২ থিষলনীকীয় 3:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 বন্ধুগণ, সৎ কাজে তোমরা ক্লান্তি বোধ করো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 হে ভাইয়েরা, তোমরা সৎকর্ম করতে নিরুৎসাহিত হয়ো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আর ভাইবোনেরা, তোমাদের আরও বলছি, সৎকর্ম করতে কখনও ক্লান্তিবোধ কোরো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর, হে ভ্রাতৃগণ, তোমরা সৎকর্ম্ম করিতে নিরুৎসাহ হইও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ভাই ও বোনেরা, সৎ কাজ করতে কখনও ক্লান্ত হয়ো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর, হে ভাইয়েরা, তোমরা সৎ কাজ করতে হতাশ হয়ো না। অধ্যায় দেখুন |