Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 11:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5-10 রহবিয়াম জেরুশালেমে থেকে যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর অধিকারভুক্ত নগরী বেথলেহেম, ইটাম, টেকোয়া, বেথসুর, সোকো, অদুল্লম, গাৎ, মারেশাহ্, সিপ, অদোরায়িম, লাখীশ, আসেকাহ সোরাহ্, আইজালোন এবং হিব্রোণের সুরক্ষার জন্য ব্যবস্থা করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 পরে রহবিয়াম জেরুশালেমে বাস করে দেশ রক্ষার জন্য এহুদা দেশস্থ সমস্ত নগর নির্মাণ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 রহবিয়াম জেরুশালেমে বসবাস করতে করতে যিহূদা দেশের সুরক্ষার জন্য এই নগরগুলি তৈরি করলেন:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 পরে রহবিয়াম যিরূশালেমে বাস করিয়া দেশ রক্ষার জন্য যিহূদা দেশস্থ নগর সকল গাঁথিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 রহবিয়াম নিজে জেরুশালেমে বাস করতেন। তিনি শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য যিহূদায় অনেক সুদৃঢ় শহর বানিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পরে রহবিয়াম যিরূশালেমে বাস করে দেশ রক্ষা করবার জন্য যিহূদা দেশের নগরগুলি গাঁথলেন।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 11:5
14 ক্রস রেফারেন্স  

যিহুদীয়ার পার্বত্য অঞ্চলের নানাস্থানে তিনি নগর স্থাপন করেন এবং বনাঞ্চলে অনেক গড় ও দুর্গ নির্মাণ করেন।


উৎসিয় ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং গাৎ, যামনিয়া ও অসদোদের সমস্ত নগরের প্রাচীর ভেঙ্গে ফেলে অসদোদের কাছে এবং ফিলিস্তিয়ার অবশিষ্ট অঞ্চলে অনেক দুর্গনগরী নির্মাণ করেন।


এইভাবে যিহোশাফট দিনে দিনে শক্তিশালী হয়ে উঠতে লাগলেন এবং সারা যিহুদীয়ার সুরক্ষার জন্য সুরক্ষিত দুর্গ ও নগরী নির্মাণ করতে লাগলেন।


তখন রাজা আসা সমগ্র যিহুদীয়া রাজ্যের লোকজনদের একত্র করে আদেশ দিলেন যেন তারা রামায় দুর্গনগরী নির্মাণের জন্য রাজা বাশা যে পাথর ও কাঠ সেখানে জমা করেছেন, সেগুলি সেখান থেকে নিয়ে যায়। রাজা আসা এই সব সাজ-সরঞ্জাম গেবা ও মিস্‌পাতে দুর্গনিবাসী নির্মাণের কাজে ব্যবহার করলেন।


রহবিয়াম অত্যন্ত বুদ্ধিপূর্বক তাঁর পুত্রদের বিভিন্ন কাজের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন এবং যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর প্রত্যেকটি দুর্গ-সুরক্ষিত শহরে তাদের নিযুক্ত করেছিলেন। তিনি উদারহস্তে তাদের জীবনযাত্রার সমস্ত সুব্যবস্থা করেছিলেন এবং তাদের বহুসংখ্যক পত্নীদের জন্যও প্রয়োজনীয় সর্বপ্রকার নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন।


তিনি যিহুদীয়ার দুর্গবেষ্টিত শহরগুলি অধিকার করে জেরুশালেমের দিকে অগ্রসর হলেন।


তিনি যিহুদীয়ার দুর্গ নগরগুলিতে, যিহুদীয়ার গ্রামাঞ্চলে এবং রাজা আসা ইফ্রয়িমের যে সমস্ত অঞ্চল অধিকার করেছিলেন, সেই সমগ্র অঞ্চলে সৈন্য মোতায়েন করলেন।


তাদের পিতা তাদের প্রচুর পরিমাণে সোনা, রূপো এবং অন্যান্য মূল্যবান ধনসম্পদ দিয়েছিলেন এবং প্রত্যেকের যিহুদীয়ার এক একটি দুর্গনগরীর অধিকর্তারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। যেহেতু যিহোরাম ছিলেন যিহোশাফটের জ্যেষ্ঠপুত্র, সেই হেতু তিনি তাকে তাঁর সিংহাসনের উত্তরাধিকার দিয়েছিলেন।


ওদিকে তখন ব্যাবিলনের রাজার সৈন্যবাহিনী নগরী আক্রমণ করেছে। যিহুদীয়ার দুর্গশহর-গুলির মধ্যে এ দুটি শহরই আবশিষ্ট ছিল।


রাজা আসা যিহুদীয়ার সমস্ত নগর থেকে ভিন্ন জাতির উপাসনা স্থল ও ধূপবেদীগুলি ধ্বংস করেছিলেন বলে তাঁর শাসনাধীন রাজ্যে শান্তি বজায় ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন