Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 2:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 টায়ারের রাজা হীরামের কাছে শলোমন সংবাদ পাঠালেনঃ আমার পিতা রাজা দাউদ যখন তাঁর প্রাসাদ নির্মাণ করেছিলেন তখন আপনি তাঁকে প্রয়োজনীয় সীডার কাঠ বিক্রী করেছিলেন। এখন তাঁর সঙ্গে আপনি যেমন ব্যবসা বাণিজ্য করতেন, আমার সঙ্গেও সেই বাণিজ্য সম্পর্ক স্থাপন করুন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর সোলায়মান টায়ারের বাদশাহ্‌ হূরমের কাছে লোক পাঠিয়ে বললেন, আপনি আমার পিতা দাউদের প্রতি যেরকম ব্যবহার করেছিলেন ও তাঁর বাসগৃহ নির্মাণ করার জন্য তাঁর কাছে যেমন এরস কাঠ পাঠিয়েছিলেন, তেমনি আমার জন্যও করুন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সোরের রাজা হীরমের কাছে শলোমন এই খবর দিয়ে পাঠালেন: “আমার বাবা দাউদের থাকার জন্য এক প্রাসাদ তৈরি করার লক্ষ্যে যেভাবে আপনি তাঁর কাছে দেবদারু কাঠ পাঠালেন, সেভাবে আমার কাছেও আপনি কিছু দেবদারু কাঠের গুঁড়ি পাঠিয়ে দিন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর শলোমন সোরের হূরম রাজার নিকটে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার পিতা দায়ূদের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছিলেন ও তাঁহার বসতিবাটী নির্ম্মাণার্থে তাঁহার কাছে যেরূপ এরস কাষ্ঠ পাঠাইয়াছিলেন, [তদ্রূপ আমার জন্যও করুন]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এরপর শলোমন সোরের রাজা হূরমের কাছে অনুরোধ করে পাঠালেন, “আমার পিতা দায়ূদকে যেভাবে সাহায্য করেছিলেন, আপনাকে আমায় সেভাবেই সাহায্য করতে হবে। আপনি এরস কাঠ পাঠিয়েছিলেন, যাতে আমার পিতা তাঁর নিজের জন্য একটি বাসযোগ্য বাড়ী তৈরী করতে পারেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আর শলোমন সোরের হূরম রাজার কাছে লোক পাঠিয়ে বললেন, “আপনি আমার বাবা দায়ূদের সাথে যেরকম ব্যবহার করেছিলেন ও তাঁর বসবাসের জন্য বাড়ি তৈরীর জন্য তাঁর কাছে যেরকম এরস কাঠ পাঠিয়েছিলেন, সেই রকম আমার জন্যও করুন৷

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 2:3
18 ক্রস রেফারেন্স  

টায়ারের রাজা হীরাম দাউদের কাছে শুভেচ্ছা সফরে এদকল লোক পাঠালেন। তাদের সাথে পাঠালেন সীডার কাঠ ও সেইসাথে পাঠালেন দাউদের একটি রাজপ্রাসাদ তৈরীর জন্য ছুতোর মিস্ত্রী ও রাজমিস্ত্রীদের,


টায়ারের রাজা হীরাম দাউদের কাছে শুভেচ্ছা সফরে একদল লোক পাঠালেন। তাদের সঙ্গে পাঠালেন সিডার কাঠ ও সেই সাথে পাঠালেন ছুতোর মিস্ত্রী আর রাজমিস্ত্রীদের। তারা এসে দাউদের জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিল।


আমার উদ্দেশে সর্বদা এই বেদীর উপরে ভোগ নৈবেদ্যের রুটি রাখতে হবে।


বেদীর উপরে তুমি এই গুলি আহুতি দেবে: নিয়মিতভাবে প্রতিদিন একবছর বয়সের দুটি মেষশাবক।


সকালে একটি এবং সন্ধ্যায় আর একটি উৎসর্গ করবে।


দ্বিতীয় মেষশাবকটি তুমি সন্ধ্যায় উৎসর্গ করবে। এর সঙ্গে সকালের মতই ভোগ ও পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে। এ হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভোগ ও পানীয় নৈবেদ্যের হোম।


এই বেদীর উপরে হারোণ সুগন্ধি ধূপ জ্বালাবে। প্রতিদিন সকালে প্রদীপগুলি পরিষ্কার করার সময় সুগন্ধি ধূপ জ্বালাবে।


পরে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে তিনি তা থেকে একমুঠো নিয়ে বেদীর আগুনে আহুতি দিলেন। এ ছাড়াও তিনি প্রাতঃকালীন হোমবলি উৎসর্গ করলেন।


তুমি ইসরায়েলীদের বল, তোমরা আমার নির্দেশিত যে পর্বগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র উৎসব বলে ঘোষণা করবে, সেগুলি এই:


বিশ্রাম দিবসে এক বছর বয়সের দুটি নিখুঁত মেষশাবক উৎসর্গ করবে ও সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ ময়দার সঙ্গে তেলের ময়ান দেওয়া ভোগ এবং উপযুক্ত পরিমাণ পেয় নৈবেদ্য নিবেদন করবে।


প্রতি মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য অল্প বয়সের নিখুঁত দুটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে।


রাজা শলোমন প্রভু পরমেশ্বরের মন্দিরের জন্য সোনার আসবাবপত্র তৈরী করিয়েছিলেন। সোনার বেদী, প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক রুটি রাখার জন্য সোনার টেবিল,


প্রত্যকটি পবিত্র দিনে অর্থাৎ সাব্বাথ দিন, নতুন চাঁদের উৎসব এবং তিনটি বাৎসরিক উৎসব–খামিরবিহীন রুটির উৎসব, ফসল আহরণের উৎসব এবং কুটিরোৎসবে শলোমন মোশির বিধান অনুসারে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি ধূপ নিবেদন করতেন।


প্রতিদিন সকাল সন্ধ্যায় তাঁরা ঈশ্বরের সামনে ধূপদান করেন এবং হোমে পূর্ণাহুতির জন্য পশু বলিদান করেন, বেদীর উপরে প্রভুর উপস্থিতির প্রতীক রুটি নিবেদন করেন। এই রুটি আনুষ্ঠানিকভাবে অতি পবিত্র। প্রতি সন্ধ্যায় তাঁরা সোনার দীপাধারে প্রদীপ জ্বেলে দেন। আমরা যা কিছু করি সবই ঈশ্বরের আদেশ অনুযায়ীই করি কিন্তু তোমরা তাঁকে পরিত্যাগ করেছ।


সংস্কারের কাজ শেষ হয়ে গেলে অবশিষ্ট সোনা ও রূপো রাজা ও যিহোয়াদার হাতে তুলে দেওয়া হল। তাঁরা মন্দিরের কাজের জন্য গামলা ও অন্যান্য তৈজসপত্র নির্মাণের কাজে এগুলি ব্যবহার করলেন। যিহোয়াদা যতদিন জীবিত ছিলেন ততদিন মন্দিরে নিয়মিত বলি নৈবেদ্য উৎসর্গিত হত।


সম্রাট সাইরাসের রাজত্বের প্রথম বছরে তিনি এই আদেশ জারি করলেন যে, হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করার জন্য জেরুশালেমের মন্দির পুনর্নির্মাণ করা হোক। মন্দিরের উচ্চতা হবে 60 হাত এবং প্রস্থও হবে 60 হাত।


ঈশ্বরের মন্দিরে প্রতি বৎসর নির্দিষ্ট সময়ে ঈশ্বরের বেদীতে হোমের জন্য কোন পরিবার কাঠের জোগান দেবে তা নির্ধারণ করার জন্য আমরা পুরোহিতেরা, লেবীয়েরা এবং সমস্ত লোক বিধান অনুযায়ী পাশা চেলে স্থির করলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন