Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 12:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তিনি যিহুদীয়ার দুর্গবেষ্টিত শহরগুলি অধিকার করে জেরুশালেমের দিকে অগ্রসর হলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর তিনি এহুদার প্রাচীর বেষ্টিত সকল নগর অধিকার করে জেরুশালেম পর্যন্ত আসলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তিনি যিহূদার সুরক্ষিত নগরগুলি দখল করে নিয়েছিলেন ও জেরুশালেম পর্যন্ত পৌঁছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর তিনি যিহূদার প্রাচীরবেষ্টিত নগর সকল হস্তগত করিয়া যিরূশালেম পর্য্যন্ত আসিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 জেরুশালেমে এসে উপস্থিত না হওয়া পর্যন্ত শীশক যিহূদার সমস্ত দূর্গ নগরীগুলি দখল করতে লাগলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আর তিনি যিহূদার প্রাচীরে ঘেরা নগরগুলি অধিকার করে নিয়ে যিরূশালেম পর্যন্ত আসলেন।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 12:4
7 ক্রস রেফারেন্স  

আমার প্রজাদের দ্রাক্ষাবন কেটে ফেলার জন্য পাঠাব শত্রুদল, কিন্তু ধ্বংস করব না সম্পূর্ণভাবে। আমি তাদের বলব ছেঁটে দিতে দ্রাক্ষালতার শাখাগুলি, কারণ ঐ শাখাগুলি আমার নয়


যিহুদীয়ার রাজা হিষ্কিয়ের রাজত্বকালের চতুর্দশ বৎসরে আসিরিয়ার রাজা সন্‌হেরিব যিহুদীয়ার প্রাচীরঘেরা নগরগুলি আক্রমণ ও অধিকার করেন।


শমরিয়া ও তার অলীক প্রতিমাগুলিকে আমি ধ্বংস করেছি, জেরুশালেম ও সেখানে পূজিত অলীক প্রতিমাগুলিরও আমি সেই একই দসা করব।


বন্যার বেগে তারা যিহুদীয়াকে ভাসিয়ে নিয়ে যাবে, দুরন্ত ঢেউ তার কাঁধ ছাপিয়ে যাবে, ডুবিয়ে দেবে সব। কিন্তু, ইন্মানুয়েল! আমাদের সঙ্গে ঈশ্বর বর্তমান, তিনি দুই পক্ষ বিস্তার করে দেশকে রক্ষা করবেন।


আসিরিয়া সম্রাট জেরুশালেমে রাজা হিষ্কিয়কে আক্রমণের জন্য লাখীশ থেকে তিনজন সেনাপতি—টাটান, রবসারিস ও রবশাখির নেতৃত্বে বিরাট এক সৈন্যবাহিনী পাঠালেন। জেরুশালেমে এসে তাঁরা উপরের জলাশয়ের কাছে ধোপাখানার মাঠের পথ আগলে ঘাঁটি করলেন।


ছত্রিশ হাজার গবাদি পশু, ত্রিশ হাজার পাঁচশো গাধা এবং ষোল হাজার মানুষ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন