Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ তীমথিয় 2:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 কোন ধনীর গৃহে শুধু সোনা আর রূপোর বাসনপত্রই থাকে না, কাঠের এবং মাটির বসনও থাকে। কোনগুলি সাধারণ কাজে ব্যবহার করা হয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 কিন্তু কোন বড় বাড়িতে কেবল সোনার ও রূপার পাত্র নয়, কাঠের ও মাটির পাত্রও থাকে; তার কতগুলো সমাদরের, কতগুলো অনাদরের পাত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 কোনো বড়ো বাড়িতে শুধু সোনারুপোর বাসনই নয়, কিন্তু কাঠ ও মাটিরও পাত্র থাকে; কতগুলি ব্যবহত হয় বিশেষ কাজে, আবার কতগুলি সাধারণ কাজে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 কিন্তু কোন বৃহৎ বাটীতে কেবল স্বর্ণের ও রৌপ্যের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে; তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 কিন্তু কোন বড় বাড়িতে কেবল সোনার ও রূপোর বাসন নয়, কাঠের ও মাটির পাত্রও থাকে, তাদের মধ্যে কিছু বাসন থাকে বিশেষ ব্যবহারের জন্য, আবার কিছু বাসন থাকে সাধারণ ব্যবহারের জন্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 কোনো ধনীর বাড়িতে খালি সোনা ও রূপার পাত্র নয়, কাঠের ও মাটির পাত্রও থাকে, তার মধ্য কিছু মূল্যবান, আর কিছু সস্তা পাত্রও থাকে।

অধ্যায় দেখুন কপি




২ তীমথিয় 2:20
15 ক্রস রেফারেন্স  

তাঁর কাছে এসে তোমরাও জীবন্ত শিলা হয়ে আধ্যাত্মিক মন্দির গঠনের কাজে নিজেদের নিবেদন কর, যেখানে তোমরা পবিত্র পৌরোহিত্যের ব্রত গ্রহণ করে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করবে।


কিন্তু যদি আমার যেতে দেরী হয়, তাহলে এই চিঠি থেকে বুঝতে পারবে ঈশ্বরের আপনজনদের ব্যবহার কি রকম হওয়অ উচিত। আপনজনদের নিয়েই জাগ্রত ঈশ্বেরর মণ্ডলী। তারাই মণ্ডলীর সত্যের স্তম্ভ এবং সুদৃঢ় ভিত্তি।


ঈশ্বরের কাজে আমরা সহকর্মী তোমরা ঈশ্বরের ক্ষেত্র। আরও বলা যায়-


সিয়োনের যে নবীন যুবারা একদিন ছিল মূল্যবান সোনার মতই, আজ মূল্যহীন তুচ্ছ মাটির পাত্রের মত পড়ে আছে তারা অনাদরে।


আর যে সমস্ত সোনা ও রূপোর বাসনপত্র রাজা নেবুকাডনেজার জেরুশালেম মন্দির থেকে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন সেগুলি পুনরায় ঐ মন্দিরের নির্দিষ্ট স্থানে ফেরৎ পাঠাতে হবে।


তাঁরই মাঝে সকলের সঙ্গে তোমাদেরও ঈশ্বরের আত্মিক আবাসরূপে গড়ে তোলা হচ্ছে।


কিন্তু ঈশ্বর তাঁর এই অমূল্য সম্পদ আমাদের মত মৃন্ময় পাত্রে রেখেছেন, এতেই বোঝা যায় যে এই অসাধারণ শক্তি একমাত্র ঈশ্বরের আমাদের নয়।


তাদের প্রতিবেশীরা মন্দিরের জন্য স্বেচ্ছাদান, এবং এ ছাড়াও রূপোর বাসনপত্র, সোনা প্রয়োজনীয় দ্রব্যসম্ভার, ভারবাহী পশু ও মূল্যবান বস্তু দিয়ে তাদের সাহায্য করল।


সুরাপান চলছে—এমন সময়ে বেলশৎসর তাঁর পিতা নেবুকাডনেজার জেরুশালেম মন্দির থেকে যে সব সোনারূপোর পাত্র নিয়ে চলে এসেছিলেন সেগুলি আনতে বললেন। এইসব পাত্রে তাঁরা সুরাপান করবেন, তিনি, তাঁর অমাত্যেরা ও পত্নী-উপপত্নীরা সকলে।


বেদী থেকে ভস্মাবশেষ সরিয়ে নেওয়ার জন্য পাত্র তৈরী করবে। হাতা,গামলা,শলাকা এবং আগুন রাখার পাত্র তৈরী করবে। বেদীর সমস্ত পাত্রই পিতল দিয়ে তৈরী করবে।


যীশু বললেন, আমি অপদেবতাগ্রস্ত নই। আমি পিতাকে গৌরবান্বিত করছি আর তোমরা করছ আমার অবমাননা।


কিন্তু ওহে মনুষ্য, ঈশ্বরের সঙ্গে বাদানুবাদ করার তুমি কে? নির্মিত বস্তু কি তার নির্মাতাকে বলতে পারে ‘আমাকে এমন করে গড়েছ কেন’।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন