Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 16:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যিহুদীয়ার রাজা আসার রাজত্বকালের ছত্রিশ বছরে ইসরায়েলের রাজা বাশা যিহুদীয়া আক্রমণ করে রামাতে গড় তৈরী করতে লাগলেন যাতে যিহুদীয়াতে যাওয়া-আসার কোন পথ না থাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আসার রাজত্বের ছত্রিশ বছরে ইসরাইলের বাদশাহ্‌ বাশা এহুদার বিরুদ্ধে যাত্রা করলেন এবং তিনি এহুদার বাদশাহ্‌ আসার কাছে কাউকেও যাতায়াত করতে না দেবার আশায় রামা নগর নির্মাণ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 আসার রাজত্বকালের ছত্রিশতম বছরে ইস্রায়েলের রাজা বাশা যিহূদার বিরুদ্ধে উঠে গেলেন এবং রামা নগরটি সুরক্ষিত করে সেখানে ঘাঁটি গেড়েছিলেন, যেন যিহূদার রাজা আসার এলাকা থেকে কেউ বেরিয়ে আসতে না পারে বা সেখানে ঢুকতেও না পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আসার রাজত্বের ছত্রিশ বৎসরে ইস্রায়েল-রাজ বাশা যিহূদার বিরুদ্ধে যাত্রা করিলেন, এবং তিনি যিহূদা-রাজ আসার কাছে কোন কাহাকে যাতায়াত করিতে না দিবার আশয়ে রামা গাঁথিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 আসার রাজত্বের 36 বছরের মাথায় ইস্রায়েলের রাজা বাশা যিহূদা আক্রমণ করেছিলেন। তিনি রামা শহরটি নির্মাণ করে শহরটিকে দুর্গে পরিণত করেছিলেন, যাতে উত্তরের রাজ্যগুলির লোকরা যিহূদার রাজা আসার কাছে না যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আসার রাজত্বের ছত্রিশ বছরে ইস্রায়েলের রাজা বাশা যিহূদার বিরুদ্ধে গেলেন এবং তিনি যিহূদার রাজা আসার কাছে কাউকে যাওয়া-আসা করতে না দেবার জন্য রামা গাঁথলেন।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 16:1
9 ক্রস রেফারেন্স  

ইফ্রয়িম, মনঃশি এবং শিমিয়োন গোষ্ঠীর যে সমস্ত লোক আসার রাজ্যে বসবাস করত তারা সকলে রাজা আসার পক্ষ অবলম্বন করল। কারণ তারা দেখল, প্রভু পরমেশ্বর তাঁর সহায়। রাজা তাদের সকলকে এবং যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর সকলকে তাঁর ছত্রছায়ায় একত্র করলেন।


সেই সময় কেউ নিরাপদে কোথাও যাতায়াত করতে পারত না কারণ সারা দেশ জুড়ে তখন চলছিল দারুণ সন্ত্রাস ও অরাজকতা।


আসার রাজত্বকালের পঁয়ত্রিশ বছরের মধ্যে আর কোন যুদ্ধবিগ্রহ ঘটেনি।


রাজা আসা তখন মন্দির ও রাজপ্রাসাদের কোষাগার থেকে সোনা ও রূপো নিয়ে দামাসকাসে সিরিয়ার রাজা বেনহদদের কাছে পাঠিয়ে দিলেন এবং বলে পাঠালেনঃ


লোকদের হত্যা করে তাদের মৃতদেহ যে কুয়োটিতে ইশ্মায়েল ফেলে দিয়েছিল, সেটি ছিল একটি বিরাট কুয়ো। ইসরায়েলরাজ বাশা যখন রাজা আসাকে আক্রমণ করেছিলেন, সেই সময় রাজা আসা এই কুয়োটি খনন করান। ইশ্মায়েল সেই কুয়োটিকেই মৃতদেহে পূর্ণ করেছিল।


জেরুশালেম ও যিহুদীয়ার অন্যান্য সমস্ত লোকদের সঙ্গে আমাকেও শৃঙ্খলিত অবস্থায় বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হচ্ছিল। সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন রামাতে পৌঁছে আমাকে শৃঙ্খলমুক্ত করলেন। সেই সময় আমার কাছে প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন