Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 11:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 রাজা রহবিয়াম এবং যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর সমস্ত লোকদের বল, প্রভু পরমেশ্বর বলেছেনঃ

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তুমি সোলায়মানের পুত্র এহুদার বাদশাহ্‌ রহবিয়াম এবং এহুদা ও বিন্‌ইয়ামীন নিবাসী সমস্ত ইসরাইলকে বল, মাবুদ এই কথা বলেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 “তুমি শলোমনের ছেলে যিহূদার রাজা রহবিয়ামকে এবং যিহূদা ও বিন্যামীনের সব ইস্রায়েলীকে গিয়ে বলো,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তুমি শলোমনের পুত্র যিহূদা-রাজ রহবিয়ামকে এবং যিহূদা ও বিন্যামীন-নিবাসী সমস্ত ইস্রায়েলকে বল, সদাপ্রভু এই কথা কহেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “শময়িয় যাও, গিয়ে রহবিয়াম আর যিহূদা ও বিন্যামীনে বসবাসকারী ইস্রায়েলীয়দের গিয়ে বলো

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 “তুমি শলোমনের ছেলে যিহূদার রাজা রহবিয়ামকে এবং যিহূদা ও বিন্যামীনে বসবাসকারী সমস্ত ইস্রায়েলীয়দের বল,

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 11:3
8 ক্রস রেফারেন্স  

অষ্টম দিনে আমার সুন্নত হয়েছিল। আমি জাতিতে ইসরায়েলী, বিন্যামীন বংশীয়, হিব্রু কুলজাত হিব্রু , শাস্ত্রীয় বিধান সম্পর্কে ফরিশী মতাবলম্বী,


তারা আজও তাদের পুরানো সংস্কার ও প্রথা অনুসরণ করে চলেছে। তারা প্রভু পরমেশ্বরকে মানে না বা উপাসনা করে না। যাঁকে প্রভু ‘ইসরায়েল’ নাম দিয়েছিলেন, সেই যাকোবের বংশধরদের পরমেশ্বর যে বিধিব্যবস্থা ও অনুশাসন দিয়েছিলেন, তাও তারা মানে না।


মোশি তখন প্রভু পরমেশ্বরর সকল নির্দেশ লিপিবদ্ধ করে রাখলেন। পরদিন সকালে উঠে তিনি সেই পর্বতের পাদদেশে একটি বেদী নির্মাণ করলেন এবং ইসরায়েলীদে বারো গোষ্ঠীর প্রত্যেকটির জন্য একটি করে মোট বারটি শিলাস্তম্ভ স্থাপন করলেন।


এরাই হচ্ছে ইসরায়েলীদের বারো গোষ্ঠী। তাদের পিতা আশীর্বাদ করার সময় তাদের সম্পর্কে এই সব কথা বলেছিলেন। তিনি প্রত্যেককে যথাযোগ্য আশীর্বাদ করছিলেন।


কিন্তু ঈশ্বর শমরিয়কে বললেন,


তোমরা নিজেদের স্বজাতি ইসরায়েলী ভাইদের সঙ্গে যুদ্ধ করো না। সকলে বাড়ী ফিরে যাও। এ ঘটনা আমার ইচ্ছাতেই ঘটেছে। তখন পরমেশ্বরের আদেশ অনুযায়ী বাড়ী ফিরে গেল।


ফলে রহবিয়াম যিহুদা গোষ্ঠীর রাজা হয়ে রইলেন, বাকী ইসরায়েলীরা বিদ্রোহ ঘোষণা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন