Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 রাজা দাউদের পুত্র শলোমন ইসরায়েলের রাজ্যভার গ্রহণ করে কঠোর হাতে তার শাসন শৃঙ্খলার ব্যবস্থা করলেন এবং প্রভু পরমেশ্বর, তাঁর আরাধ্য ঈশ্বর তাঁকে আশীর্বাদে পূর্ণ করলেন ও দান করলেন তাঁকে অমিত বিক্রম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 সেই সময় দাউদের পুত্র সোলায়মান নিজের রাজ্যে নিজেকে শক্তিশালী করলেন এবং তাঁর আল্লাহ্‌ মাবুদ তাঁর সহবর্তী থেকে তাঁকে অতিশয় মহান করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 দাউদের ছেলে শলোমন তাঁর রাজ্যের উপর নিজেকে সুপ্রতিষ্ঠিত করলেন, কারণ তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁর সাথেই ছিলেন ও তিনি তাঁকে খুব উন্নত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আর দায়ূদের পুত্র শলোমন আপন রাজ্যে আপনাকে বলবান করিলেন, এবং তাঁহার ঈশ্বর সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী থাকিয়া তাঁহাকে অতিশয় মহান্‌ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু তাঁর ঈশ্বর সহায় থাকায় শলোমন রাজা হিসেবে খুবই শক্তিশালী হয়ে উঠেছিলেন, প্রভু তাঁকে অতুল সম্পদ ও ক্ষমতার অধীশ্বর করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আর দায়ূদের ছেলে শলোমন নিজের রাজ্যে নিজেকে শক্তিশালী করলেন এবং তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁর সঙ্গে থেকে তাঁকে খুব মহান করলেন৷

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 1:1
17 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর শলোমনকে সমগ্র জাতির কাছে ভক্তি ও সম্ভ্রমের পাত্র করে তুললেন। ইসরায়েল এ পর্যন্ত যত জন রাজত্ব করে গেছেন তাদের সবার চেয়ে শলোমনকে তিনি আরও বেশি মহিমায় ভূষিত করলেন।


শলোমন পিতা দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তাঁর রাজত্ব দৃঢ় প্রতিষ্ঠিত হল।


প্রভু পরমেশ্বর যোষেফের সঙ্গে ছিলেন তাই তিনি উন্নতি লাভ করলেন। তিনি তাঁর মিশরী মনিবের বাড়িতেই বাস করতে লাগলেন।


এই সময়ে অবিমেলক ও তাঁর সেনাপতি ফিখোল এসে অব্রাহামকে বললেন, আপনার সকল কাজেই ঈশ্বর সহায়তা করেন।


তুমি যখন যেখানে গিয়েছ, আমি তোমার সঙ্গে থেকেছি, তোমার সমস্ত শত্রুকে ধ্বংস করেছি। পৃথিবীর মহান নেতাদের মত আমি তোমায় বিখ্যাত করব।


রাজার আদেশে যিহোয়াদার পুত্র বনায় তখন বাইরে গিয়ে শিমিয়িকে হত্যা করল। এবার শলোমনের রাজত্ব দৃঢ় প্রতিষ্ঠিত হল।


ঈশ্বর বললেন, ভয় কি, আমি তোমার সঙ্গে থাকব। আর আমিই যে তোমাকে পাঠিয়েছি তার প্রমাণ হবে এই যে, তুমি যখন ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনবে তখন এই পর্বতেই তোমরা ঈশ্বরের আরাধনা করবে।


যোষেফ সেখানে বন্দী হয়ে রইলেন। কিন্তু প্রভু পরমেশ্বর যোষেফের সহায় ছিলেন এবং তিনি তাঁর প্রতি করুণা প্রদর্শন করলেন।


এবং যে সব আদেশ আমি তোমাদের দিয়েছি সে সব পালন করতে তাদের শিক্ষা দাও। আর জেনে রেখো, যুগান্ত পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।


এই বিবরণেই আছে কীভাবে তিনি শাসনকার্য পরিচালনা করেছেন,তিনি কত পরাক্রমশালী ছিলেন এবং তাঁর জীবনে, ইসরায়েল জাতির জীবনে এবং তাঁর প্রতিবেশী রাজ্যগুলির উপর যে সমস্ত ঘটনা ঘটেছিল, সবই পাওয়া যাবে ঐ বিবরণগুলি থেকে।


বহুলোক জেরুশালেমে প্রভু পরমেশ্বরের কাছে নৈবেদ্য এবং রাজা হিষ্কিয়ের কাছে উপহার নিয়ে জেরুশালেমে এসেছিল। তাই তখন থেকে সমস্ত জাতির লোকের কাছে রাজা হিষ্কিয় সম্মান ও মর্যাদার আসন লাভ করেন।


তাঁর মনিব দেখলেন প্রভু পরমেশ্বর যোষেফের সঙ্গে আছেন এবং যে কাজেই তিনি হাত দেন প্রভু পরমেশ্বর তাতেই তাঁকে সাফল্য দান করেন।


প্রভু তখন যিহোশূয়কে বললেন, আজ আমি সমগ্র ইসরায়েলের সাক্ষাতে তোমাকে গৌরবান্বিত করতে শুরু করব, যেন তারা জানতে পারে যে আমি মোশির সঙ্গে যেমন ছিলাম তেমনি তোমার সঙ্গেও আছি।


দাউদ বলে চললেন, অতএব বৎস আমার! প্রভু পরমেশ্বর তোমার সহায় থাকুন এবং তাঁর মন্দির নির্মাণের কাজে তোমাকে সফলতা দান করে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করুন,


সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার কাজের জন্য সবরকমের কুশলী শিল্পীও তোমার রয়েছে। অতএব উদ্যোগী হও, শুরু করে দাও কাজ! প্রভু পরমেশ্বর তোমার সহায় হোন!


শলোমন তাঁর পিতা দাউদের সিংহাসনে আরোহণ করলেন, যে সিংহাসন প্রভু পরমেশ্বর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন সার্থক ও সাফল্যমণ্ডিত রাজা। সমগ্র ইসরায়েল জাতি তাঁর আদেশ পালন করত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন