Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 13:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 স্বয়ং ঈশ্বর আমাদের নেতা এবং তাঁর পুরোহিতবৃন্দ তূরীসহ এখানে উপস্থিত, তুরীধ্বনি করে তোমাদের বিরুদ্ধে সংগ্রামে আহ্বান করার জন্য এরা প্রস্তুত। ইসরায়েলী জনসমাজ, তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করো না! তোমরা কিছুতেই জয়লাভ করতে পারবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর দেখ, আল্লাহ্‌ আমাদের সহবর্তী, তিনি আমাদের অগ্রগামী; এবং তাঁর ইমামেরা তোমাদের বিরুদ্ধে রণবাদ্য বাজাবার জন্য রণবাদ্যের তূরীসহ আমাদের সঙ্গী। হে বনি-ইসরাইল, তোমরা তোমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের বিরুদ্ধে যুদ্ধ করো না, করলে কৃতকার্য হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 ঈশ্বর আমাদের সাথে আছেন; তিনিই আমাদের নেতা। তাঁর যাজকেরা তাদের শিঙাগুলি নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ-নিনাদ করবেন। হে ইস্রায়েলী জনতা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে যুদ্ধ কোরো না, কারণ তোমরা কিছুতেই সফল হবে না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর দেখ, ঈশ্বর আমাদের সহবর্ত্তী, তিনি আমাদের অগ্রগামী; এবং তাঁহার যাজকগণ তোমাদের বিরুদ্ধে রণবাদ্য বাজাইবার জন্য রণবাদ্যের তূরীসহ আমাদের সঙ্গী। হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে যুদ্ধ করিও না, করিলে কৃতকার্য্য হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 প্রভু তাই আমাদের সহায়। তিনিই আমাদের প্রকৃত শাসক। তাঁর যাজকরাও আমাদের অনুগত। তাঁরা যখন কাড়া-নাকাড়া, শিঙা বাজান প্রভুর ভক্তরা তাঁর কাছে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। শোনো ইস্রায়েলবাসীরা, তোমরা তোমাদের পূর্বপুরুষের বিরুদ্ধে যুদ্ধ করো না। তোমরা কখনোই সফল হতে পারবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর দেখ, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সামনে যাচ্ছেন এবং তাঁর যাজকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেবার জন্য তূরী নিয়ে আমাদের সঙ্গে আছেন। হে ইস্রায়েলের সন্তানরা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে যুদ্ধ কোরো না, করলে সফল হবে না।”

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 13:12
27 ক্রস রেফারেন্স  

কিন্ত এ কাজ যদি ঈশ্বরের হয় তাহলে তাকে বাধা দেওয়ার সাধ্য তোমাদের কখনও হবে না। হয়তো শেষে দেখবে, তোমরা ঈশ্বরেরই বিরোধিতা করছ।


এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


তারা বিজয়ী সেনার মত পথের কাদায় শত্রুদের পদদলিত করবে। দুর্ধর্ষ অশ্বারোহী সেনানীকে করবে বিপর্যস্ত, কারণ আমি তাদের সহায়।


যাঁর জন্য এবং যাঁর দ্বারা সব কিছু অস্তিত্ব লাভ করেছে সেই ঈশ্বর তাঁর বহু সন্তানকে গৌরবের অংশীদার করার পরিকল্পনাকে পূর্ণতা দান করার জন্য মানুষের পরিত্রাতা যীশুকে দুঃখকষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেছেন। এই-ই যথার্থ হয়েছে।


তাই আমার প্রশ্নঃ এ দ্রাক্ষালতা কি বাঁচবে? প্রথম ঈগলটা কি তাকে শিকড়শুদ্ধ উপড়ে ফেলবে না, ছিঁড়ে নেবে না ফলগুলি? শেষে কি গাছটা সেখানেই শুকিয়ে যাবে না? এমন কি এটাকে সে কোন দুর্বল লোকও উপড়ে ফেলতে পারবে।


হে ব্যাবিলন, তুমি আমার বিরোধিতা করেছিলে, কিন্তু তুমি নিজের পাতা ফাঁদে ধরা পড়েছ নিজেরই অজান্তে।


মিশরের কাছ থেকে তোমায় লজ্জায় মাথা নীচু করে ফিরে আসতে হবে। যারা তোমার আস্থাভাজন ছিল, তাদের আমি প্রত্যাখ্যান করেছি, তাদের কাছ থেকে কিছুই লাভ হবে না তোমার।


কিন্তু কোন অস্ত্র সক্ষম হবে না আঘাত করতে তোমায় তোমার বিরুদ্ধে অভিযোগকারীদের উপযুক্ত জবাব দেবে তুমি। আমি আমার দাসদের রক্ষা করব, দান করব বিজয় তাদের। এই তাদের প্রাপ্য উত্তরাধিকার, বলেন, প্রভু পরমেশ্বর।


মাটির পাত্র পারে কি বিবাদ করতে নির্মাতার সাথে, সে তো মৃত্তিকা মাত্র! পারে কি সে জিজ্ঞাসা করতে নির্মাতাকে তার, এ কি গড়েছ তুমি? পারে কি করতে এই অভিযোগ, নেই কোন কুশলতা তোমার?


পরিকল্পনা কর, যত পার মন্ত্রণা কর কিন্তু দেখো, সবই ব্যর্থ হবে। কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।


অনেকে নির্ভর করে তাদের রথ সম্পদে আবার অনেকে নির্ভর করে তাদের অশ্ববাহিনীতে, কিন্তু আমাদের একমাত্র ভরসা আমাদের আরাধ্য প্রভু ঈশ্বর।


ঈশ্বরের মত পরাক্রম কি তোমার আছে? তুমি কি তাঁর মত বজ্রনাদ করতে পার?


তিনি প্রাজ্ঞচিত্ত ও মহাপরাক্রান্ত, তাঁর বিরোধিতা করে কে কবে সাফল্য লাভ করেছে?


তখন ঈশ্বরের আত্মা পুরোহিত যিহোয়াদার পুত্র সখরিয়ের উপরে অধিষ্ঠিত হলেন। লোকেরা দেখতে পায় এমন একটি স্থানে দাঁড়িয়ে তিনি সবাইকে ডেকে বললেন, প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন, কেন তোমরা প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করেছ এবং নিজেদের উপর বিপর্যয় ডেকে আনছ? তোমরা তাঁকে ত্যাগ করেছ, তাই তিনি তোমাদের পরিত্যাগ করেছেন।


তোমরা প্রকাশ্য দিবালোকে অন্ধের মত পথ হাতড়ে বেড়াবে কিন্তু পথ খুঁজে পাবে না। দিনের পর দিন তোমরা শুধু উৎপীড়িত ও লুন্ঠিত হবে, তোমাদের উদ্ধার করার কেউ থাকবে না।


কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের জয়যুক্ত করার জন্য তোমাদের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমাদের সঙ্গে যাচ্ছেন।


মোশি এইভাবে প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার লোককে এবং সেই সঙ্গে পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহসকে যুদ্ধে পাঠিয়ে দিলেন। পবিত্র পীঠস্থানের পাত্র গুলি ও রণতূর্য পিনহসের সঙ্গে ছিল।


যাকোবের বংশে তিনি অধর্ম দেখতে পান নি, ইসরায়েলকুলে দেখেন নি দৌরাত্ম্য ওদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ওদের সঙ্গে রয়েছেন নৃপতিরূপে ওরা তাঁকে করে সংবর্ধনা।


কিন্তু মোশি বললেন, তোমরা কেন আবার প্রভু পরমেশ্বরের নির্দেশ অমান্য করছ? তোমাদের এই প্রচেষ্টা সফল হবে না।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়। সেলা


তাঁর শক্তি মানুষের বাহুবল কিন্তু আমাদের সাহায্যের জন্য এবং আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য আছেন আমাদের আরাধ্য ঈশ্বর স্বয়ং প্রভু পরমেশ্বর। রাজার এই কথা শুনে প্রজাবৃন্দ অত্যন্ত উৎসাহিত হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন