Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 14:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 রাজা আসা সৎ ও ন্যায়সঙ্গত কাজ করে তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে তুষ্ট করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আসা তাঁর আল্লাহ্‌ মাবুদের দৃষ্টিতে যা ভাল ও ন্যায্য, তা-ই করতেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আসা, তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো ও উপযুক্ত, তাই করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আসা আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল ও ন্যায্য, তাহাই করিতেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আসা নিষ্ঠাভরে তাঁর প্রভুর সেবা করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আসা তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ভাল ও সঠিক, তাই করতেন;

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 14:2
15 ক্রস রেফারেন্স  

তবে পাহাড়ের উপরের দেবস্থানগুলি তিনি ধ্বংস করেন নি। তাহলেও সারাজীবন তিনি একনিষ্ঠভাবে প্রভু পরমেশ্বরের অনুগত ছিলেন।


আসা তাঁর পূর্বপুরুষ দাউদের মতই প্রভু পরমেশ্বরের ইচ্ছা পালন করতেন।


রাজা হিষ্কিয় তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা কিছু প্রীতিজনক সৎ ও ন্যায্যা, সেই সমস্ত কাজ সমগ্র যিহুদীয়া রাজ্যে সম্পন্ন করেছিলেন।


যে সমস্ত পুরুষ ও নারী দেবস্থানে দেবসেবার অঙ্গ হিসাবে দেহব্যবসায় লিপ্ত ছিল তাদের তিনি দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং তাঁর পিতৃ-পিতামহের প্রতিষ্ঠিত সমস্ত দেব-দেবীর মূর্তি ও বিগ্রহ দূর করে দিয়েছিলেন।


রাজা অবিয়র মৃত্যু হলে তাঁকে দাউদ নগরে রাজকীয় সমাধিক্ষেত্রে সমাহিত করা হল। তাঁর পুত্র আসা তাঁর উত্তরাধিকারীরূপে রাজা হলেন এবং রাজা আসার রাজত্বকালে দেশে দশ বছর শান্তি অটুট ছিল।


তিনি বিদেশীদের দেবদেবীর বেদী এবং অন্যান্য জাতির উপাসনাস্থল উৎখাত করলেন, তাদের পবিত্র পাথরের স্তম্ভ ভেঙ্গে ফেললেন এবং দেবী আশেরার প্রতীক নষ্ট করে দিলেন।


রাজা আসা তাঁর পিতামহী মাখাকে রাজমাতার পদ থেকে বিচ্যুত করলেন কারণ তিনি দেবী আশেরার এক অশ্লীল মূর্তি নির্মাণ করেছিলেন। রাজা সেই মূর্তিটিকে কেটে টুকরো টুকরো করে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন।


নবী এলিয় যিহোরামের কাছে একটি চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল: তোমার পূর্বপুরুষ দাউদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাকে দণ্ডাদেশ দিয়েছেন কারণ তুমি তোমার পিতা যিহোশাফটের অথবা তোমার পিতামহ আসার অনুসরণ কর নি।


তোমরা তাদের দেবতাদের সম্মুখে প্রণিপাত করবে না বা তাদের আরাধনা করবে না। তোমরা তাদের আচার-অনুষ্ঠান অনুকরণ করবে না। তাদের নিঃশেষে ধ্বংস করবে এবং ভেঙ্গে ফেলবে তাদের শিলাস্তম্ভগুলিও।


তোমরা তাদের যজ্ঞবেদীগুলি উৎখাত করবে, শিলাস্তম্ভগুলি ভেঙ্গে ফেলবে আশেরা বিগ্রহগুলি আগুনে পুড়িয়ে ফেলবে, তাদের খোদাই করা দেবমূর্তিগুলি চূর্ণবিচূর্ণ করবে এবং সেই স্থান থেকে তাদের নাম লোপ করে দেব।


প্রভু পরমেশ্বরের সেবা ও আরাধনায় নিজেকে নিযুক্ত করতে পেরে তিনি গর্ব বোধ করতেন এবং সারা যিহুদীয়া থেকে পৌত্তলিক উপাসনার স্থান ও দেবী আশেরার সমস্ত প্রতীক তিনি ধ্বংস করে দিয়েছিলেন।


যিহোশাফটও তাঁর পিতা আসার মত ঈশ্বরের প্রীতিজনক ন্যায্যা কাজ করতেন।


উৎসব শেষ হয়ে গেলে সমস্ত ইসরায়েলী যিহুদীয়ার প্রতিটি নগরে গিয়ে প্রস্তর স্তম্ভ, আশেরা মূর্তি, সমস্ত বেদী এবং অন্যজাতির প্রতিষ্ঠিত দেবপূজার স্থান ভেঙ্গে নষ্ট করে দিল। সমগ্র যিহুদীয়া, বিন্যামীন, ইফ্রয়িম এবং মনঃশি গোষ্ঠীর সমগ্র এলাকা জুড়ে তারা এই কাজ করল। তারপর তারা ফিরে গেল নিজেদের দেশে।


উত্তর রাজ্যের সমগ্র অঞ্চলের পূজাবেদী ও আশেরার প্রতীকমূর্তিগুলি ভেঙ্গে গুঁড়ো করে ধূলো করে দিলেন এবং ধূপবেদী গুলি ভেঙ্গে টুকরো টুকরো করে দিলেন। তারপর তিনি ফিরে এলেন জেরুশালেমে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন