Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 11:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মানুষ যারা আন্তরিকভাবে ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরের আরাধনা করতে আগ্রহী, তারা লেবীয়দের সঙ্গে জেরুশালেমে চলে এল। তারা চেয়েছিল, তাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে বলি উৎসর্গ করতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 ইসরাইলের সমস্ত বংশের মধ্যে যেসব লোক ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সন্ধানে নিবিষ্টমনা ছিল, তারা লেবীয়দের সঙ্গে তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে কোরবানী করতে জেরুশালেমে এল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 ইস্রায়েলের প্রত্যেকটি বংশ থেকে যারা যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করার জন্য তাদের অন্তর স্থির করল, তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে নৈবেদ্য উৎসর্গ করার জন্য লেবীয়দের পিছু পিছু জেরুশালেমে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে যে সকল লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে নিবিষ্টমনা ছিল, তাহারা লেবীয়দের পশ্চাদগামী হইয়া আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিতে যিরূশালেমে আসিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 লেবীয়রা যখন ইস্রায়েল ত্যাগ করে চলে গেলেন তখন ইস্রায়েলের ধর্মভীরু পরিবারগোষ্ঠীর সদস্যরাও জেরুশালেমে তাঁদের পূর্বপুরুষের প্রভুর কাছে বলিদান করার জন্য চলে এলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর খোঁজে আগ্রহী ছিল, তারা লেবীয়দের সঙ্গে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করতে যিরূশালেমে আসল।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 11:16
28 ক্রস রেফারেন্স  

ইফ্রয়িম, মনঃশি এবং শিমিয়োন গোষ্ঠীর যে সমস্ত লোক আসার রাজ্যে বসবাস করত তারা সকলে রাজা আসার পক্ষ অবলম্বন করল। কারণ তারা দেখল, প্রভু পরমেশ্বর তাঁর সহায়। রাজা তাদের সকলকে এবং যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর সকলকে তাঁর ছত্রছায়ায় একত্র করলেন।


তিনি সেখানে গিয়ে ঈশ্বরের অনুগ্রহ কার্যকরী হতে দেখে আনন্দিত হলেন এবং প্রভুর প্রতি বিশ্বাসে অবিচল থাকতে তাদের উৎসাহদান করলেন।


তোমরা নিজেদের অবস্থাটা কি কখনও খতিয়ে দেখেছ?


আমার প্রজাদের পাপে তাদের ভরণপোষণ হয়, এদের অধর্মাচরণের প্রতিই তাদের আসক্তি।


এই কথা শুনে রাজা খুব দুঃখ পেলেন। দানিয়েলকে উদ্ধার করার পথ খুঁজতে লাগলেন এবং সারাদিন তিনি সেই চেষ্টা চালিয়ে গেলেন।


হে ঈশ্বর, হৃদয় আমার শান্ত, অচঞ্চল, আমি গাইব তোমার গান, করব তোমার মহিমা কীর্তন।


তোমরা নির্ভর করো না আপন শক্তি ও ক্ষমতায়, স্থাপন করো না আস্থা দস্যুবৃত্তিতে, সম্পদের প্রাচুর্য হলেও হয়ো না আসক্ত।


ঈশ্বর যদি তাঁর দেওয়া আত্মা ফিরিয়ে নেন, যদি প্রত্যাহার করে নেন তাঁর দেওয়া প্রাণবায়ু,


তাহলেও আশের, মনঃশি ও সবুলুন গোষ্ঠীর কিছু লোক জেরুশালেমে আসতে ইচ্ছুক ছিল।


তাই দাউদ বললেন, এখানেই প্রভু পরমেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এই বেদীতেই ইসরায়েলীরা হোমবলি উৎসর্গ করবে।


প্রভু পরমেশ্বরের নামের যোগ্য মর্যাদা দাও, নৈবেদ্য উপহার নিয়ে তাঁর সম্মুখে এস। পবিত্রতায় মণ্ডিত হয়ে পরমেশ্বরের আরাধনা কর,


তোমরা যদি মনে কর যে তোমাদের অধিকৃত দেশ অশুচি, তাহলে জর্ডনের ওপারে প্রভু পরমেশ্বরের শিবির যেখানে রয়েছে, তাঁর অধিকারভুক্ত সেই দেশে চলে এস এবং আমাদের ভাগ থেকেই তোমাদের অংশ বুঝে নাও। কেবল আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদী ছাড়া অন্য কোন বেদী নির্মাণ করে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করো না আর আমাদের‍ও সেই বিদ্রোহে জড়িও না।


তোমাদের সাবধান করে দেওয়ার জন্য আমি আজ যে সব কথা বললাম সেগুলির প্রতি মনোযোগ দিও। তোমাদের সন্তান-সন্ততিদের তোমরা নির্দেশ দিও যেন তারাও সযত্নে এই বিধানের সব কথা মেনে চল।


তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থানে তোমরা আমার নির্দেশিত সমস্ত হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য এবং প্রভুর কাছে মানত করা সমস্ত উৎকৃষ্ট দ্রব্য নিয়ে যাবে।


অন্যেরা অবশ্য প্রভু পরমেশ্বরের কথা গ্রাহ্য করল না। তারা তাদের পশুপাল ও ক্রীতদাসদের বাইরে খোলা মাঠেই থাকতে দিল।


এবার তোমরা সমস্ত অন্তর-মন ও প্রাণ দিয়ে তোমাদের প্রভু পরমেশ্বরের সেবা কর। মন্দির নির্মাণের কাজ শুরু করে দাও, যাতে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক ও উপাসনায় ব্যবহৃত সমস্ত পবিত্র আসবাবপত্র সেখানে রাখতে পার।


ফলে যিহুদীয়া রাজ্য শক্তিশালী হয়ে ওঠে ও তিন বছর তারা শলোমনের পুত্র রহবিয়ামের অনুগত থাকে এবং রাজা দাউদ ও শলোমনের রাজত্বকালে তারা যেভাবে বাস করত সেই ভাবেই বাস করে।


হৃদয়, মন ও আত্মা দিয়ে তারা তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের আরাধনা করবে, এই শর্তে তারা সন্ধিচুক্তিতে আবদ্ধ হল।


যিহুদীয়ার সমস্ত লোক অত্যন্ত আন্তরিকভাবে এই সন্ধিচুক্তি করেছিল বলে আনন্দে তাদের মন ভরে গিয়েছিল। প্রভু পরমেশ্বরের আরাধনা করে তারা পরম আনন্দ লাভ করত এবং প্রভু তাদের গ্রহণ করেছিলেন ও সর্ব অবস্থায় সব দিক দিয়ে তাদের শান্তি ও স্বস্তি দান করেছিলেন।


কিন্তু তাহলেও, আপনার মধ্যে কিছু সদগুণ আছে। আপনি প্রজাদের উপাস্য দেবী আশেরার সমস্ত প্রতীক উচ্ছেদ করেছেন এবং ঈশ্বরের ইচ্ছা পালন করতে চেষ্টা করেছেন।


এই সংবাদে যিহোশাফট অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং পরিচালনা দানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। তারপর সারা দেশে সকলকে উপবাস পালন করার নির্দেশ ঘোষণা করলেন।


যিহুদীয়া রাজ্যের প্রতিটি শহর থেকে লোকেরা ছুটে এল জেরুশালেমে ঈশ্বরের কাছে পরিচালনা দানের জন্য প্রার্থনা নিবেদন করতে।


এক নগরের অধিবাসী অন্য নগরে গিয়ে বলবে, ‘চল, আমরা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আরাধনা ও তাঁর অনুগ্রহ ভিক্ষা করতে এখনই যাই।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন