষিত নগরীতে এক একজন সেনাপতির অধীনে সৈন্য মোতায়েন করে দিলেন।


তিনি আদেশ দিলেন যেন আমাকে প্রহার করে মন্দিরের বিন্যামীন তোরণের কাছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।


তারপর পুরোহিত যিহোয়াদা সেনানায়কদল, অভিজাত নাগরিকবৃন্দ ও সমস্ত প্রজাসাধারণকে নিয়ে প্রভুর মন্দির থেকে শোভাযাত্রা করে রাজাকে রাজপ্রসাদে নিয়ে গেলেন। তাঁর প্রাসাদের সদর তোরণ দিয়ে প্রবেশ করে রাজাকে সিংহাসনে বসিয়ে দিলেন।


কিন্তু দেবস্থানগুলির উচ্ছেদ না হওয়ায় প্রজারা সেখানে নিয়মিত বলিদান ও ধূপ-দীপ জ্বেলে পূজা-অর্চনা করতে থাকে। রাজা যোথামই মন্দিরের উত্তর দিকের তোরণদ্বার নির্মাণ করেন।


যিহুদীয়ার নেতৃবৃন্দ এই ঘটনার কথা শুনে রাজপ্রাসাদ থেকে ছুটে এলেন মন্দিরে এবং নতুন দ্বারে গিয়ে নিজেদের আসন নিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন