Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ তীমথিয় 4:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 প্রভুই আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। সর্বযুগে সকল মহিমা তাঁরই। আমেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 প্রভু আমাকে সমস্ত মন্দ কাজ থেকে রক্ষা করবেন এবং তাঁর বেহেশতী রাজ্যে উত্তীর্ণ করবেন। যুগপর্যায়ের যুগে যুগে তাঁর মহিমা হোক। আমিন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 কেউ আমার ক্ষতি করতে চাইলে প্রভু আমাকে রক্ষা করবেন। প্রভু তাঁর স্বর্গীয় রাজ্যে আমাকে নিশ্চয়ই নিরাপদে নিয়ে যাবেন। যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক্। আমেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 প্রভু আমাকে সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করবেন এবং নিজের স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন। যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁর মহিমা হোক। আমেন।

অধ্যায় দেখুন কপি




২ তীমথিয় 4:18
40 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন তোমায়, রাখবেন তোমায় নিরাপদে।


কিন্তু প্রভু নির্ভরযোগ্য, তিনিই তোমাদের প্রতিষ্ঠিত করবেন ও মন্দের প্রভাব থেকে রক্ষা করবেন।


আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা কর।


তোমরা ঈশ্বরে বিশ্বাস কর, তাই তিনি নিজ পরাক্রমে তোমাদের সেই অধিকার রক্ষা করছেন যেন তোমরা যুগান্ত কালে প্রকাশ্যে তাঁর পরিত্রাণ দেখতে পাও।


শান্তির আকর ঈশ্বর স্বয়ং তোমাদের সার্বিকভাবে শুচিশুদ্ধ করুন। তোমাদের দেহ, মন ও আত্মা প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত নিখুঁত ও অটুটভাবে রক্ষিত হোক।


তোমার সুমন্ত্রণা আমাকে চালনা করবে, শেষে সগৌরবে আমায় তুমি করবে গ্রহণ।


এবং এইজন্যই আমি এত দুঃখ বরণ করছি কিন্তু তবুও আমি লজ্জিত নই। কারণ যাঁর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তাঁকে আমি জানি। এ সম্বন্ধে আমি সুনিশ্চিত যে আমার হাতে যা গচ্ছিত রয়েছে তা তিনি শেষের সেই দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ।


তিনিই ভয়াবহ মৃত্যুর হাত থেকে আমাদের উদ্ধার করেছেন এবং এখনও করে চলেছেন। তাঁর উপর আমাদের ভরসা আছে যে তিনি ভবিষ্যতেও আমাদের উদ্ধার করবেন।


কারণ সর্ববস্তু তাঁরই সৃষ্ট, তাঁরই মাধ্যমে এবং তাঁরই জন্য এই সৃষ্টির অস্তিত্ব। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।


কিন্তু তুমি উন্নত করেছ আমার শির বন্যবৃষের শৃঙ্গের মত, নূতন তৈলে অভিষিক্ত হয়েছি আমি।


প্রভু পরমেশ্বর ন্যায়বিচারে সুপ্রসন্ন, তিনি পরিত্যাগ করেন না তাঁর ভক্তদের, চিরকাল তাদের করেন রক্ষা, কিন্তু দুষ্টদের বংশ হবে নির্মূল।


ধার্মিকেরা তাদের পিতার রাজ্যে সূর্যের মত দ্বীপ্তিমান হয়ে উঠবে। যার বলে আছে সে শুনুক।


যাবেশ ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন, “হে ঈশ্বর, আমাকে আশীর্বাদ কর। আমাকে অনেক ভূসম্পত্তি দাও। আমার সঙ্গে থাক এবং আমাকে সর্বপ্রকার অমঙ্গল থেকে রক্ষা কর যাতে সে সব আমায় স্পর্শ করতে না পারে।” ঈশ্বর তাঁর প্রার্থনা পূরণ করেছিলেন।


আমার নিবেদন এই নয় যে তুমি তাদের জগত থেকে সরিয়ে নাও, কিন্তু অশুভ শক্তির প্রভাব থেকে তাদের তুমি রক্ষা কর।


ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেয়ো না। এই রাজ্য তোমাদের দান করাতেই পিতার পরম আনন্দ।


একমাত্র তিনিই অমরত্বের অধিকারী, অগম্য জ্যোতির মাঝে বিরাজমান, মানুষের দৃষ্টি তাঁকে প্রত্যক্ষ করেনি কখনও, তিনি সকলের কাছে অদৃশ্য। অশেষ তাঁর মহিমা, অনন্তকাল স্থায়ী তাঁর পরাক্রম। আমেন।


সাধারণ মানুষ যে ধরণের সঙ্কটের সম্মুখীন হয় তার অতিরিক্ত কিছুর সম্মুখীন তোমাদের হতে হয়নি। ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন, তিনি তোমাদের সাধ্যের অতীত কোন প্রলোভনের সম্মুখীন হতে দেবেন না, বরং পরীক্ষা-সঙ্কটের মাঝে তা থেকে বেরিয়ে আসার পথ করে দেবেন এবং তার মধ্যে স্থির থাকার শক্তিও তোমাদের জোগাবেন।


যে দিব্য পুরুষ সমস্ত সঙ্কট থেকে আমাকে উদ্ধার করেছেন, তিনিই এই বালকদের আশীর্বাদ করুন। আমার এবং আমার পিতৃপুরুষ অব্রাহাম ওই ইস্‌হাকের নাম এদের মাধ্যমেই হবে বিখ্যাত। পৃথিবীতে এদের বংশ হোক বহুবিস্তৃত।


যুগে যুগে চিরকাল বিরাজিত হোক তাঁরই আধিপত্য। আমেন।


যিনি সর্বকালের রাজা, অক্ষয়, অদৃশ্য, অনন্য পরমেশ্বর, তিনি যুগে যুগে সমাদৃত এবং মহিমান্বিত হোন।


রাজা তখন তাঁর ডান পাশের লোকদের বলবেন, এস, তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র। জগৎ সৃষ্টির শুরু থেকে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে তার অধিকার গ্রহণ কর।


যারা ঈশ্বরের আহূত, তাঁর প্রীতিভাজন এবং যীশু খ্রীষ্টেরর জন্য সংরক্ষিত, তাদের সমীপে আমি যীশু খ্রীষ্টের সেবক যাকোবের ভ্রাতা যিহুদা তোমাদের এই পত্র লিখছি।


সর্বযুগে সকল মহিমা তাঁরই। আমেন।


আমার পিতা যে রাজা আমার জন্য নির্দিষ্ট করেছেন, সেই রাজ্যে আমি তোমাদের স্থান নির্দেশ করছি,


আমাদের সমস্ত পাপ ক্ষমা কর, যেমন আমরাও আমাদের কাছে যারা অপরাধী তাদের সকলের অপরাধ ক্ষমা করি। আমাদের প্রলুব্ধ হতে দিও না।’


মৃত্যু সংবাদ পেয়ে দাউদ বললেন, ধন্য প্রভু পরমেশ্বর নাবলের হাতে আমার অপমানের প্রতিশোধ তিনিই গ্রহণ করলেন। তিনি তাঁর এই দাসকে মন্দ কাজ করা থেকে নিবৃত্ত করলেন। নাবলের অপকর্মের প্রতিফল প্রভু তারই উপরে বর্তালেন। এর পরে দাউদ অবিগলের কাছে বিবাহের প্রস্তাব জানিয়ে লোক পাঠালেন।


প্রিয় বন্ধুগণ, শোন, এ সংসারে যারা গরীব, ঈশ্বর কি তাদের মনোনীত করেননি? বিশ্বাসের ঐশ্বর্যে তারা ঐশরাজ্যের অধিকারী হবে। —যারা তাঁকে ভালবাসে তাদের তিনি এই অধিকার দিয়েছেন।


দাউদ আরও বললেন, যে প্রভু পরমেশ্বর আমাকে সিংহ ও ভালুকের থাবা থেকে উদ্ধার করেছেন, তিনিই এই ফিলিস্তিনীটার হাত থেকে আমাকে রক্ষা করবেন। তখন শৌল দাউদকে বললেন, আচ্ছা যাও, প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে থাকুন।


নিজের দুষ্কর্মের ফলেই দুষ্টের পতন হয়, কিন্তু ধার্মিক তার সততার জন্য রক্ষা পায়।


যেহেতু জগত নিজ জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে সক্ষম হয় নি তাই ঈশ্বর আপন প্রজ্ঞায় সুসমাচার প্রচারের মূর্খতা দ্বারাই বিশ্বাসীদের উদ্ধার করার সঙ্কল্প করেছেন।


বন্ধুগণ, আমি এ কথাই বলতে চাই যে রক্তমাংসের দেহে ঐশরাজ্যের অধিকারী হওয়া যায় না। নশ্বর বস্তু কখনও অবিনশ্বরতা লাভ করতে পারে না।


ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের ভাবী বিচারক সেই যীশু খ্রীষ্টের উপস্থিতিতে তাঁরই আবির্ভাব ও তাঁরর আসন্ন রাজত্বের কথা স্মরণে রেখে তোমার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ,


কিন্তু তাঁরা তার চেয়েও সুন্দর এক দেশ অর্থাৎ স্বর্গলোকে যাওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন, তাই ঈশ্বর তাঁদের আরাধ্য ঈশ্বর বলে পরিচিত হতে লজ্জিত হননি। তিনিই তাঁদের জন্য এক নগর প্রতিষ্ঠা করেছেন।


তোমরা এখন সিয়োন পর্বতে জাগ্রত ঈশ্বরের নগরী স্বর্গীয় জেরুশালেমে এসেছ। অসংখ্য দূতবাহিনীর উৎসব-সমাবেশে,


এভাবে চললে তোমরা লাভ করবে আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের শাশ্বত রাজ্যে প্রবেশ করার অবাধ অধিকার।


বরং আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের অনুগ্রহে ও জ্ঞানে তোমরা পরিপুষ্ট হতে থাক। তাঁরই মহিমা হোক এখন ও চিরকাল। আমেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন